Winter Lip Care: শীতে ঠোঁট ফাটা আটকাতে ৫ টি দুর্দান্ত টিপস, শীতে ঠোঁটের যত্ন

Dr. Nilanjana Banerjee
1 Min Read

শীতকাল মানেই ত্বকের সমস্যা, ঠোঁটের সমস্যা । এতো শুষ্ক ওয়েদারে কিভাবে ঠোঁটের যত্ন করবেন ? কারণ শীতকাল মানেই ঠোঁট ফেটে যাওয়ার একটা প্রবল সমস্যা সকলের মধ্যেই দেখা যায়। আজকের এই পোস্টে শীতকালে ঠোঁটের যত্নে রইলো অসাধারণ কিছু টিপস ।

শীতে ঠোঁটের যত্ন

১. অনেকের বাড়িতেই আজকাল অ্যালোভেরা গাছ থাকে। আশেপাশের বাজারেও অ্যালোভেরার পাতা পেতে পারেন। নিয়মিত অ্যালোভেরার রস ঠোঁটে লাগালে শুষ্ক ঠোঁটের হাত থেকে মুক্তি পাওয়া যাবে।

২. এক ফোঁটা ঘি ঠোঁটে লাগিয়ে রাখুন। এটি ঠোঁটের শুষ্কতা কমিয়ে ঠোঁট নরম রাখতে সাহায্য করবে।

৩. মধু ও গ্লিসারিনের পেস্ট বানিয়ে লাগালে ঠোঁট নরম হবে।

শীতে ঠোঁটের সুরক্ষা

৪. টাটকা গোলাপের পাপড়ি নিয়ে কাঁচা দুধে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর সারা দিনে অন্তত তিন বার এটা ঠোঁটে লাগান। ঠোঁট হবে কোমল ও মসৃণ।

শীতে ছেলেদের ঠোঁটের যত্ন

৫. চিনি স্ক্র্যাবার হিসাবে ভাল কাজ করে। ঠোঁটে চিনি ঘষলে মরা কোষ সরে যায়। সেই সঙ্গে ঠোঁট হয়ে ওঠে নরম, কোমল।

৬. প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে নারকেল তেলের গুরুত্ব অনেক। অল্প একটু নারকেল তেল গরম করে ঠোঁটে সারা রাত লাগিয়ে রাখুন । সকালে ঠোঁট নরম হয়ে উঠবে।

আরো পড়ুন,

Healthy Diet: হেলথি ডায়েট আসলে কি? কোন খাবারে রয়েছে স্বাস্থ্যকর পুষ্টি?

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.