বিমান দুর্ঘটনায় আবার প্রাণ গেলো হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার এর । গতকাল বিকেলে এই বিমান দূর্ঘনাটি ঘটে ক্যারিবিয়ান আয়ারল্যান্ডে ।
Christian Oliver Plane Crash News
এই দুর্ঘটনায় শুধুমাত্র ক্রিস্টিয়ান অলিভার নয় সঙ্গে তার দুই মেয়েও প্রাণ হারিয়েছেন ।
প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা ওই এয়ারক্রাফটি ভেঙে পড়ে এবং যার ফলে ক্রিস্টিয়ান অলিভার ও তার দুই মেয়ে সহ এয়ার ক্রাফটের পাইলট ও প্রাণ হারিয়েছেন ।
The Racer, Hercules Reborn এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন ক্রিস্টিয়ান ।
Christian Oliver News Today
1990 সালে তার প্রথম সিরিজ রিলিজ হয় তার প্রথম টিভি সিরিজ “Saved by the Bell, The New Class” যেখানে তিনি ব্রায়ান কেলার চরিত্রে অভিনয় করেন ।
তার দুই কন্যার নাম Madita ও Annik, এদের দুজনেরই বয়স 10 ও 12 ।
স্থানীয় তদন্ত এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন ।
গরু সোনা পাঁচার এখন অতীত, ভারত বাংলাদেশ সীমান্তে পাঁচার হচ্ছে বস্তাবন্দী এই জিনিস!
বিশাল স্টার কাস্ট নিয়ে রিলিজ হবে হাউজফুল 5, দেখুন কে কে রয়েছে ছবিতে