Sandeshkhali Incident: সন্দেশখালি যেতেই শঙ্খধ্বনি দিয়ে শুভেন্দুকে স্বাগত

Mrinal Roy
2 Min Read

গত দুমাস আগেও যে সন্দেশখালির নাম অনেকেরই অজানা ছিলো সেই সন্দেশখালি এখন দেশের সংবাদ শিরোনামে । শুরু হয়েছিলো শেখ শাজাহান নামক এক তৃণমূল নেতার বাড়িতে ইডির তল্লাশিকে কেন্দ্র করে । কিন্তু কেঁচো খুঁড়তেই যেন কেউটের সন্ধান মিলেছে ।

সন্দেশখালি যেতেই শঙ্খধ্বনি দিয়ে শুভেন্দুকে স্বাগত

গত কয়েক সপ্তাহে সন্দেশ খালিতে ঘটে গেছে একের পর এক নজিরবিহীন ঘটনা । মা মাটি মানুষের রাজ্যে সন্দেশখালির একের পর এক মহিলা অভিযোগ করেছেন তাদের ওপর পাশবিক অত্যাচারের হারহিম করা কাহিনী । সেই কথা শুনে শিউরে উঠছে গোটা দেশ, তথা গোটা মানব জাতি । এই একবিংশ শতাব্দীতে ও নারীদের যে যেভাবে ভোগের পণ্য হিসেবে ব্যাবহার করা হয়েছে তা ভাবনার অতীত ।
বাংলায় একটা প্রবাদ আছে, যেখানেই ঘটনা সেখানেই নাকি রাজনীতি । সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানাতে ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গত সপ্তাহেই সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী । কিন্তু সন্দেশখালির যাওয়ার আগেই তাকে আটকে দেয় রাজ্য পুলিশ । সেখানে এক প্রকার বচসা করেও লাভ হয়নি। ফিরে যেতে হয় শুভেন্দু অধিকারীকে ।

অবশেষে গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় । আজ সকালেই শুভেন্দু অধিকারি ও বিধায়ক শংকর ঘোষ সন্দেশ খালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন । কিন্তু ধামাখালির কাছাকাছি আসতেই ফের একবার শুভেন্দুকে আটকে দেয় পুলিশ । বিচারপতির আদেশ অমান্য করেই কিছুক্ষণ রাস্তায় শুভেন্ধুকে আটকে রাখে রাজ্য পুলিশ ।
অবশেষে হাই কোর্টের হস্তক্ষেপে সন্দেশখালিতে প্রবেশ করেন বিরোধী দলনেতা । শুভেন্ধু গ্রামে প্রবেশ করতেই রাস্তায় মহিলারা শঙ্খধ্বনির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানায় । আপাতত গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলে শুভেন্দু জানান, যেভাবে সন্দেশখালির মা – বোনের ওপর অত্যাচার করা হয়েছে, তাতে শেখ শাহাজানের ফাঁসি হওয়া উচিত ।
আগামী ৭ ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা হওয়ার কথা সন্দেশখালিতে ।

Sourav Ganguly: সুকান্তকে দেখতে হাসপাতালে সৌরভ, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

R Ashwin: 500 উইকেট তুলে টেস্ট ক্রিকেটে নজির গড়লেন অশ্বিন

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.