Republic Day 2024: এই দেশাত্মবোধক সিনেমাগুলো প্রজাতন্ত্র দিবসে আপনার অবশ্যই দেখা উচিত

Mrinal Roy
2 Min Read

স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস দিন দুটি সকল ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদের দেশ 15 August স্বাধীন হয়েছে তবে অনেক সংগ্রামের পর 26 January আমরা আমাদের দেশের সংবিধান পেয়েছি। এই কারণে 15 আগস্ট হোক অথবা 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, এই দুটিই ভারতীয়দের আবেগের সাথে জুড়ে থাকবে সবসময়। এই দিনটিতে আমরা টিভিতে বা মোবাইলে সব জায়গাতেই দেশাত্মবোধক সিনেমা বা গান শুনে ও দেখে থাকি। যেহেতু সেদিন আবেগ কাজ করে প্রচুর তাই এই আবেগকে আরো উস্কে দিতে আর যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কুর্নিশ জানতে এইদিন লাগাতার দেশাত্মবোধক সিনেমা টিভিতে বা মোবাইলে দিয়ে থাকে। এই সিনেমাগুলো দেশের প্রায় সব ভাষাতে তৈরি হয়েছে সেকারণে করো কোন অসুবিধার সম্মুখীন হতে হয় না। এই প্রজাতন্ত্র দিবসের জন্য আমরা কয়েকটি সিনেমার লিস্ট তৈরি করেছি যেগুলি দেখলে দেশের প্রতি প্রেম ও দেশের প্রতি সন্মান আরো বাড়িয়ে তুলবে। তাহলে চলুন দেখে আসি কি কি সিনেমা দেখা যাবে এই প্রজাতন্ত্র দিবসে। 

Republic Day Movies Bollywood

1. নেতাজী সুভাষচন্দ্র বোস দ্যা ফরগটেন হিরো (Netaji Subhas Chandra Bose: The Forgotten Hero)

2. বর্ডার (Border)

3. রং দে বসন্তী (Rang De Basanti)

4. উরি দ্যা সারজিক্যাল স্ট্রাইক (Uri: The Surgical Strike)

Best Patriotic Movies Bollywood

Loading...

5. দ্যা গাজি অ্যাটাক (The Ghazi Attack)

6. চক দে ইন্ডিয়া (Chak De India)

7. মণিকর্ণিকা দ্যা কুইন অফ ঝাঁসি (Manikarnika: The Queen of Jhansi)

8. ১৯৭১ (1971)

9. এলওসি কার্গিল (LOC Kargil)

10. গদর 2(Gadar 2)

আরো পড়ুন,

দৃশ্যম এর ধাঁচেই মোহনলালের নতুন ক্রাইম থ্রিলার ছবি ‘নেরু’ প্রশংসিত দর্শকমহলে

Happy Republic Day Bengali Wishes, SMS & Status 2024

Share This Article