একটি মিষ্টি প্রেমের গল্প | Ekti Misti Premer Golpo | Bengali Love Story

Samaresh Halder
5 Min Read

শুভ জন্মদিন মেঘ ।
একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে মেঘমালাকে পিছন থেকে জড়িয়ে ধরলো নীলাদ্রি।
~ আজও তুমি দেরি করে এলে নীলাদ্রি ?
নীলাদ্রি মেঘের হাতে গোলাপ গুলো দিয়ে দু’কান ধরে বললো,
~ sorry, sorry, sorry…

মিষ্টি প্রেমের গল্প


জানোই তো আমার পড়ানো থাকে। আর বেরোনোর সময়ই আণ্টি হাজার টা দোষ নিয়ে হাজির হন ।
~হুম বুঝলাম ।
~ এই মাসের মাইনা টা পাই, তারপর তোমার গিফট দেবো । এখন তোমার গিফট টা ডিউ থাকলো ।
নীলাদ্রি আর মেঘ তাদের রোজকার বসার জায়গায় গিয়ে বসলো ।
~ তুমি খালি অকারণ টাকা খরচ করো,,, কে বলেছে এত টাকা দিয়ে ফুল গুলো কিনে আনতে?
~ তুমি আমাকে নিয়ে খুব চিন্তা করো মেঘ….
~ না, তোমাকে নিয়ে চিন্তা করবো না তো, কাকে নিয়ে চিন্তা করবো?? তোমার ওপর তোমাদের সংসারের পুরো দায়িত্ব । তাছাড়া চাকরির ফর্ম পূরণ করার জন্যেও তো টাকা লাগে নাকি….
~ কবে যে একটা চাকরি হবে,, আমরা একসাথে একটু ভালো ভাবে বাঁচতে পারবো ।
~ খুব তাড়াতড়ি হবে নীলাদ্রি । তুমি চেষ্টা করছো তো ।
~তুমি আমার ভাগ্যে আছো তো মেঘ?
~ মানে?
~ না, মানে, আমাদের তো বয়স বাড়ছে । তোমার বাড়ি থেকেও বিয়ের জন্য চাপ বাড়ছে । তুমি যতই বলো মেঘ, আমি বুঝতে পারি,তুমি ভালো নেই…..
(মেঘমালা মাথা নিচু করে বলে..)
~ একটা ভালো দিন পাওয়ার জন্য , হাজার টা খারাপ দিনের সাথে লড়াই করতে হয় । আমি তোমার লড়াই তে সবসময় পাশে থাকবো নীল । আর আমাকে নিয়ে চিন্তা করো না। আমি আমার বাড়িতে ঠিক ম্যানেজ করে নেবো ।
(মেঘ , নীলাদ্রির কাঁধে মাথা রাখে)
সন্ধ্যে নেমে এলো…

মিষ্টি মেয়ের প্রেমের গল্প


~ মেঘ, চলো, সন্ধ্যে হয়ে গেলো, তোমাকে এগিয়ে দিই ।
(উঠতে গিয়ে নীলাদ্রি পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে আর কোনো টাকা নেই । মাসের শেষ । যা ছিল তাই দিয়ে মেঘের জন্য ফুল কিনেছিল সে । নীলাদ্রির কপালে ভাঁজ,, সেটা চোখ এড়ায়নি মেঘমালার।)
মেঘ নীলাদ্রির পকেটে ফুল রাখার নাম করে তার হাতে থাকা ২০০ টাকা রেখে দিলো ।
নীলাদ্রি সাইকেলে করে মেঘমালা কে এগিয়ে দিলো ।
নীলাদ্রি ও মেঘমালা বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়েও তাদের ভালোবাসার আরো এক বছর পার করে ফেললো ।
ক্রিং, ক্রিং,,,,
মেঘের ফোন টা বেজে উঠলো ।
~ হ্যালো,,,,
~ হ্যালো, মেঘ, তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে এক্ষুনি??
~ এক্ষুনি???
~ হ্যাঁ, এক্ষুনি,,
~ আচ্ছা বলো কোথায়?
~ আমাদের দেখা করার জায়গায় ।
ফোন টা কেটে দেয় নীলাদ্রি । মেঘের মনে ভয় হয় ,,, কোনো বিপদ হলো নাকি??

বিয়ের পর মিষ্টি প্রেমের গল্প

আজ মেঘ গিয়ে দেখে, নীলাদ্রি এই প্রথম তার যাওয়ার আগে গিয়েই দাঁড়িয়ে আছে ।
মেঘ ভয়ে ভয়ে তার কাছে গেলো,,,,
” will you marry me megh?”
হাতে এক গুচ্ছ গোলাপ , নীল হাঁটু মুড়ে বসে হাত টা বাড়িয়ে রেখেছে মেঘের দিকে ।
মেঘ রেগে বললো, ” তুমি আবার টাকা খরচ করেছো নীল?কতবার না বলেছি , চাকরি যতদিন না পাচ্ছো ততদিনে এক টাকাও আমার জন্য খরচ করবে না ।”
নীলাদ্রি হাসি মুখে বলল, পেয়েছি তো,
~ কি পেয়েছো?
~ চাকরি পেয়ে গেছি মেঘ, আমি আমার স্বপ্নের চাকরি পেয়ে গেছি ।
দুজনের চোখে মুখেই হাসি । যেনো হাতে চাঁদ পেয়েছে তারা ।
~ ১০ দিনের মধ্যেই জইনিং আমার।
(মেঘ মাথা নিচু করে কাঁদছে)
~ এই বোকা মেয়ে কাঁদছো কেনো? আজ তো আমাদের খুশির দিন ।
~ হ্যাঁ, আমি খুব খুশি নীল । এবার তুমি তোমার সংসার নিয়ে খুব খুশিতে থাকতে পারবে ।
তুমি আমার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করো নীল । একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করে নাও।
কান্না চোখে কষ্ট করেও হেসে কথা টা বললো মেঘ ।
নীল মেঘের হাত টা ধরে বললো,
~ যে আমার জন্য ১০ টা বছর অপেক্ষা করলো, আমাকে সাহস দিলো, শক্তি দিলো, সে ছাড়া আর ভালো মেয়ে কোথায় পাবো আমি?
“will you marry me?”
মেঘ এবার সত্যি করে হেসে ফেললো , নীলের হাত টা ধরে বললো,
~ yes i’ll ……
~ চলো আজই তোমার বাড়িতে বলবো আমাদের সম্পর্কের কথা।
নীল মেঘকে সাইকেলে নিয়ে রওনা দিলো মেঘের বাড়িতে…….

মেঘ আর নীল প্রমাণ করে দিলো “এভাবেও পাশে থাকা যায়, এভাবেও ভালোবাসা যায়………”

গল্পটি লিখেছেন  🖊️ সুস্মিতা অধিকারী

আরো পড়ুন,

রোমান্স প্রেমের গল্প

তোমার আমার প্রেম কাহিনী

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.