Byomkesh O Durgo Rahasya Review, Cast, Story Download (ব্যোমকেশ ও দুর্গ রহস্য রিভিউ) Watch Online

Bongconnection Original Published
5 Min Read

 Byomkesh O Durgo Rahasya Review, Cast, Story Download (ব্যোমকেশ ও দুর্গ
রহস্য রিভিউ) Watch Online

Byomkesh O Durgo Rahasya Review, Cast, Story Download
Loading...

Byomkesh O Durgo Rahasya Review

“ব্যোমকেশ ও দূর্গ রহস্য” 
ছোটোবেলা থেকেই ব্যোমকেশ ভালোলাগার তালিকা তে উপরের দিকে, তাই বড় পর্দাতে
যতগুলো ব্যোমকেশ এসেছে সব গুলোই দেখার আগ্রহ থাকেই,তার ওপর এবারের ব্যোমকেশের
নতুন জুটি। খুব সত্যি কথা বলতে দেব- রুক্মিণী জুটি খুব কিছু দাগ কাটেনি, বরং
আলাদা করে, আলাদা রুপে ‘অজিত’ রুপী অম্বরীশ বেশ মজাদার।



Cast:-
Dev,
Rukmini Maitra, Satyam Bhattacharya, Ambarish Bhattacharya, Santilal Mukherjee ,
Rajatava Dutta
.

 

Byomkesh O Durgo Rahasya Review, Cast, Story Download (ব্যোমকেশ ও দুর্গ রহস্য রিভিউ) Watch Online

ব্যোমকেশ ও দুর্গ রহস্য রিভিউ

Loading...

এই ছবি মুক্তির আগে দেব বলেছিলেন, তাঁর ব্যোমকেশ- ছবি বাকি সকল ব্যোমকেশের
চেয়ে আলাদা হবে, হবে অনেক বেশি বড় স্কেলে । আজ ছবি মুক্তির পর বোঝা গেল, দেবের
‘ব্যোমকেশ’ সত্যিই আলাদা। সে শিবের মতো রণচণ্ডী মূর্তি নিয়ে, রুদ্রজটা বেঁধে
রীতিমতো হাতাহাতি করে শত্রুর নিকেশ করতে পারে, স্ত্রী সত্যবতীর স্বাস্থ্যের কথা
ভেবে সিগারেট ছাড়তে পারে, শত্রুর আঘাতে ধরাশায়ী হয়ে মুমূর্ষের অভিনয় করতে
পারে, এমনকি জেরা চলাকালীন হাতও চালিয়ে দিতে পারে… কিন্তু যেটা ব্যোমকেশ
পারল না, সেটা হল প্রকৃত অর্থে সত্যান্বেষী হয়ে উঠতে। ব্যোমকেশ ও দুর্গরহস্য
ছবিটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হতে পারে, কিন্তু এই ছবি
আক্ষরিকভাবেই দেবের। সেখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ দেবকে ভেবে লেখা।
সিনেমা ও সিনেমার বাইরে তাঁর ইমেজকে পুষ্টি দিতে তৈরি। এবং নায়ক এমনই মহীরূহসম
ছায়া প্রদান করেছেন ছবিতে যে আদত ব্যোমকেশ থেকে গিয়েছে আড়ালে (বুকের উপর সাপ
উঠে আসা তো চাঁদের পাহাড়ের শঙ্করকে মনে করিয়ে দিচ্ছিল)। গোটা ছবি জুড়ে দেবের
দুর্দান্ত অভিনেতা হয়ে ওঠার চেষ্টা অত্যন্ত প্রকট। একবারও বলা হচ্ছে না যে
দেবকে খারাপ লেগেছে। বরং বাকি ছবিগুলির তুলনায় তাঁর উচ্চারণ, কথাবার্তার
স্থৈর্য বেশ চমকপ্রদ, কিন্তু তা ব্যোমকেশোচিত নয়।

Byomkesh O Durgo Rahasya Download

এর আগে আমরা
Abir Chatterjee
কিংবা
Anirban Bhattacharya
কে নানা ছবি কিংবা সিরিজে ব্যোমকেশের চরিত্রে দেখেছি । যার ফলে আমাদের মননে
কোথাও একটা ব্যোমকেশের একটা রূপ তৈরি হয়ে গিয়েছিলো । আর বাঙালি যে নিজের
কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে দ্বিধা বোধ করে সে তো বলাই বাহুল্য । এই
ক্ষেত্রেও তার অন্যথা হয়নি ।

ছবির Announcement হওয়ার পর থেকেই অনেকেই নাক সিটকে বলেছে যে দেব আবার
ব্যোমকেশ, ভাবাই যায়না । যে মানুষটা ভালো করে বাংলা উচ্চারণ করতে পারে না, সে
আবার কি করে ব্যোমকেশের এত বড় বড় মনোলগ বলবে ?

সে যাই হোক, ব্যোমকেশের এই গল্পে আমাদের প্রাপ্তি হলো ফ্যামিলি ফ্রেন্ডলি একটা
ছবি।
Byomkesh O Durgo Rahasya Review, Cast, Story Download
এর আগে বিভিন্ন ব্যোমকেশের ছবি পরিবারের সকলের সঙ্গে দেখাটা একটা সমস্যার কারণ
ছিলো। কারণ শরদিন্দু বাবু ব্যোমকেশের গল্পে যে ধরণের কেচ্ছা বা পরকীয়া সম্পর্ক
কে প্রস্ফুটিত করেছেন তা পরিবারের সকলের সঙ্গে বসে দেখাটা বড় কঠিন ব্যাপার
ছিলো।
তবে দেব এই ছবিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে ফ্যামিলি ফ্রেন্ডলি বানিয়ে ।
অজিতের চরিত্র আগের চেয়েও বেশ মজাদার । তবে রুক্মিণী সেভাবে দাগ ফেলতে পারেনি ।
তাকে সত্যবতী চরিত্রে মানালেও একজন সাদামাটা বাঙালি কখনোই মনে হয়নি ।

Byomkesh O Durgo Rahasya Watch Online

চিত্রনাট্য হোক বা Cinematography দুর্দান্ত । এই ছবিতে যে প্রোডাকশন খরচ অনেক
বেশি করা হয়েছে সেটা প্রতিটা সিন এ চোখে পড়ে । ব্যাকগ্রাউন্ড মিউজিক আহামরি না
হলেও বেশ ভালো লাগে ।
সবশেষে একটা কথা বলতে কোনো দ্বিধা নেই, Dev নামের এক ভদ্রলোক কে নিয়ে সভ্য-
শিক্ষিত বাঙালির একটা অংশ যতই ট্রোল করুক,লোকটার দম আছে! আজ না, আগামী আরো কিছু
বছর পর নিশ্চিত ভাবেই মানুষ বলবে ইন্ডাস্ট্রি কে বাঁচাতে লোকটা খেটেছিলো,
নিজেকে ভেঙেছিলো একবার না, বারবার! বাংলা সিনেমার নামে নাক সিটকানো বাঙালি জাতি
আরো বেশি বেশি করে সিনেমা হলে যাক, বাংলা সিনেমা বাঁচুক মাথা উঁচু করে।
বাঙালিই তো পারে ‘ব্যোমকেশ’ দের চির অমর করতে, বাংলা সিনেমা কে বাঁচাতে।
Independence Day
এর এই উইক এন্ড এ পরিবারের ছোট বড় সকলে মিলে নিজের নিকটবর্তী প্রেক্ষাগৃহে
দেখতেই পারেন ব্যোমকেশ ও দুর্গ রহস্য । আশাহত হবেন না গ্যারান্টি ।
আরো পড়ুন,

Share This Article