Gargi Movie Review, Cast & Watch Online – Sai Pallavi
Gargi Movie Review
[জীবনে এমন কোনো মানুষ থাকে যারা আমাদের পথ চলতে উৎসাহিত করে। অল্প বয়সে যেসব
ছোটো বড়ো মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা একা লড়াই করি আর জালের মধ্যে
পড়া মাছের মতো ছটফট করি সেইসব দ্বন্দ্বের জাল-জট কাটিয়ে আমাদের জীবনের
গতিকে সঠিক দিশা দেয় যারা তারাই হয়ে ওঠে আমাদের জীবনে প্রেরণার মানুষ,
বিশ্বাসের স্থল। কিন্তু হঠাৎ যদি আবাল্য লালন করা বিশ্বাস ভাঙে তখন?]
ছোটো বড়ো মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা একা লড়াই করি আর জালের মধ্যে
পড়া মাছের মতো ছটফট করি সেইসব দ্বন্দ্বের জাল-জট কাটিয়ে আমাদের জীবনের
গতিকে সঠিক দিশা দেয় যারা তারাই হয়ে ওঠে আমাদের জীবনে প্রেরণার মানুষ,
বিশ্বাসের স্থল। কিন্তু হঠাৎ যদি আবাল্য লালন করা বিশ্বাস ভাঙে তখন?]
Gargi Movie Cast
Sai Pallavi, Aishwarya Lekshmi, Kaali Venkat, Jaya Prakash, Saravanan
& others.
& others.
স্কুল শিক্ষিকা মধ্যবিত্ত গার্গী। বাবা মা আর ছোটো বোনকে নিয়ে তার সংসার।
স্বভাবে অন্তর্মুখী, পরিবারের প্রতি যত্নশীল, দৃঢ়চেতা। প্রেমিক পণের কথা ভুলেও
তুললে প্রতিবাদে প্রকাশ পায় তার দৃঢ়তা।
স্বভাবে অন্তর্মুখী, পরিবারের প্রতি যত্নশীল, দৃঢ়চেতা। প্রেমিক পণের কথা ভুলেও
তুললে প্রতিবাদে প্রকাশ পায় তার দৃঢ়তা।
হঠাৎ একদিন একটা ঘটনায় তার মধ্যবিত্ত জীবনটা বদলে যায়। তার পরিবার হয়ে ওঠে
ব্রেকিং নিউজ। কীভাবে সমস্ত ঝড় সামলে আরও দৃঢ় প্রোটাগনিস্ট হিসেবে উঠে আসে
গার্গী তা জানার জন্য সিনেমা টা দেখতে হবে।
ব্রেকিং নিউজ। কীভাবে সমস্ত ঝড় সামলে আরও দৃঢ় প্রোটাগনিস্ট হিসেবে উঠে আসে
গার্গী তা জানার জন্য সিনেমা টা দেখতে হবে।
Gargi Full Movie Watch Online
সিনেমার বিষয়টি যেমন বোল্ড তেমনি সেন্সেটিভ। আর তার সাথে পাওয়ারফুল
সংলাপ। নাম ভূমিকায় অভিনয় করেছেন সাই পল্লবী। তিনি যে কতটা দক্ষ শিল্পী তার
প্রমাণ রয়েছে প্রতিটি ফ্রেম জুড়ে। পাশাপাশি Kali venkat খুব সুন্দর কাজ করেছেন।
সংলাপ। নাম ভূমিকায় অভিনয় করেছেন সাই পল্লবী। তিনি যে কতটা দক্ষ শিল্পী তার
প্রমাণ রয়েছে প্রতিটি ফ্রেম জুড়ে। পাশাপাশি Kali venkat খুব সুন্দর কাজ করেছেন।
ওয়েল ডাইরেক্টেড ওয়েল acted ওয়েল এক্সিকিউটেড ২০২২ এর একটা মাস্ট ওয়াচ সিনেমা
‘গার্গী’।
‘গার্গী’।