The Gray Man Movie Review, Cast Download & Watch Online – Netflix

Bongconnection Original Published
4 Min Read

 The Gray Man Movie Review, Cast Download & Watch Online –
Netflix

The Gray Man Movie Review, Cast Download & Watch Online - Netflix
Loading...

The Gray Man Movie Review

by – Avantika Chatterjee


The Gray Man, সত্যি কথা বলতে যেদিন এটার প্রথম announcement হয়েছিলো খুব
excited হয়েছিলাম। তারপর এলো trailer, দেখার পর excitement যেনো অনেকটা কমে
গেলো। অনেক বার অনেক ভাবে দেখা হলিউডে হাজার বার হয়ে যাওয়া ওই এক চর্বিতচর্বন
spy action সিনেমা। তাও মনের মধ্যে একটা আশার আলো ছিলো, কারন ডিরেক্টরের নাম
Joe Russo আর Anthony Russo, যারা MCU তে Winter Soldier এ superhero jonre এর
সাথে spy thriller এর flavour খুব সুন্দর এনেছিলো, তার সাথে এটা একই নামের নভেল
এর উপর বানানো, তাই একবার হলেও দেখার ইচ্ছা হলো।

তারপর আজ দেখলাম The Gray Man, হায়রে!! কি সিনেমা মাইরি!! না আছে কোনো depth,
না আছে একটা ভালো মূহুর্ত। গল্পটা আর কিছুই না, Ryan Gosling এক unofficial CIA
agent, যে CIA এর কিছু খারাপ secret জেনে যাবে, তারপর CIA ওকে মারতে আরেক
psychopath killer agent কে পাঠাবে, যে হলো Chris Evans। ব্যস, এবার গোটা
সিনেমায় কি কি হবে যারা এরকম সিনেমা দেখেছে সবটা জানা।

The Gray Man Movie Cast

Loading...
Dhanush, Ryan Gosling, Chris Evans, Ana De Armas, Julia Butters, Rege –
Jean Page
& others.
The Gray Man Movie Review, Cast Download & Watch Online - Netflix

IMDb Rating – 6.7/10

The Gray Man Full Movie Download & Watch Free

সমস্যা বলতে শুরু করলে শেষ হবে না। কিছু জায়গায় ক্যামেরার কাজ ভালো, কিন্তু
action scene গুলো, বিশেষ করে শুরুর plane এর ভিতরের action scene টা কি হচ্ছে
কিছুই বোঝাই যায়না, এত্ত ঝাপসা আর শেকি scene। Bgm বলে সিনেমায় কিছু ছিলো বলে
তো মনপ পরল না। গল্পে কিছু emotional aspect দেওয়ার চেষ্টা হয়েছে যেগুলো
বিন্দুমাত্র feel হয়না। গল্পের অনেক যায়গার অনেক ঘটনার কোনো sense ই হয়না, কোনো
মাথামুন্ডু নেই। যেমন ভিলেনকে sniper range এ পাওয়া গেছে, আরামসে মারা যায়,
কিন্তু তাতে হিরোর সাথে ভিলেনের হাতাহাতিটা miss হয়ে যাবে, তাই আর ভিলেনকে
মারলাম না। বাঃ, কি nonsense! এরকম আরো আছে।
এবার আসি হিরো (Ryan Gosling) আর ভিলেনের (Chris Evans) কথায়, এধরনের সিনেমায়
হিরোর পাশে অন্তত একটা জোরদার ভিলেন লাগে যাকে কিছুটা challenging মনে হবে, যে
হিরোকে বিপদে ফেলতে পারে, হারাতে পারে। এই সিনেমায় ভিলেনকে কখনই হিরোর কাছে
কোনো বিপদ বলে মনেই হয়না, ওকে হারাতে পারে এমন মনেই হয়না, আর সেরকম কিছু হয়ওনা,
এত্ত weak আর অপদার্থ ভিলেন।
অভিনয়ে সবাই ঠিকঠাক। Evans আর Gosling বাদে আর কারো কিছু সেরকম করার নেই, Ana
De Armas ও থাকা না থাকা সমান। অবাক হলাম Dhanush কে দেখে, এরকম দুই মিনিটের
প্রায় dialogue হীন অপ্রয়োজনীয় রোলটা কি না করলেই হচ্ছিলো না? ওর জন্য আলাদা
Character poster, আলাদা করে ভারতে premiere, মানে সত্যিই, হলিউড এভাবেই ওদের
project এ কোনো unimportant role এ কোনো Indian actor কে cast করে, তারপর এমন
ভাবে সেটা Indian market এ promote করে যেন ওর কত vital role, আর এভাবে
audience milking করে।
যাই হোক, আমার যেমন লাগলো সেটাই বললাম, আপনারাও কেমন লাগলো জানাবেন।

Share This Article