সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুতের বিল কমানোর লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় বাজেটে ঘোষণ করছিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারে নতুন একটি প্রকল্প চালু হবে জানালেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে দেশের প্রায় 1 কোটি মানুষ উপকৃত হবেন এবং প্রতিমাসে বিনামূল্যে মিলবে প্রায় ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ। কী ভাবে আবেদন করবেন? চলুন জেনে নেওয়া যাক।
সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে বাড়ির বিদ্যুতের বিল কমানোর লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকার বাজেট পেশ করেন এই কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবার ‘প্রধানমন্ত্রী সূর্যঘরঃ মুফত বিজলি যোজনা’ নামে একটি প্রকল্প শুরু করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই প্রকল্পে দেশের প্রায় 1 কোটি মানুষ উপকৃত হবেন এবং তারা প্রতিমাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে।
কী উপকার হবে?
এই প্রকল্পর লক্ষ্য হল দেশের মানুষের বিদ্যুৎ খরচ বাঁচানো। এর ফলে প্রায় 18 হাজার টাকা করে বাঁচবে উপভোক্তাদের। বাজেটে এই প্রকল্পের কথা বলা হয়েছে। সৌরশক্তির ব্যবহার যাতে আরও বেশি করার দিকে জোর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার ঘোষণা করেছেন যে তার সরকার ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ চালু করছে। প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে এক কোটি পরিবারকে আলোকিত করাই এই যোজনার মূল কাজ। তিনি জানান যে এই প্রকল্পে বিনিয়োগ করা হবে 75 হাজার কোটির বেশি টাকা।
আরো বলেন, এতে একটি উল্লেখযোগ্য কিছু পরিমাণ ভর্তুকিও দেওয়া হবে। এই টাকা সরাসরি জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। একইসাথে ব্যাংকের ব্যাপকভাবে ছাড়যুক্ত ঋণ দেওয়া হবে। সমস্ত ‘স্টেকহোল্ডার’দের এই যোজনায় যুক্ত করা হবে একটি জাতীয় অনলাইন পোর্টালে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
হবে কর্মসংস্থান
প্রধানমন্ত্রী বলেছেন এই প্রকল্পটি একেবারে তৃণমূল স্তরে জনপ্রিয় করার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে লাভ করার জন্য কাজে লাগানো হবে বিভিন্ন সংস্থাকে। শহরে পুরসভা এবং গ্রামাঞ্চলে পঞ্চায়েতের মতন সংস্থাকে তাদের এলাকায় ছাদে সৌর শক্তিকে ব্যবহার করে বিদ্যুতের উৎপাদন করা ব্যবস্থার প্রচারের জন্য উৎসাহিত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘একই সময়ে, এই প্রকল্পটি আরও আয়, কম বিদ্যুতের বিল এবং মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির দিকটি পরিচালিত করবে।’
কোথায় আবেদন?
দেশের যুবসমাজকে এই কাজে বেশি করে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জানানো হয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়র জন্য আবেদন করতে হবে https://pmsuryaghar.gov.in এই ওয়েবসাইটে। সেখানে গিয়ে রাজ্য, বিদ্যুৎ সংস্থা, গ্রাহক নম্বর ইত্যাদি দিয়ে ছাদে ‘সোলার প্যানেল’ বসানোর জন্য আবেদন করতে হবে। তা অনুমোদিত হলেই 30দিনের মধেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ভর্তুকির টাকা। উল্লেখ্য রামমন্দিরের উদ্বোধনের দিনেই ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ নামের প্রকল্পের কথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার সেই সাথে চালু করা হচ্ছে ‘মুফত বিজলি যোজনা’।
T20 World Cup: ভারতের বিশ্বকাপ দলের অধিনায়কের নাম ঘোষণা বোর্ডের