Abar Proloy Review, Rating, Download (আবার প্রলয় রিভিউ) Watch
Online
Abar Proloy Review, Cast
এক দশক পর কোলকাতার কাল্ট সিনেমা,প্রলয়,পরবর্তী পার্ট বের হলো।নাম-আবার
প্রলয়।যদিও প্রথম পার্ট সিনেমা ছিলো তবে এটা সিরিজ আকারে বের করেছে যা প্রকাশ
পেয়েছে জি ফাইভে।পরিচালনায় রাজ চক্রবর্তী।আর এটি দিয়ে রাজ চক্রবর্তী আবারও
লার্জার দ্যান লাইফ জনরায় ফিরলেন।কেননা ওনার শেষ কয়েকটা কাজ ছিলো নরমাল ড্রামা
অরিয়েন্টেড।যদিও একে কেন বড় পর্দায় রিলিজ দেয়া হলোনা তা জানা নেই।কেননা এর যে
দুটো চরিত্র,বিনোদ বিহারী দত্ত এবং অনিমেষ দত্ত, এ দুজন পুরো কিংবদন্তী ঘরনার
চরিত্র।
প্রলয়।যদিও প্রথম পার্ট সিনেমা ছিলো তবে এটা সিরিজ আকারে বের করেছে যা প্রকাশ
পেয়েছে জি ফাইভে।পরিচালনায় রাজ চক্রবর্তী।আর এটি দিয়ে রাজ চক্রবর্তী আবারও
লার্জার দ্যান লাইফ জনরায় ফিরলেন।কেননা ওনার শেষ কয়েকটা কাজ ছিলো নরমাল ড্রামা
অরিয়েন্টেড।যদিও একে কেন বড় পর্দায় রিলিজ দেয়া হলোনা তা জানা নেই।কেননা এর যে
দুটো চরিত্র,বিনোদ বিহারী দত্ত এবং অনিমেষ দত্ত, এ দুজন পুরো কিংবদন্তী ঘরনার
চরিত্র।
গল্প ট্রেলার দেখেই বোঝা যায়,সুন্দরবন এলাকায় পাঠানো হয় স্পেশাল ক্রাইম
ব্রাঞ্চের অফিসার অনিমেষ দত্তকে যা অভিনয় করেছেন শ্বাশত চ্যাটার্জী।সেখানকার
সমস্যা যুবতী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে পাচার।এখন কে,কেন এমন করছে তা বার
করার দায়িত্বই অনিমেষ দত্তের কাঁধে।
ব্রাঞ্চের অফিসার অনিমেষ দত্তকে যা অভিনয় করেছেন শ্বাশত চ্যাটার্জী।সেখানকার
সমস্যা যুবতী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে পাচার।এখন কে,কেন এমন করছে তা বার
করার দায়িত্বই অনিমেষ দত্তের কাঁধে।
Cast:-
Saswata Chatterjee,
Koushani Mukherjee, June Malia,
Ritwick Chakraborty,
Paran Bandopadhyay, Gaurav Chakraborty, Sohini Sengupta
& others.
Koushani Mukherjee, June Malia,
Ritwick Chakraborty,
Paran Bandopadhyay, Gaurav Chakraborty, Sohini Sengupta
& others.
Rating – 8/10
রাজ চক্রবর্তীর গতানুগতিক স্টাইল mass ঘরনার।যেখানে হিরোকে লার্জার দ্যান লাইফ
ট্রিটমেন্টে তিনি ট্রিট করেন।স্বাভাবিকভাবে ওটিটির ক্রাইম থ্রিলারগুলো এরম করে
বানানো না হলেও তিনি এখানে সেই ফর্মুলাই এপ্লাই করেছেন।শ্বাশত দত্তের গুজবাম্প
এন্ট্রি।কিংবা পরান বন্দোপাধ্যায়কে পরিচয় করানোর সময়ও গুজবাম্প দেয়ার
মুহূর্তগুলো তৈরী করেতে পেরেছেন সফলভাবে।যা দেখতে বেশ ভালোই লাগে।
ট্রিটমেন্টে তিনি ট্রিট করেন।স্বাভাবিকভাবে ওটিটির ক্রাইম থ্রিলারগুলো এরম করে
বানানো না হলেও তিনি এখানে সেই ফর্মুলাই এপ্লাই করেছেন।শ্বাশত দত্তের গুজবাম্প
এন্ট্রি।কিংবা পরান বন্দোপাধ্যায়কে পরিচয় করানোর সময়ও গুজবাম্প দেয়ার
মুহূর্তগুলো তৈরী করেতে পেরেছেন সফলভাবে।যা দেখতে বেশ ভালোই লাগে।
অবশ্য ট্রেলার দেখেই হিরো-ভিলেন অনুমান করা যায়।এক্ষেত্রে এই সিরিজটিকে নরমাল
স্লো ট্রিটমেন্ট দিলে ক্লিশে হয়ে যেতো যা বোর করতো সবাইকে।তাই চেনা গল্পে
মারদাঙ্গা-গালাগালি দেখিয়েছেন বলে ব্যাপারগুলো জমে গেছে।বোর লাগেনি।
স্লো ট্রিটমেন্ট দিলে ক্লিশে হয়ে যেতো যা বোর করতো সবাইকে।তাই চেনা গল্পে
মারদাঙ্গা-গালাগালি দেখিয়েছেন বলে ব্যাপারগুলো জমে গেছে।বোর লাগেনি।
Abar Proloy Web Series Download
অভিনয়ের কথা বললে শ্বাশত চ্যাটার্জীকে আমার বড্ড আন্ডারেটেড মনে হয়।ওনার বাবা
সারাজীবন কাটিয়ে দিয়েছেন বাবার চরিত্রে আর উনি কেবল শবর লুপেই আটকা।অথচ ওনার
যেই প্রেজেন্স তা খুব কম অভিনেতারই আছে।বয়স হলেও মারামারির সময় বডি মুভমেন্ট
দেখে দারুন মনে হচ্ছিলো।তারপর বলতে হয় ঋত্বিক চক্রবর্তীর কথা।উনিও বেশ ভালো
করেছেন।তারপর কৌশানি মুখার্জী বেশ দারুন কাজ করেছেন।সমস্যা হচ্ছে গল্পের একটা
লেয়ারে অর্জুন চক্রবর্তীর রোল থাকে।উনি অনেক ভালো অভিনয় করলেও স্ক্রিন টাইম
অনেক কম থাকায় পোষায়নি।তবে আমার কাছে শো ক্যাচার ছিলো ঋত্বিক ও অর্জুনের
চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে যে দুজন অভিনয় করেছে তাদের অভিনয়।ছেলেগুলো
অসামান্য কাজ করেছে।এছাড়াও পাড়ার ষন্ডাগুন্ডা গুলোকে যেভাবে দেখানো হয়েছে ও
তাদের লুক দারুণ লেগেছে।তবে পরান বন্দোপাধ্যায়কে কেবল নামে মাত্র রাখা হয়েছে
মনে হলো।ওনায় আরও কাজ দেয়া দরকার ছিলো।
সারাজীবন কাটিয়ে দিয়েছেন বাবার চরিত্রে আর উনি কেবল শবর লুপেই আটকা।অথচ ওনার
যেই প্রেজেন্স তা খুব কম অভিনেতারই আছে।বয়স হলেও মারামারির সময় বডি মুভমেন্ট
দেখে দারুন মনে হচ্ছিলো।তারপর বলতে হয় ঋত্বিক চক্রবর্তীর কথা।উনিও বেশ ভালো
করেছেন।তারপর কৌশানি মুখার্জী বেশ দারুন কাজ করেছেন।সমস্যা হচ্ছে গল্পের একটা
লেয়ারে অর্জুন চক্রবর্তীর রোল থাকে।উনি অনেক ভালো অভিনয় করলেও স্ক্রিন টাইম
অনেক কম থাকায় পোষায়নি।তবে আমার কাছে শো ক্যাচার ছিলো ঋত্বিক ও অর্জুনের
চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে যে দুজন অভিনয় করেছে তাদের অভিনয়।ছেলেগুলো
অসামান্য কাজ করেছে।এছাড়াও পাড়ার ষন্ডাগুন্ডা গুলোকে যেভাবে দেখানো হয়েছে ও
তাদের লুক দারুণ লেগেছে।তবে পরান বন্দোপাধ্যায়কে কেবল নামে মাত্র রাখা হয়েছে
মনে হলো।ওনায় আরও কাজ দেয়া দরকার ছিলো।
আবার প্রলয় ওয়েব সিরিজ রিভিউ
গল্পে কমেডি পোর্শন কম হলেও তা মনে হয়নি।কেননা গল্পটা পুরো র এবং ইনটেক।ফলতঃ
সিরিজজুড়ে একদম উপকূলীয় অঞ্চলে খিস্তি গালাগালি শুনতে বেশ ভালো লেগেছে।আর
গালাগালিগুলো শুনিয়েছে,বিপ বিপ সাউন্ড লাগায়নি।এমনটা হলে পুরো মাঠে মারা
যেতো।তারপর কয়েকবার জামাকাপড় খুলে ন্যুড করে পুলিশ পিটিয়েছে।সেগুলোও সরাসরি
দেখানো হয়েছে।যা বাংলায় ওয়েবসিরিজগুলোতে একদম নতুন।যা দেখতে ভালো লেগেছে।
সিরিজজুড়ে একদম উপকূলীয় অঞ্চলে খিস্তি গালাগালি শুনতে বেশ ভালো লেগেছে।আর
গালাগালিগুলো শুনিয়েছে,বিপ বিপ সাউন্ড লাগায়নি।এমনটা হলে পুরো মাঠে মারা
যেতো।তারপর কয়েকবার জামাকাপড় খুলে ন্যুড করে পুলিশ পিটিয়েছে।সেগুলোও সরাসরি
দেখানো হয়েছে।যা বাংলায় ওয়েবসিরিজগুলোতে একদম নতুন।যা দেখতে ভালো লেগেছে।
রাজ চক্রবর্তী আগেই বলেছে তিনি mass অতিয়েন্সকে ক্যাটার করার জন্যে
বানিয়েছে।তাই দেখার আগেই বুঝেছি কিছু ইলজিক্যাল জিনিস থাকবে।যেহেতু আগেই ধারণা
করেছি তাই এাব নিয়ে তেমন বদার হইনি।
বানিয়েছে।তাই দেখার আগেই বুঝেছি কিছু ইলজিক্যাল জিনিস থাকবে।যেহেতু আগেই ধারণা
করেছি তাই এাব নিয়ে তেমন বদার হইনি।
সিনেমার কিছু শট অনবদ্য ছিলো।যা অসম্ভব সুন্দর লেগেছে।
Abar Proloy Web Series Watch Online
এবার নেগেটিভ দিক,এখানে ভিএফএক্সের কাজ অনেক বাজে লেগেছে।বোম ফাটার সিনগুলো
কার্টুনিশ লেগেছে।এন্ডিংটাও ক্লিশে লেগেছে।তবে একদম শেষ সিনে যা দেখিয়েছে তার
জন্যে আবার পরবর্তী সিজনের অপেক্ষা করতে হবে।এখানে কিছু চরিত্র ভালোভাবে লেখা
হলেও কিছু চরিত্র একদম লেখা হয়নি।পাঁচ ঘন্টার কাজে ওসব করা যেতো।মাঝখানে গল্প
ড্র্যাগ করার চেষ্টা করলেও স্ক্রিনে সারাক্ষণ মুভমেন্ট হওয়ায় তেমন খারাপ
লাগেনি।তবে এটা ৩০০+ মিনিট ডিজার্ভ করেনা।এটাকেও আড়াই ঘন্টায় শেষ করা যেতো বলে
মনে করছি।
কার্টুনিশ লেগেছে।এন্ডিংটাও ক্লিশে লেগেছে।তবে একদম শেষ সিনে যা দেখিয়েছে তার
জন্যে আবার পরবর্তী সিজনের অপেক্ষা করতে হবে।এখানে কিছু চরিত্র ভালোভাবে লেখা
হলেও কিছু চরিত্র একদম লেখা হয়নি।পাঁচ ঘন্টার কাজে ওসব করা যেতো।মাঝখানে গল্প
ড্র্যাগ করার চেষ্টা করলেও স্ক্রিনে সারাক্ষণ মুভমেন্ট হওয়ায় তেমন খারাপ
লাগেনি।তবে এটা ৩০০+ মিনিট ডিজার্ভ করেনা।এটাকেও আড়াই ঘন্টায় শেষ করা যেতো বলে
মনে করছি।
আর প্রলয় সিনেমাটিতে ভিলেনের,অনিমেষ দত্ত কিংবা বিনোদ বিহারী দত্তকে যেভাবে
স্পেস দেয়া হয়েছে বিশেষ করে সেখানকার ভিলেনকে বেশ ভালোকরে ফুটিয়ে তুললেও এখানে
তা হয়নি।এখানে ভিলেনের চরিত্রের ভালো বিল্ডাপ এবং ভায়োলেন্স দরকার ছিলো তবে
তাকে লুকাতে গিয়ে ব্যাপরগুলো দেখাতে পারেনি।শেষে একটা বিশেষ বস্তু নিয়ে কাজটা
করা গেলেও ম্যারমেরে করেই সেটাও শেষ করায় বিরক্ত হয়েছি।
স্পেস দেয়া হয়েছে বিশেষ করে সেখানকার ভিলেনকে বেশ ভালোকরে ফুটিয়ে তুললেও এখানে
তা হয়নি।এখানে ভিলেনের চরিত্রের ভালো বিল্ডাপ এবং ভায়োলেন্স দরকার ছিলো তবে
তাকে লুকাতে গিয়ে ব্যাপরগুলো দেখাতে পারেনি।শেষে একটা বিশেষ বস্তু নিয়ে কাজটা
করা গেলেও ম্যারমেরে করেই সেটাও শেষ করায় বিরক্ত হয়েছি।
আর কিছু ইলজিক্যাল সিন দেখে একদম হাসি পেয়েছে।এগুলো না রাখলে তেমন সমস্যা হতোনা
কিন্তু বরং রেখে সমস্যা হয়েছে।
কিন্তু বরং রেখে সমস্যা হয়েছে।
আরো পড়ুন,
শেষে বলতে গেলে,বাংলা ভাষায় যেরম কাজ হয় এটার ট্রিটমেন্ট একদম আলাদা।এমন কাজ
বাংলায় হয়নি।তাই এটা একরকম মাস্টওয়াচ ঘরনার মধ্যে ফেললে বোধয় ভুল হবেনা।সময় করে
উঠলে দেখে নিতে পারেন।একশন লাভার হলে বেশ ভালোই লাগবে।অবশ্য সমস্যা
নেই,অভিনেতারাও দারুণ।
বাংলায় হয়নি।তাই এটা একরকম মাস্টওয়াচ ঘরনার মধ্যে ফেললে বোধয় ভুল হবেনা।সময় করে
উঠলে দেখে নিতে পারেন।একশন লাভার হলে বেশ ভালোই লাগবে।অবশ্য সমস্যা
নেই,অভিনেতারাও দারুণ।
and vintage Raj Chakrabarty is back💥💥💥
আরো পড়ুন,