Moto G34 5G: মাত্র 10 হাজারে মোটো নিয়ে এলো এই দুর্দান্ত 5G ফোন, জেনে নিন ফিচারস

Mrinal Roy
3 Min Read

Motorola ভারতে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে। গতকাল অর্থাৎ 9 January 2024Moto G34 5G লঞ্চ করলো কোম্পানি। ফোনটি অনেক সস্তায় বাজারে এসেছে তাও আবার 5G এর সাথে।আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই এই ফোনের যাবতীয় তথ্য ফাঁস হয়েছে অনলাইনে যেমন ক্যামেরা স্পেসিফিকেশন, কালার অপশন অর্থাৎ কী কী রঙে ফোন লঞ্চ হতে পারে, সম্ভাব্য দাম এবং র‍্যামের অপশন। একনজরে সেই তথ্যগুলি দেখে নেওয়া যাক।

Moto G34 5G Price & Full Details

Moto G34 5G ফোনটি 120 Hz রিফ্রেশ রেট 6.50-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ আসে যা 1080×2400 পিক্সেল (FHD+) রেজোলিউশন অফার করে৷ Moto G34 5G একটি 2.4GHz Qualcomm Snapdragon 695 প্রসেসর দ্বারা চালিত হয়। এটি 8GB RAM এর সাথে আসে। Moto G34 5G Android 14 সাপোর্টে আসে এবং এটি একটি 5000mAh ব্যাটারি ব্যাকআপে রয়েছে। Moto G34 5G ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরাগুলির ক্ষেত্রে, পিছনের দিকে Moto G34 5G একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল (আল্ট্রা ওয়াইড-এঙ্গেল) ক্যামেরা আছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপে থাকবে। সেলফির জন্য এটিতে রয়েছে, একটি 16-মেগাপিক্সেল সেন্সর। Moto G34 5G অ্যান্ড্রয়েড 14 এর উপর ভিত্তি করে এবং 128GB ইনবিল্ট স্টোরেজ প্যাক করে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে (1000GB পর্যন্ত) বাড়ানো যেতে পারে। এই ফোনটি আইস ব্লু, চারকোল ব্ল্যাক এবং ওশান গ্রিন রঙে লঞ্চ করা হয়েছে। এটি ধুলো এবং জল সুরক্ষার জন্য একটি IP52 রেটিং আসে। এটি একটি গ্লাস বডি বহন করে। Moto G34 5G-তে সংযোগের বিকল্পগুলির মধ্যে Wi-Fi 802.11 a/b/g/n/ac, GPS, Bluetooth v5.20, NFC, এবং USB Type-C রয়েছে৷ ফোনের সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস/ ম্যাগনেটোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভারতে Moto G34 5G এর দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে।

Moto G34 5G Specifications

Loading...
  • General
  • Android v14
  • Display
  • 6.5 inch, IPS LCD Screen
  • 1080 x 2400 pixels
  • 405 ppi
  • Brightness: 500 nits
  • 120 Hz Refresh Rate
  • Punch Hole Display
  • Camera
  • 50 MP + 2 MP Dual Rear Camera
  • 16 MP Front Camera
  • Technical
  • Qualcomm Snapdragon 695 Chipset
  • 2.2 GHz, Octa Core Processor
  • 4 GB RAM + 4 GB Virtual RAM
  • 128 GB Inbuilt Memory
  • Memory Card (Hybrid), upto 1 TB
  • Connectivity
  • 4G, 5G, VoLTE, Vo5G
  • Bluetooth v5.3, WiFi
  • USB- C type

Battery

  • -5000 mAh Battery
  • 18W Fast Charger

Xiaomi 13T Pro: DSLR কেও হার মানাবে এমন ক্যামেরা নিয়ে লঞ্চ হলো শাওমির এই ফোন, জেনে নিন দাম ও ফিচারস

Vivo র সারপ্রাইজ, লঞ্চ হলো 12GB RAM এর 5G ফোন, থাকবে 50MP ক্যামেরা আর শক্তিশালী ব্যাটারি

12GB RAM, 256GB স্টোরেজ নিয়ে লঞ্চ হবে Oppo এর এই নতুন ফোন, দাম জেনে অবাক হবেন

Share This Article