Lakshadweep: লক্ষদ্বীপ জেতে চাইছেন ? কত খরচ হবে ? জেনে রাখুন এই নিয়মগুলো

sudiproy877
2 Min Read

ইদানিং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মলদ্বীপ বয়কট নিয়ে। মলদ্বীপ নিয়ে বিতর্কে জড়ানোর পর থেকে লক্ষদ্বীপের প্রতি ঝোঁক পর্যটকদের। পর্যটকরা দলে দলে ভির করছে এই লক্ষদ্বীপে। মলদ্বীপ বিতর্ককে কেন্দ্র করে লক্ষদ্বীপ এখন চর্চায় উঠে এসেছে। সেখানে কিছুদিন আগে সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মোদীর কিছু ছবি নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মলদ্বীপের তিন মন্ত্রীর বিরুদ্ধে। তার পর থেকে মলদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়েরা। মলদ্বীপ বয়কট করে তাই ভারতীয় পর্যটকরা এখন লক্ষদ্বীপের দিকে ছুটছেন। তাই লক্ষদ্বীপ পর্যন্ত বাড়তি বিমান চালানোর কথা জানাল সংস্থা। ইতিমধ্যেই অনেক ট্রাভেল কোম্পানি এবং এয়ারলাইন্সও অফার দেওয়া শুরু করেছে। লক্ষদ্বীপে প্রতিদিন একটি মাত্র সংস্থা বিমান চলাল সেটি হলো অ্যালায়েন্স এয়ার। এই বিমানটি নিয়মিত কোচি থেকে লক্ষদ্বীপের অগাতী বিমানবন্দর পর্যন্ত চলাচল করে। আগামী মার্চ মাস পর্যন্ত বাড়তি বিমান চলবে লক্ষদ্বীপের রুটে। বিমান সংস্থা জানিয়েছে 21 January থেকে 27 March পর্যন্ত বাড়তি বিমান চালাবে।

Lakshadweep Tour Package Price

আপনি যদি লাক্ষদ্বীপে যাওয়ার কথাও ভাবেন, তাহলে এখানকার নিয়ম, পারমিট এবং মোট খরচ সম্পর্কে আপনার বিস্তারিত জানা উচিত। এখানকার নির্দেশিকা গুলি সঠিক ভাবে পালন করা উচিত নাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। নিচে বাকি তথ্য দেওয়া হলো।

লাক্ষদ্বীপে যাওয়ার নিয়ম কী?
এই দ্বীপটিতে যেতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলা জরুরি। এই দ্বীপটিতে যেতে সরকারি কর্মকর্তা ও সেনা এবং তাদের পরিবারের জন্য অনুমতির প্রয়োজন নেই। বিদেশি পর্যটকদের জন্য পাসপোর্ট এবং ভারতীয় ভিসা থাকা বাধ্যতামূলক। ভারতের অন্যান্য জায়গা থেকে আশা ব্যাক্তিদের নিজ নিজ জেলার পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে।

Lakshadweep Tour Package Cost

লাক্ষাদ্বীপে যেতে কত খরচ হবে?
দিল্লি থেকে লক্ষদ্বীপ যেতে 5 দিন এবং 4 রাতের জন্য প্রায় 25 – 50 হাজার টাকার প্রয়োজন। আর প্রাথমিক ট্যুরের প্যাকেজ 20 হাজার টাকা হবে। লক্ষদ্বীপ যেতে একমাত্র কোচি বিমানবন্দরের টিকিট বুক করতে হবে এবং আগতী দ্বীপে যাওয়ার পর নৌকা বা হেলিকপ্টারে লক্ষদ্বীপ যেতে পারবেন।

আরো পড়ুন,

হোটেলে গিয়ে যেসব কাজ করা উচিত নয়

দার্জিলিং ভ্রমন কাহিনী

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.