গুঞ্জন তো অনেকদিন থেকেই চলছিলো যে অভিনেতা কাঞ্চন মল্লিক দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। অবশেষে সেই জল্পনার শেষ করে শ্রীময়ী নিজেই সোশাল মিডিয়াতে তাদের রেজিস্ট্রি ম্যারেজ অর্থাৎ আইনি বিয়ের ছবি পোস্ট করলেন ।
Kanchan Mullick Second Marriage
রবিবার মধ্যরাত থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছিলো কিন্তু তাদের দুজনের তরফ থেকে কোন সাড়া পাওয়া যায়নি ।
কিন্তু আজ দুপুরে শ্রীময়ী নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তাদের বিয়ের মুহূর্তের ছবি সবার সঙ্গে শেয়ার করেন । আইনি বিয়ের ছবি পোস্ট করে শ্রীময়ী ক্যাপশনে লিখলেন ‘ মিস্টার মল্লিক, তুমি শুধুই আমার’ ।
Kanchan Mullick Second Wife
কয়েক মাস থেকেই কাঞ্চন মল্লিকের প্ৰথম স্ত্রী পিঙ্কির সঙ্গে তার বনিবনা হচ্ছিলো না । যদিও অনেকেই অভিযোগ করে বলেন, কাঞ্চন ও পিঙ্কির দাম্পত্য কলহের কারণ নাকি ছিলো শ্রীময়ী । অবশেষে গত মাসে আদালত কাঞ্চন আর পিঙ্কির বিবাহ বিচ্ছেদ কে সিলমোহর দিয়েছে ।
গত ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসে কাঞ্চন শ্রীময়ী নিজেদের আইনি বিয়ে সম্পন্ন করেন ।
যদিও তাদের এই বিয়ের কথা সেভাবে কেউ না জানলেও গতকাল থেকেই বিভিন্ন অনলাইন পোর্টাল তাদের বিভিন্ন সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে দেয় । আর আজ কাঞ্চনের দ্বিতীয় পত্নী নিজেই জানিয়ে দিলেন তাদের সদ্য আইনি বিয়ের কথা ।
আরো পড়ুন,
আধার কার্ড বাতিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
‘দিদি নম্বর ১’ শোয়ে মুখ্যমন্ত্রী, মমতার সঙ্গে থাকবেন ডোনা গাঙ্গুলিও
সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে শ্রীময়ী লেখেন ” জীবনে কেবল মাত্র এক বার এমন কারও সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যিনি আপনার মন ভেজাতে পারবেন, যিনি আপনার পেটে প্রজাপতি অনুভব করাতে পারেন এবং আপনার হাঁটুজোড়াও কাঁপাতে পারেন।’’
‘মিস্টার মল্লিক আমার ভালোবাসা শুধুই তোমার’ । তাদের দুজনের ভক্তরাই সমাজ মাধ্যমে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন । আগামী ৬ ই মার্চ সামাজিক বিবাহে আবদ্ধ হবেন কাঞ্চন – শ্রীময়ী