Laal Singh Chaddha Review, Cast, Budget – Full Movie Download Online

Bongconnection Original Published
3 Min Read

 Laal Singh Chaddha Review, Cast, Budget – Full Movie Download
Online

Laal Singh Chaddha Review, Cast, Budget - Full Movie Download Online
Loading...


Laal Singh Chaddha Review

আমির খান বোধহয় সেফ গেম খেলতে চেয়েছিল থাগস অব হিন্দুস্তান এর পর।
— সেজন্যেই ফরেস্ট গাম্প চয়েজ করা। 
আমির খান তিন-চার বছর পর যখন একটি ফিল্ম নিয়ে এসে, তখন অবশ্যই মানুষের
প্রত্যাশার পারদ আকাশচুম্বী থাকে এবং নতুনত্ব কিছু চায় দর্শক। 
রিমেক/এডাপটেশন যাই বলুক, এটা শুনলেই  একটা নেগেটিভ ইমপ্রেশন আমাদের মধ্যে
এসে পড়ে। 
সেই ১৪ বছর আগের গজনীর সময় এখন নেই।
— এরপর যেই আমীর থ্রি ইডিয়টস, পিকে, দঙ্গল এর মতন ফিল্ম উপহার দিয়েছে, তার
থেকে ভিন্নরকম কিছুই আশা থাকে।

Laal Singh Chaddha Cast

Amir Khan,
Kareena Kapoor, Naga Chaitanya, Shah Rukh Khan, Mona Singh

& others.

আমার তো মনে হয়, পিকে করার পর আমির খানের ফরেস্ট গাম্পে খুব নতুন কিছু করার
ছিলো না।

— প্রায় একই আঙ্গিকের চরিত্র>> কমেডি, ইমোশন, একটা জার্নি, এসব সে পিকে
তেই সফলভাবে দেখিয়েছিলো। 
ফরেস্ট গাম্প আমি হিন্দি ডাব এবং ইংলিশ ভার্সন দুভাবেই দেখেছি। 
হিন্দি ডাব এ ও যিনি এবং যেভাবে ভয়েস দিয়েছিলেন সেটাও আমির খানের স্টাইল থেকে
ভালো ছিলো।
— টম হ্যাঙ্কস ইংরেজি ভার্সনে নিজে খুব সাবলীল কথা বলছিলো, কিন্তু ধরণ টা
আপনার কাছে মজার লাগবে।
— কিন্তু আমির খান মনে হচ্ছিলো জোর করে আপনাকে মজা দেয়ার চেষ্টা করছে, একটা
মেকি ভাব আছে যেখানে। 
আমির খানের বা তার ফিল্মের বড় আকারের একটা নিউট্রাল অডিয়েন্স আছে।
বয়কট গ্যাং, নেগেটিভ প্রচার এসব থাকলেও>> এই ফার্স্ট ডে কালেকশন একদমই
বেমানান। 
— প্রোডাক্টে খুঁত এবং দর্শককে কনভিন্স করাতে ব্যর্থতা ও কোথাও অবশ্যই
আছে। 
একটা রিউমার দেখলাম, এবার এক স্প্যানিশ ফিল্মের রিমেক করতে পারে। 
— বিপুল পরিমাণে সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করে নতুন কোন গল্পই আমাদের সামনে
ভবিষ্যৎ নিয়ে আসুক আমির খান।
রিমেক যখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বলিউডে, অন্তত আমির খান এর আওতামুক্ত হোক!
মি. পারফেকশনিস্ট খেতাব টা বজায় থাকুক সেটাই কাম্য।

Laal Singh Chaddha Full Movie Download

অনেকেই এই ছবিটি দেখার জন্য ইনটারনেটে খুঁজছেন। এই ছবিটি রিলিজের সাথে সাথেই
বেশ কিছু বেআইনি সাইটে আপলোড হয়ে গেছে।  
Filmyzilla, Filmywap, Tamilrockers, Skymovieshd, Coolmoviez, Jalshamoviez,
Movierulz, 9Xmovies, Filmyhit, Bollyshare
Tags –
Bollywood,
Hindi Movie, Amir Khan
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.