72 Hoorain Movie Review, Story, Rating, Download & Watch Online Free

Bongconnection Original Published
5 Min Read

72 Hoorain Movie Review, Story, Rating, Download & Watch Online
Free

72 Hoorain Movie Review, Story, Rating Download & Watch Online Free
Loading...


72 Hoorain Movie Review

Statutory Warning: এ সিনেমা সবার জন্য নয়।
যার ভালো লাগবে, তার খুব ভালো লাগবে। যার লাগবে না, সে সিনেমা হল থেকে বেরিয়ে
পয়সা ফেরত চাইবে, এতটাই খারাপ লাগবে। মাঝামাঝি কিছু নেই। এন্টারটেইনমেন্ট
পারপাসে এ সিনেমা দেখতে গেলে ডেফিনিটলি হতাশ এবং বিরক্ত হবেন।

Aamir Bashir, Rasheed Naz, Pavan Malhotra, Ashok Pathak & others.
Director – Sanjay Puran Singh Chauhan
প্রথমেই কথাগুলো বলে নেওয়া প্রয়োজন। কারণ এই সিনেমাটা আমার দুর্ধর্ষ ভালো
লেগেছে শুনলে, বহু লোক হয় আমায় আঁতেল ভাববেন, নাহলে সরাসরি গালাগালিই দেবেন।
সে দিন, আপত্তি নেই, তবে বহুদিন বাদে এরকম একটা ভালো সিনেমা দেখলাম, এটা আমি
অবশ্যই বলব।

72 Hoorain Story

Loading...
ইসলাম এবং টেরোরিজম এর মধ্যে যে সুক্ষ লাইনটা রয়েছে সেই লাইনটা এই সিনেমায়
অত্যন্ত সুচারুভাবে টানা হয়েছে। সিনেমাটি প্রথম স্ক্রীনিং হয় ২০১৯ এ। তারপর
থেকে কন্ট্রোভার্সি কম হয়নি। এমন কি সিনেমার ট্রেলার সেন্সর বোর্ড পাশ করেনি।
অবশেষে এই ২০২৩ এর জুলাই মাসে এসে সিনেমাটা রিলিজ হলো। 
ছোট্ট সিনেমা, দেড় ঘন্টার‌ও কম। এরকম সিনেমার স্পয়লার বলে কিছু হয় না।
সাসপেন্স থ্রিলার এটা নয় বা শেষে গিয়ে কি হয়, এরকম কোন ব্যাপার এই সিনেমায়
নেই। বিরাট যে কোন একটা গল্প আছে তাও নয়। উগ্রপন্থী নেতারা তাদের ফিদাঁয়ে
টিমকে কিভাবে মোটিভেট করে, ব্রেন ওয়াশ করে ৭২ জন হুর এর লোভ দেখিয়ে এবং আসলে
তারা মৃত্যুর পর ঠিক কি ফেস করে, এটাই হলো সিনেমার গল্প। সে জন্যই বলছিলাম গল্প
সেভাবে বিরাট কিছু নেই।
কিন্তু পরিচালকের মুন্সিয়ানায় এই গল্পই হয়ে দাঁড়িয়েছে দারুন একটা সিনেমা।
আবারো বলছি, এ সিনেমা সবার জন্য নয়।

72 Hoorain Movie Download Free

মাত্র দুজন মূল চরিত্রকে নিয়ে এই সিনেমা। দুটো মানুষ, যাদের ব্রেন ওয়াশ করা
হয়েছে, ৭২ জন হুর এর লোভ দেখানো হয়েছে, তাদের দিয়ে বোম ব্লাস্ট করিয়ে
নিজেদের এবং বহু মানুষের প্রাণ নেওয়া হয়েছে। তাদের মধ্যে কিন্তু সাধারণ আর
পাঁচটা মানুষের মতই সাধারণ ইচ্ছে, রসবোধ, পুরনো প্রেম, বিবেক সবই রয়ে
গিয়েছে।  তারা মনেপ্রাণে বিশ্বাস করতে চেষ্টা করছে যে উগ্রপন্থী নেতা যা
বলেছিলেন, তা সত্যি হবেই। এদের মধ্যে একজন একটু বেশি যুক্তি পরায়ণ। তার মনে
কিন্তু প্রথম থেকেই সন্দেহ জাগছে, কোথায় ৭২ হুর, কোথায় জন্নত্! দ্বিতীয়জন
তাকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছে যে আমাদের নেতার কথা মিথ্যে হতে পারে না।
স্বর্গে আমরা যাবই। সেখানে ৭২ জন হুর আমাদের জন্য অপেক্ষা করছে। একটু দেরি
হচ্ছে হয়তো। কিন্তু আমরা যাবই।

72 Hoorain Movie Watch Online

এই দ্বন্দ্ব চলতে চলতে এক সময় দুজনেই কঠিন বাস্তবের সামনে এসে দাঁড়ায়,
যেখানে তাদের সামনে শুধুই নরকের শূন্যতা, বীভৎসতা। তারা শেষ অব্দি বুঝতে পারে,
তাদের যা বোঝানো হয়েছিল- মৃত্যুর পরে অদ্ভুত সুন্দর এক জান্নাতের স্বপ্ন
দেখানো হয়েছিল, তা সব মিথ্যে। সত্যি শুধু জীবন।

এই সিনেমাটা পুরোটাই সাদাকালো, তবে রঙের ব্যবহারও আছে। যেখানে জীবন আছে, প্রেম
আছে, স্বপ্ন আছে- এই সিনেমায় সেই টুকুই শুধু রঙিন। একটা বেলুন‌ওলা আছে। যে এই
আকালেও স্বপ্ন বিক্রি করে। একটা লং কিস সিন আছে। যেখানে পৃথিবী ধ্বংস হয়ে
যাচ্ছে, সেখানে ধ্বংসের আগের মুহূর্ত অব্দি তারা শুধু একে অপরের ঠোঁটে মগ্ন। এ
সিনেমা ধ্বংসের। মৃত্যুর পরের। তবু শেষ অব্দি এই মেসেজ‌ই দেয়, জীবন সুন্দর।
তাকে কারো কথায়, ভুল বুঝে নষ্ট করো না। জীবন নষ্ট করা মহাপাপ, সেটা নিজের হোক
বা অন্যের। কোরানও সেই কথাই বলে।

72 Hoorain Download Link

আমির বশির দুর্দান্ত।। আগেও যতবার দেখেছি ততবারই ভালো লেগেছে। এ সিনেমায় নিজের
আগের সব অভিনয়কেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
পবন মালহত্রা। একটা শব্দ‌ও উচ্চারণ করবো না। আপনার অভিনয় নিয়ে কোন কথা বলার
ধৃষ্টতা আমার নেই। এই সিনেমাটা দেখার পর যদি কখনো সুযোগ হয়, আপনার পায়ে হাত
দিয়ে প্রণাম করার একটা ইচ্ছে রইল।
এই সিনেমার ইউএসপি কনসেপ্ট, ডিরেকশন এবং ভিজুয়ালাইজেশন। অল ক্রেডিট গোস টু
সঞ্জয় পুরন সিং অ্যান্ড অনিল পান্ডে। ডিরেক্টর এবং রাইটার। সিনেমাটোগ্রাফিও
বেশ ভালো। এডিটিং আরেকটু ভালো হতে পারতো। গ্রাফিক্সের কাজ ডেফিনিটলি আরেকটু
ভালো হওয়া উচিত ছিল।
সিনেমাটা স্লো। গান নেই। সাদাকালো। স্ট্রেস রিলিজ করতে বা এন্টারটেইন হতে এ
সিনেমা দেখতে যাবেন না। শুধুমাত্র ভালো সিনেমা দেখার ইচ্ছে হলে, তবেই যান।

Share This Article