ধানুষের নতুন লুকে ‘ক্যাপ্টেন মিলার’ বক্স অফিসে হিট নাকি ফ্লপ ?

sudiproy877
2 Min Read

ব্রিটিশরা ক্যাপ্টেন মিলার নামের এক ব্যাক্তিকে হন্য হয়ে খোজছে।সেই ব্যাক্তির ঠিকানা দিতে পারলেই,মিলবে ১০ হাজার রুপি।কিন্তু, কেউ মুখ খুলতে রাজি নয়। যার জন্য পুরো গ্রামবাসীর উপর নির্মম অত্যাচার চালায় ব্রিটিশ বাহিনী। বহু মানুষকে মেরে গ্রামকে কবরস্থানে রূপ দেয় তারা।

Captain Miller Review

কে সেই ক্যাপ্টেন মিলার? কেন তাকে ব্রিটিশ বাহিনী খুজছে? স্বাধীনতার জন্য মিলারের অবদান? অতীতের পরিচয়? সকলকে রক্ষা করতে আবার কি ফিরে আসবে?

Captain Miller Cast

Loading...
  • Priyanka Mohan
  • Dhanush
  • Nivedhithaa Sathish
  • Shiva Rajkumar
  • Edward Sonnenblick
  • Nassar

✅ ধানুশকে এমন crazy লুকে দেখতে মারাত্মক লেগেছে।সে কখনো হতাশ করতেই পারে না। ইমুশনাল সিকুয়েন্স গুলোতে চোখের এক্সপ্রেশন মনে ধরবে যে কারোর। একশন সিকুয়েন্স গুলো টপনচ। খুব বড় পরিসরে একশন সিকুয়েন্স গুলো প্রেজেন্ট করেছে।শিভা রাজকুমার ক্যামিও রোলে যতক্ষণ ছিল, সেরাটা দিয়েছে। ভালো ইমুশনাল মোমেন্ট ছিল দুই ভাই ও মায়ের মাঝে।মিলারের ব্যাকস্টোরি টা খুব ইমুশনাল। সন্দীপ কিশান ভালো সঙ্গ দিয়েছে। বিজিএম মাতিয়ে রেখেছে শেষ অব্দি। ফার্স্ট হাফ বেশি ভাল লেগেছে।প্রিয়াংকা মোহনকে জাস্ট ঠিকঠাক লেগেছে।এছাড়া ধর্মীয় দিক দিয়েও ইমুশনাল ব্যাপার ছিল।যেমন মন্দিরে প্রবেশ,পূজা নিয়ে ভেদাভেদ। পুরো টিমের কম্বিনেশনের প্রশংসা করতেই হয়।

❌ ফার্স্ট হাফে বেশি আশা জাগিয়ে,সেকেন্ড হাফ তুলনামূলক জমে নি।লাস্ট ১ ঘন্টা পুরোটা ব্রিটিশ ও জনগনের যুদ্ধ দেখিয়েছে শুধু।এটা একটা সময় পর,কিঞ্চিৎ বোর করেছে।গল্পে,মূর্তি চুরির পর থেকেই স্ক্রিন প্ল্যা খুব স্লো হয়ে যায়।পোস্ট ক্রেডিট সিনে,সেকেন্ড পার্টের প্রতি এক্সাইটমেন্ট তৈরি করতে ব্যার্থ হয়েছে।যেহেতু জানামতে এটা ৩ পার্টে রিলিজ হবে,তাই জবরদস্ত এন্ডিং ব্লক দেয়াটা জরুরি মনে করি।

সব মিলিয়ে একশনের পাশাপাশি দারুণ সব ইমুশনাল মোমেন্ট রয়েছে, যা মনে ধরেছে। চাইলে দেখতে পারেন।

আরো পড়ুন,

জমেও জমলো না শ্রী স্বপন কুমারের ‘বাদামী হায়নার কবলে’, আক্ষেপ দর্শকদের

ডার্ক কমেডি থ্রিলার গল্পে অনবদ্য ‘ মেরি ক্রিসমাস ‘ মন ছুঁয়ে যাওয়া অভিনয় ক্যাটরিনা, বিজয়ের

Share This Article