আফগানিস্তানের সঙ্গে ভারতের টি টোয়েন্টি সিরিজের আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল । প্রথম ম্যাচে বিরাট কোহলি মাঠের বাইরে ছিলেন, কিন্তু মোহালিতে না খেললেও আজ কিন্তু বিরাটকে দেখা যাবে খেলতে ।
প্রথম ম্যাচে 6 উইকেটে জিতলেও আজকের ম্যাচে ভারতীয় দলে হবে বেশ কিছু পরিবর্তন ।
শুভম়ন গিল গত ম্যাচে ওপেন করলেও সেভাবে প্রভাব ফেলতে পারেনি । বরং তার জন্য 0 শূন্য রানে আউট হতে হয়েছে রোহিত শর্মাকে । শিবম দুবে দূর্দান্ত ক্রিকেটীয় শটে জিতিয়েছে ভারতীয় দলকে । সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন রিংকু সিং ।
India Vs Afghanistan 2nd T20 Playing 11
আজ ইন্দোরে ভারতীয় দলের সেরা 11 তে থাকছে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন । ওপেনার হিসেবে গত ম্যাচে না থাকলেও আজ কিন্তু ওপেন করতে চলেছে ইশশ্বী জয়সওয়াল। যার ফলে শুভমন গিলকে হয়তো বসতে হতে পারে মাঠের বাইরে । তিন নম্বরে ব্যাট হাতে দেখা যাবে বিরাট কোহলিকে । 14 মাস পরে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে কোহলিকে টি টোয়েন্টি ম্যাচ খেলতে । যার ফলে স্বভাবতই ইন্দোরে টিকিটের চাহিদা তুঙ্গে ।
চার নম্বরে নামতে পারে গত ম্যাচের নায়ক শিবম দুবে।
তো, চলুন দেখে নেওয়া যাক, আজকের ম্যাচে ভারতীয় দলের সম্ভাব্য এগারো ।
- রোহিত শর্মা (Rohit Sharma)
- যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)
- বিরাট কোহলি (Virat Kohli)
- শিবম দুবে (Shivam Dube)
- জীতেশ শর্মা (Jitesh Sharma)
- রিঙ্কু সিংহ (Rinku Singh)
- অক্ষর পটেল ( Axar Patel)
- ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)
- রবি বিষ্ণোই (Ravi Bishnoi)
- মুকেশ কুমার ( Mukesh Kumar)
- আরশদীপ সিংহ (Arshdeep Singh)