Open AI’s Sam Altman Sacked: Chat GPT এর নতুন মুখ Mira Murati, Artificial Intelligence এর জগতে শুরু শোরগোল

sudiproy877
3 Min Read

Artificial Intelligence (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কি মানুষের জন্যে বিপদজনক হয়ে উঠছে?এই উদ্বেগ তৈরি হয়েছে মূলত চ্যাটজিপিটি নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আসার পর। ভাষাভিত্তিক এই চ্যাটবট তার তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে প্রায় সব প্রশ্নেরই জবাব দিতে পারে।

Sam Altman Sacked From Open AI

চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, যেকোনো রিপোর্ট তৈরি করতে পারে, এমনকি গান ও কবিতাও লিখতে পারে।সম্প্রতি Chat GPT র আতঙ্কে ভুগছে গোটা পৃথিবী । চাকরি তে থাবা বসানোর পাশাপাশি Artificial intelligence এর দাপটে রেহাই নেই মানুষের বেডরুমের প্রাইভেসি ।

কিন্তু কেন? আর কিভাবে এত বিপদজনক হয়ে উঠেছে AI?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে যেতে হবে তিন বছর পেছনে । যখন Google ঠিক এই রকম একটি Machine Learning তৈরি করেছিলো। কিন্তু Google এর টিম এই প্রযুক্তির ভয়াবহতা কিছুটা আগেই আন্দাজ করেছিলো বলে হয়তো সেই প্রযুক্তির কাজ আর এগোয় নি।

কিন্তু Own AI এর পক্ষ থেকে Chat GPT লঞ্চ করার পর তৈরি হয়েছে নতুন চিন্তা । কিছুদিন আগেই ভারতীয় অভিেতা Rashmika MandanaSara Tendulkar এর ভুয়ো ভিডিও ও ছবি ভাইরাল হয় । যা মূলত এই Artificial intelligence এর মাধ্যমে বানানো ।

Sam Altman News

Loading...

গতকাল থেকে Artificial intelligence এর জগতে Sam Altman এর খুব ট্রেন্ড হচ্ছে ।
কি এই ব্যাক্তি ? Sam Altman আসলে Open Ai কোম্পানির Chief executive officer । ঘটনা হলো গতকাল Sam কে কোম্পানি তার পদ থেকে বহিস্কার করেছে । এই ব্যাক্তি হলেন তিনি যে কিনা, Chat GPT লঞ্চ হওয়ার পেছনে অন্যতম মূল কারিগর।

Mira Murati Indian

এই ঘটনার ঠিক পরেই Open Ai কোম্পানির প্রেসিডেন্ট Greg Brockman তার নিজের পদ থেকে অব্যাহতি দিয়েছেন । তার পরিবর্তে সাময়িভাবে দায়িত্বভার সামলাবেন ভারতীয় বংশোদ্ভুত Mira Murati ।এই খবর প্রকাশ্যে আসতেই টেক জগতে শুরু হয়েছে হইচই । এবারে chat Gpt ও কোম্পানি কোন দিকে যায় সেটা তো সময়ই বলবে ।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, Sam Altman এর ওপর কোম্পানির বোর্ড আর ভরসা করতে পারছে না । তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্ষমতা দেখে সারা বিশ্বের প্রযুক্তি বিষয়ক নীতি-নির্ধারক, বিনিয়োগকারী এবং নির্বাহীরা নড়ে চড়ে বসেন। এক হাজারের মতো ব্যক্তি এক খোলা চিঠিতে এই প্রযুক্তির ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, গবেষণায় এখনই রাশ টেনে না ধরলে সমাজ ও মানবজাতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

Also read,

Honda CB350 BABT Price, Speed

Share This Article