Mimi Chakraborty: আপাতত ইস্তফা গ্রহণ নয়, যাদবপুরেই প্রার্থী মিমি চক্রবর্তী

sudiproy877
3 Min Read

মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তার ইস্তফাপত্র গ্রহণ করেননি। ব্যস্ততার কারণে আর প্রার্থী হতে চান না, থাকতে চান না রাজনীতিতেও, জানান অভিনেত্রী মিমি চক্রবর্তী। সংসদের দুটি কমিটি থেকে ইস্তফার পরই অভিনেত্রী মিমি-কে নিয়ে জল্পনা শুরু হয়।

Mimi Chakraborty Resigns News

মিমি জানিয়েছিলেন কোনও দিনই রাজনীতিতে যেতে চাননি। মুখ্যমন্ত্রী তাঁকে মানুষের জন্য কাজ করার এই জায়গাতে নিয়ে আসেন। বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ইস্তফার চিঠি পাঠিয়েছে। লোকসভা নির্বাচনের আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের তারকা সাংসদ মিমি। জানা গেছে, যাদবপুরের তৃণমূল সাংসদ স্বয়ং নিজেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন। দুদিন আগেই ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে এসে মিমি চক্রবর্তী দেখা করেন। এরপরই জানা যাচ্ছে, যে মুখ্যমন্ত্রীকে ইস্তফার কথা জানান মিমি চক্রবর্তী। তবে এখনও সেই পত্র গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। দু-একদিনের মধ্যেই লোকসভার স্পিকারকেও সেই ইস্তফাপত্র পাঠানো হবে বলে জানা গেছে।

আরো পড়ুন,

300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায়, কিভাবে পাবেন জেনে নিন

বাংলায় রাষ্ট্রপতি শাষন জারি ? মাঝরাতে মেয়েদের ডেকে কি করতো ? জ্বলছে সন্দেশখালি

কিন্তু ভোটের আগে কেনই বা ইস্তফা দিলেন তারকা সাংসদ, সবচেয়ে বড় প্রশ্ন এটাই। কয়েক দিন আগে দেব ইস্তফা দিয়েছিলেন তার পরই একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেন মিমি চক্রবর্তী এই ইস্তফা দেওয়াতেই জল্পনা তৈরি হয়েছে। আজ সরাসরি সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী মিমি। মিমি চক্রবর্তী নিজেও দাবি করেছেন, কাজ করতে গিয়ে তাঁকে বাধা পেতে হয়েছে এবং সাথে সমালোচনার মুখেও। অভিযোগ সেই সমালোচনা শুধুমাত্র বিরোধী দলের থেকেই নয়, এসেছে দলের একাংশের থেকেও। মুখ্যমন্ত্রীকে দুটো কথা জানিয়ে এসেছেন মিমি, প্রথমত তিনি আর ভোটে দাঁড়াতে রাজি নয়, দ্বিতীয়ত তিনি আর রাজনীতিতেই থাকতে চান না। তবে এই পদত্যাগের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এখনও কোনও ইতিবাচক উত্তর আসেনি।

তবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট মহল সূত্রে খবর, মিমি চক্রবর্তীর ইস্তফা গ্রহন করবেন না বলে তিনি জানিয়েছেন । পূর্বের এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন ‘নিজের মাকে তিনি না করতে পারেন, তবে দিদিকে নয়’। রাজনৈতিক মহলের মতে দেব এর মতো রাজনৈতিক স্টান্ট করছেন মিমিও ।

তবে আপাতত তিনি তৃণমূলেই আছেন এবং আগামী লোকসভা নির্বাচনে যাদবপুর থেকেই প্রার্থী হবেন এমনটাই মনে করছে তৃণমূলের একাংশ ।

Share This Article