পাহাড় আর প্রেম| Bangla Premer Golpo |Bengali Love Story| প্রেমের গল্প

sudiproy877
3 Min Read

Bangla Premer Golpo

শোনো, আমরা একদিন একসাথে পাহাড়ে যাবো।

মাসখানেক আগে থেকে দার্জিলিং মেলে স্লিপার ক্লাসের দু’টো টিকিট কেটে রাখবো। তারপর শুরু হবে মধুর অপেক্ষা, রোজ চারবেলা দশবার করে দিন গুনবো। আর ২৫ দিন – আর ১৫ দিন – আর ৭ দিন… তারপর সে’দিন সন্ধ্যাবেলা যখন ট্রেনের বাঁশিটা বেজে উঠবে প্ল্যাটফর্ম কাঁপিয়ে, তখন আমরা দু’জনে সাইড লোয়ার সিটে হাতে হাত দিয়ে পাশাপাশি বসে শুনতে পাবো একে অপরের হৃদকম্পন। ধুকপুক-ধুকপুক-ধুকপুক। দীর্ঘক্ষণ একে অপরের দিকে অপলক তাকিয়ে থেকে একসাথে বলে উঠবো অবশেষে অপেক্ষার অবসান । কত দিনের প্ল্যান, রাত জেগে বাড়িতে কিংবা অফিসে বাহানা বানানোর পরিকল্পনা এসব কিছুর যেন সত্যিই অবসান ঘটিয়ে আমাদের এডভেঞ্জার সফরের সূচনা হলো ।
ট্রেন যত প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যেতে থাকবে গন্তব্যের দিকে, আমাদের দেহ থেকে একটার পর একটা দুঃখের পালক উড়ে যেতে থাকবে কোনও অচেনা গিলিগিলিতে।

আরো পড়ুন, টুকরো প্রেমের অনুগল্প

সেরা প্রেমের গল্প

কত হার, কত হতাশা, ডিপ্রেশন, ভেজাচোখ। বাড়ির সমস্যা, কাজের সমস্যা, সমাজের চোখরাঙানি, ঘুম না আসা রাত্রি, চোখের তলার অন্ধকার। কত সমালোচনা, ম্যানিপুলেশন, কত নিন্দে, কত মিথ্যে, কত রটনা, কত কুৎসা; একটার পর একটা দুঃখের পলেস্তারা আস্তে আস্তে খুলে পড়ে যাবে তোমার আর আমার শরীরদেওয়াল থেকে। ঘুমের ওষুধ ছাড়াই ঘুমিয়ে পড়বো আমরা সেই রাতে। কে জানে কত মাস পর…

একটি মিষ্টি প্রেমের গল্প

পরের দিন শিলিগুড়ি থেকে গাড়ি ধরে আমরা যখন ধীরে ধীরে এগিয়ে যাবো পাহাড়ের দিকে, আমরা বুঝতে পারবো আমাদের মধ্যে একটা ত্রিকোণ প্রেমের উপস্থিতি। তুমি, আমি আর পাহাড়। এই নিয়ে আমরা কেউ কাউকে কোনও অভিযোগ করবো না অবশ্য। গাড়িটা গন্তব্যস্থলে গিয়ে থামলে, চুপ করে একে অপরের হাতে হাত মিশিয়ে দিয়ে আমরা এগিয়ে যাবো ভিউপয়েন্টের দিকে। তারপর আঙুল তুলে পাহাড়ের দিকে নির্দেশ করে বলবো, ‘ওই ওখানে আমাদের একটা ছোট্ট বাড়ি হবে…’

একটা শীতল হাওয়া এসে আমাদের কে ছুঁয়ে গিয়ে সম্মতি জানাবে প্রকৃতির। আমরা বুঝতে পারবো দুঃখের পালক গুলো ঝরে যাওয়ার পর আমাদের গায়ে সুখের পালক গজিয়ে উঠেছে কখন যেন; সবার অলক্ষ্যেই। তাতে লেপ্টে আছে কিছু ভেসে আসা মেঘ, কিছু কুয়াশা, কিছু কুঁচো বরফের কণা। আমরা খিলখিল করে হেসে উঠবো একসাথে, বহুমাস পর।

এই শোনো, আমরা একদিন একসাথে পাহাড়ে যাবোই। কি, যাবে তো ?

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.