Karagar Web Series Review
ধরে বন্ধ। ওই সেলের অপবাদ যে ওখানে যাকেই ঢোকানো হয়, সে নাকি গলায় দড়ি দিয়ে
আত্মহত্যা করে।
গোনার সময় জেলের প্রহরীরা আবিষ্কার করে যে একজন কয়েদি সংখ্যায় বেশি। তাকে
কোথায় পাওয়া গেছে?? না সেই ১৪৫ নম্বর ঘরে। এখন সেই জেলার আর প্রহরী সবারই
মাথায় হাত, কে এই লোকটা?? এলো কোথা থেকে?? কোরানে নাকি জন্ম আর মৃত্যু এই দুটো
শব্দই ১৪৫ বার বলা হয়েছে। তবে কি লোকটা আল্লাহর কোনো দুত নাকি জিন?? মড়ার উপর
খাড়ার ঘা, লোকটা বোবা, কালা। প্রচুর অত্যাচার করলেও ওর মুখ থেকে একটা উঃ শব্দ
বের হয়না। লোকটা খালি লিখতে জানে। কিন্তু লিখলো কি? ফারসি ভাষা। যাই হোক,
ফারসি ভাষা মোটামুটি জানে, এমন একজন সেই লেখা দেখে বললো যে এখানে দুটো শব্দই
বোঝা যাচ্ছে, সেটা হলো ‘মীরজাফর’ এবং ‘২৫০’।
Karagar Web Series Cast
যাই হোক এর কথা বোঝার জন্য একজন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার কে নিয়ে আসা
হয়। তিনি কথা বলে জানান যে এই লোকটা বলছে সে পলাশীর যুদ্ধের মীরজাফরের রাঁধুনী
ছিলো এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বাসঘাতকতা করায় এই নাকি মীরজাফরকে খুন
করেছে। সেই অপরাধে সে দীর্ঘ ২৫০ বছর ধরে এই কারাগারেই বন্দী আছে। স্বাভাবিক
ভাবেই এই গালগল্প জেলার কারোরই বিশ্বাস হয়না।
দিয়ে ফেলেছি, লোকজন গালিও দিতে পারে।
Karagar Web Series Download Episodes
নেই, একই অভিব্যক্তি নিয়ে খালি হাত পা নেড়ে উনি যা অভিনয় করে গেলেন, সেটা
যেকোনো অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানে পড়ানো যেতে পারে। ওনার আয়নাবাজি মুভিটা
দুদিন আগেই দেখছিলাম। সেখানে ছিল একের পর এক অভিব্যক্তির পরিবর্তন আর এখানে
সেটার পুরো বিপরীত। না দেখলে বিশ্বাস করা কঠিন। বাকিরাও তাদের নিজ নিজ চরিত্রে
যথাযথ। তবে সিরিজটা যে ভাবে শুরু হয়েছিল শেষ ২ এপিসোডে গল্পের গতি একটু শ্লথ
হয়ে যায়, কিন্তু শেষ দৃশ্যে টুইস্টটা দ্বিতীয় পার্টের প্রতীক্ষা আরো
বাড়িয়ে দেয়।
অবশ্যই দেখে ফেলুন। নাহলে হৈচৈ এর একটা অন্যতম সেরা কাজ মিস করবেন, এটুকু
গ্যারান্টি দিয়ে বলতে পারি।