Byomkesh Hotyamancha Movie Review, Cast Download Online
Byomkesh Hotyamancha Movie Review
আহঃ সোহিনী!
সিনেমার শুরু হতেই আমার প্রথম অভিব্যক্তি ছিল “এটা কি করন জোহর বানিয়েছেন?
আমাদের দেখে আসা অথবা কল্পনা করা চিরাচরিত ব্যোমকেশের তুলনায় এ ভদ্রলোক বেশ
বড়লোক, নকশাল আন্দোলনের আমলে কেয়াতলা এড়িয়াতে এহেন শৌখিন, অ্যান্টিক ঠাসা
বাড়ি কি করে বিপ্লবীদের নজর এড়িয়ে গেল সেটা ভাবার বিষয়।
আমাদের দেখে আসা অথবা কল্পনা করা চিরাচরিত ব্যোমকেশের তুলনায় এ ভদ্রলোক বেশ
বড়লোক, নকশাল আন্দোলনের আমলে কেয়াতলা এড়িয়াতে এহেন শৌখিন, অ্যান্টিক ঠাসা
বাড়ি কি করে বিপ্লবীদের নজর এড়িয়ে গেল সেটা ভাবার বিষয়।
Byomkesh Hotyamancha Movie Cast
গল্প “বিশুপাল বধ” পড়েছি সবাই, গল্পে কাটাছেঁড়া নেই, সংযোজন রয়েছে সিনেমার
খাতিরেই। কিছু কিছু ক্ষেত্রে সংযোজন অতিরিক্ত মনে হতে পারে কিন্তু তা বিশেষ
বিরক্তিকর নয়।
খাতিরেই। কিছু কিছু ক্ষেত্রে সংযোজন অতিরিক্ত মনে হতে পারে কিন্তু তা বিশেষ
বিরক্তিকর নয়।
আহঃ সোহিনী!
নাট্যমঞ্চ নিয়ে মূল গল্প, তাই সিনেমার সেট এবং অভিনয়ে নাটকীয় হাবভাবের দেখা
মিলবে, কোথাও গিয়ে যদিও সেটা “অতি নাটকীয়” লাগতে পারে আবার সহ্য করে নেওয়াও
যায়। আবিরের অভিনয় অ্যাজ ইট ইজ, বেড়ে খেলার চেষ্টা করেনি ছেলে আর ভো কাট্টাও
খায়নি। অজিত শিশুসুলভ, ছটফটে, কমবয়সী, অসহ্য। পাওলী 🌻 নিজের মতোই, বিশুপাল
ঠিকঠাক, ব্রজদুলাল অতিনাটকীয়, কালিচরন ঠিক ঠাক।
মিলবে, কোথাও গিয়ে যদিও সেটা “অতি নাটকীয়” লাগতে পারে আবার সহ্য করে নেওয়াও
যায়। আবিরের অভিনয় অ্যাজ ইট ইজ, বেড়ে খেলার চেষ্টা করেনি ছেলে আর ভো কাট্টাও
খায়নি। অজিত শিশুসুলভ, ছটফটে, কমবয়সী, অসহ্য। পাওলী 🌻 নিজের মতোই, বিশুপাল
ঠিকঠাক, ব্রজদুলাল অতিনাটকীয়, কালিচরন ঠিক ঠাক।
সিনেমার পরিবেশ সমসাময়িক পটভূমির সাথে সম্পূর্ণ বেমানান, কেয়াতলার বাড়ির
আলট্রা মডার্ন ডেকোর, ব্রজদুলালের সরি, নাটকের মাল্টস্টোরিড সেট, বাড়ির
দেওয়ালে দেওয়ালে রামকৃষ্ণ মা সারদার রঙিন হাতে আঁকা ছবি সবটা বড্ড বেমানান,
বড্ড। সবচেয়ে কানে লেগেছে পুঁটিরামকে “তুই” সম্বোধন।
আলট্রা মডার্ন ডেকোর, ব্রজদুলালের সরি, নাটকের মাল্টস্টোরিড সেট, বাড়ির
দেওয়ালে দেওয়ালে রামকৃষ্ণ মা সারদার রঙিন হাতে আঁকা ছবি সবটা বড্ড বেমানান,
বড্ড। সবচেয়ে কানে লেগেছে পুঁটিরামকে “তুই” সম্বোধন।
এ সিনেমা হলে গিয়ে দেখতেই পারেন, বিশেষ কিছু আশা করে না যাওয়ার অনুরোধ করবো,
ভালো বলতে আমার একটু আধটু বাঁধছে তবে খারাপ নয় সেটা এককথায় বলতে পারি।
ভালো বলতে আমার একটু আধটু বাঁধছে তবে খারাপ নয় সেটা এককথায় বলতে পারি।
আহঃ সোহিনী!