Skin Fairness Tips: ত্বক ফর্সা করতে মেনে চলুন এই সহজ টিপসগুলো

Dr. B.Sarkar
3 Min Read

ফর্সা ত্বক বা উজ্জ্বলতা বৃদ্বি করতে আমরা প্রায় সকলেই নানা রকম ক্রিম বা লোশন ব্যাবহার করে থাকি । কিন্তু তাতে বেশিরভাগ সময়ই ত্বকের উজ্জ্বলতা তো বৃদ্বি পায় ই না বরং অনেকের নানারকম সমস্যা দেখা দেয় । তো, প্রাকৃতিক উপায়ে কিংবা ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে সহজেই কিন্তু আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা বেশি কিছুটা বাড়িয়ে নিতে পারেন । ভাবছেন কি সেই উপায় ? তো, চলুন জেনে নেওয়া যাক।

ফর্সা হওয়ার উপায়

ফ্রুট ফেসমাস্কের উপকারিতা: আপনাকে ফ্রুট ফেসমাস্ক ব্যবহার করার আগে জেনে নিতে হবে ফ্রুট ফেসমাস্ক ত্বকের জন্য আসলেও কতোটা উপকারি। বাজারে কিনতে পাওয়া অন্যান্য যেকোন ফেসমাস্কের চেয়ে ঘরোয়া ফ্রুট ফেসমাস্ক ত্বকের জন্য নিরাপদ আর কার্যকরী। ফ্রুট মাস্ক আপনার ত্বক অত্যন্ত যত্নের সাথে পরিষ্কার করার পাশাপাশি ত্বক মশ্চারাইজ ও টোনিং করে। যার ফলে কোন ক্ষতির সম্ভাবনা ছাড়ায় আপনি পান আপনার ত্বকের কাঙ্ক্ষিত উজ্জলতা।

প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায়

Loading...

টমেটো ফেসমাস্ক: আমাদের অতি পরিচিত টমেটো দিয়ে ফেসমাস্ক বানিয়ে ঝটপট ফর্সা ত্বক পেতে পারি। আপনাকে যা করতে হবে তা হল ১ টেবিল চামচ টমেটো রস নিন, হাফ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ গোলাপ জল নিন। সব উপাদান একসাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মাস্ক আকারে মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট রাখার পর মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর দেখুন ত্বকের উজ্জলতা বৃদ্ধি পেয়েছে।

স্থায়ী ফর্সা হওয়ার উপায়

স্ট্রবেরি ফেসমাস্ক: স্ট্রবেরি যে কেবল সুস্বাদু ফল তাই ই নয় স্ট্রবেরিতে বিদ্যমান পুষ্টি উপাদান আমাদের ত্বকের জন্যও উপকারি। শুধুমাত্র ২ থেকে ৩ টি স্ট্রবেরি নিয়ে ভালোভাবে পেস্ট করে তা মুখে ও গলায় লাগিয়ে নিন। এটি মুখে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। আর দেখুন ত্বক ফর্সাভাব হওয়ার সাথে কেমন কোমল আর নরম হচ্ছে।

কলা ফেসমাস্ক: একটা কলার অর্ধেকটা নিয়ে ভালোভাবে চটকে পেস্ট বানিয়ে ফেলুন। এবার সেই পেস্টে দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন ও আপনার মুখে আর গলায় লাগিয়ে নিন। হালকা ম্যাসাজ করে এটি ২০ মিনিট ত্বকে রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কের সবচেয়ে বেশী ভালো দিকটি হল এটি সব ধরণের ত্বকের জন্য উপযোগী।

৩ দিনে ফর্সা হওয়ার উপায়

আপেল ফেসমাস্ক: আপেল মাস্ক হিসেবে অসাধারণ। ১ টেবিল চামচ আপেল জুসের সাথে হাফ তেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানান। এবার এই প্যাকটি আপনার মুখে ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে এই মাস্কের তুলনা হয়না আর এটিও সব ধরণের ত্বকের জন্য উপযোগী।

সুন্দর থাকতে এই 10 টি রূপচর্চা অবশ্যই করুন

Share This Article