IAS Himangshu Gupta Biography: চা বিক্রেতা থেকে আইএস (IAS) হওয়ার লড়াই

Sandeep Sen
2 Min Read

ছোট থেকেই আকাশ ছোয়ার স্বপ্ন ছিলো কিন্তু নিন্মবিত্ত পরিবারে জন্মানোর কারণে সেই স্বপ্নের মাঝে ছিলো হাজারো বাঁধা ।
বাড়ি থেকে 70 কিলোমিটার দূরের এক স্কুলে পড়তে যেতে হতো । বাড়িতে অভাব অনটন দূর করতে বাবা এক অস্থায়ী চায়ের দোকান দেয়, সেই চায়ের দোকানেই স্কুলের আগে ও পরে বাবাকে সাহায্য করতো ছোট্ট হিমাংশু ।
গ্রাহকদের অর্ডার পেতেই দৌড়ে যেত গরম চায়ের কাপ হাতে নিয়ে । সেই চা বিক্রেতা হিমাংশু আজ দেশের একজন আইএস (IAS) অফিসার । ভারতের রাজধানীতে বর্তমানে তিনি পোস্টেড ।

IAS Himanshu Gupta Biography

অনেকেই নিজের ব্যার্থতা কে অভাব, অনটন আর পরিস্থিতি কে দোষারোপ করে। কিছুদিন আগেই বলিউডে 12th Fail নামের ছবি মুক্তি পেয়েছে । সেখানেও দেখানো হয়েছে এক দুস্থ পরিবারের ছেলের IAS অফিসার হওয়ার লড়াই ।

IAS Himanshu Gupta Photo

Loading...

কোন প্রকার কোচিং বা প্রশিক্ষণ ছাড়াই UPSC পরীক্ষায় বসে প্ৰথম বারেই সাফল্য পান হিমাংশু গুপ্ত ।
2018 সালে প্রথমবারের পরীক্ষাতেই তিনি (IRTS) সুযোগ পেয়েছিলেন । রেল দপ্তরের বড় আধিকারিক পদ পেয়েও তিনি আবার পরীক্ষা দিয়ে IPS হওয়ার সুযোগ পান । কিন্তু তার স্বপ্ন ছিলো প্রশাসনিক স্তরে সর্বোচ্চ পদে আসীন হওয়ার । সেই কারণেই তৃতীয়বার পরীক্ষায় বসে IAS হন ।

300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায়, কিভাবে পাবেন জেনে নিন

‘আমার ভালোবাসা শুধুই তোমার’! আইনি বিয়ের পর পোস্ট কাঞ্চন পত্নী শ্রীময়ীর

শেষবারের পরীক্ষায় গোটা ভারতে মাত্র 139 Rank ছিলো তার । কোন প্রকার প্রশিক্ষণ ও পরিবারের আর্থিক সাহায্য ছাড়াই তিনি হয়ে ওঠেন একজন IAS অফিসার ।
উত্তরাখণ্ডের ছোট্ট এক গ্রামে তার বাড়ি । বছরের বিভিন্ন সময়ে নানান কাজে তাকে থাকতে হতো বাড়ির বাইরে ।
কখনো পর্যটকদের জন্য গাইড হয়ে কখনো আবার বাবার দোকানে চা বিক্রি করে সংসার চালাতেন হিমাংশু ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার পর দিল্লি চলে আসেন হিমাংশু । দিল্লিতে ভর্তি হন হিন্দু কলেজে । এখানে এসেই তার জীবনে পরিবর্তন আসে । এক ইন্টারভিউয়ে তিনি জানিয়েছেন ‘ দিল্লি না এলে তার কখনো IAS হওয়া হয়তো সম্ভব হতো না ।

Share This Article