Kawasaki W175 Street: Royel Enfield, Hunter 350, Bajaj Avenger Cruise 220 এই সমস্ত বাইককে টেক্কা দিতে বাজারে আসলো Kawaski W175 Street Bike। বাইকটি December 2023 এ ভারতের বাজারে লঞ্চ হয়েছে। বাইকটির নজরকাড়া লুক এবং কিছু দুর্দান্ত ফিচারের জন্য ভারতে জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও ইবোনি এবং পারসিমন রেড এই দুই কালার অপশনেও বাইকটি কিনতে পারবেন কাস্টমাররা। তো চলুন দেখে আসি বাইকটির ফিচার ও অন্যান্য অ্যাবিলিটি।
Kawasaki W175 Price & Full Details
কাওয়াসাকি মোটরসাইকেল ইন্ডিয়াতে তাদের এন্ট্রি লেভেল এবং আমাদের দেশে সবচেয়ে সাশ্রয়ী মডেল লঞ্চ করেছে Kawasaki W175। কাওয়াসাকির হাউস থেকে একেবারে মৌলিক এবং রেট্রো-স্টাইলের মোটরসাইকেল দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। নতুন W175 এর বেস মডেলটি আবলুস (কালো) পেইন্টের সাথে আছে এবং এর দাম 1,47,000। বাইকের প্রিমিয়াম সংস্করণটি মোটা ক্যান্ডি পার্সিমন লাল রঙে আসে এবং এটি 1,49,000 এ আছে৷ নতুন Kawasaki W175 হল Kawasaki ভারতের পোর্টফোলিওতে সবচেয়ে ছোট ক্ষমতার মোটরসাইকেল৷ W175 মোটরসাইকেলটি একটি BS6 কমপ্লায়েন্ট 177cc, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন দ্বারা চালিত হয় যা 7,500rpm এ 12.8bhp সর্বোচ্চ আউটপুট এবং 6,000rpm এ 13.2Nm সর্বোচ্চ টর্ক দেয়। মোটরটি একটি পাঁচ-গতির গিয়ারবক্স ট্রান্সমিশনের সাথে মিলিত।
Kawasaki W175 একটি ডাবল-ক্র্যাডল চ্যাসিস সহ বৈশিষ্ট্যযুক্ত এবং এটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার সাসপেনশনে সাসপেন্ড করা আছে। ব্রেকিং ডিউটিতে সামনের দিকে একটি 270 মিমি পেটাল ডিস্ক এবং পিছনে একটি 110 মিমি ড্রাম ব্রেক রয়েছে যেখানে নিরাপত্তার জন্য একটি চ্যানেল ABS অন্তর্ভুক্ত রয়েছে। নতুন Kawasaki W175 রয়্যাল এনফিল্ড হান্টার 350 এবং টিভিএস রনিনের মতো একই দামের রেঞ্জে এর হর্ন লক করবে।
Kawasaki W175 Specifications
GENERAL –
Price : Rs. 1,49,000 (ex-showroom, Delhi)
Launched : Dec, 2023
ENGINE –
Engine Displacement: 177 CC
Engine Type : Air cooled, 4 stroke
Number Of Cylinders: 1
Valves Per Cylinder: 2
Max Power: 13.0 PS @7500 rpm
Max Torque: 13.2 Nm @6000 rpm
Bore x Stroke: 65.5 x 52.4 mm
Fuel Type: Petrol
Starter: Electric
TRANSMISSION –
Transmission Type: Manual
Number Of Speed Gears: 5
Final Drive (Rear Wheel): Chain
WHEELS & TYRES –
Front Tyre (Full Spec): 80/100 – 17 Tubeless
Rear Tyre (Full Spec): 100/90 – 17 Tubeless
BRAKES –
Front Brake Type: 270 mm Disc
Rear Brake Type : .mm Drum
DIMENSIONS –
Overall Length: 2005 mm
Overall Width: 805 mm
Overall Height: 1050 mm
Wheelbase: 1320 mm
Ground Clearance: 165 mm
Kerb Weight: 135 kg
Fuel Capacity : 12.0 Litres
Moto G34 5G: মাত্র 10 হাজারে মোটো নিয়ে এলো এই দুর্দান্ত 5G ফোন, জেনে নিন ফিচারস
24 GB RAM ও 1TB স্টোরেজ নিয়ে লঞ্চ হলো বিশ্বের সবথেকে দ্রুততম ফোন Asus ROG 8 Pro