এ বছরের শেষেই লঞ্চ হচ্ছে নতুন Vivo X100, Vivo X100 Pro Plus ! এর দাম, স্পেসিফকেশন সহ ডিটেলসগুলি জেনে নিন…
Vivo X100 Pro Plus Price, Launch Date
সম্প্রতি Vivo এর ইনস্টাগ্রাম অফিসিয়াল পোস্ট থেকে জানা গেছে Vivo এর নতুন সিরিজ Vivo x100 লঞ্চ হতে চলেছে এবছর এর শেষেই যদিও এটি এখনো India তে আসেনি তবে এটি লঞ্চ করতে চলেছে চিনা স্মার্টফোন নির্মাতা Vivo । চিনা কোম্পানি তাদের নিজের দেশেই এই ফোনটি সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে । Vivo কোম্পানি প্রকাশ করেছে তারা তিনটি নতুন ফোন বার করবে – Vivo X100, Vivo X100 Pro এবং Vivo X100 Pro+ । এর সাথে 4টি ভেরিয়েন্ট এ থাকবে । যদিও এর লঞ্চের তারিখ এখনো জানা যায়নি । চলুন জেনে নেওয়া যাক এই শক্তিশালী স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন …
Vivo X100 সিরিজের ফিচার : – Vivo X100 Specifications :
ডিসপ্লে : Vivo X100 এবং X100 Pro ফোন দুটিতে 20:9 অ্যাসপেক্ট রেশিওযুক্ত এবং 2800 × 1260 পিক্সেল রেজলেউশন সাপোর্টেড 6.78 ইঞ্চ 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট স্ক্রিন এলটিপিও এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট, 2160 হার্টস পিডব্লিউএম ডিমিং এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Vivo X100 Dispaly
প্রসেসর (Processor): গ্লোবাল মার্কেটে ফানটাচ ওএস 14 এর সঙ্গে পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ (Storage) : Vivo X100 এবং Vivo X100 Pro ফোনদুটি 12GB RAM এবং 16GB RAM সহ দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোন দুটি 256GB, 512GB এবং 1TB স্টোরেজ অপশনে সেল করা হবে।
Vivo X100 pro plus camera
রেয়ার ক্যামেরা (Rear Camera) : Vivo X100 ফোনের ব্যাক প্যানেলে এফ/1.57 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.57 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। এর সাথে রয়েছে 3x অপটিক্যাল জুম ।
Vivo X100 Pro Plus Price In India Launch Date
Vivo X100 Pro Plus |
Release Date – January 2024 |
Vivo X100 Pro Plus Price in India |
Price – 60,000 (Expected) |
Vivo X100 Pro এর রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে এবং 4.3x জুম । এর সাথে রয়েছে LED ফ্ল্যাশ ও 8k @30fps ভিডিও রেকরডিং।
ফ্রন্ট ক্যামেরা (Front Camera): সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo X100 এবং Vivo X100 Pro উভয় ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo X100 Pro Plus Battery
ব্যাটারি (Battery): পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X100 ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
একইভাবে সিরিজের Vivo X100 Pro ফোনটিতে 5,400 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং করতে সক্ষম। দুটি ফোনেই কন্টিনিউ 8 – 9 ঘণ্টা চালানো যাবে ।
কানেক্টিভিটি (Connectivity) : Vivo X100 এবং X100 Pro দুটিই 5জি ফোন যা এসএ/এনএসএ সাপোর্ট করে। এতে ডুয়েল 4জি এলটিই সহ ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, এনএফসি এবং নাভিকের মতো প্রয়োজনীয় এবং অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে।
আরো পড়ুন,
Virtual Reality ব্যাবহারের সুবিধা ও অসুবিধা