Asur Season 2 Review, Cast, Story, IMDb – Jiocinema অসুর 2 রিভিউ – Arshad
Warsi
মানুষের মধ্যে সুর আর অসুর অর্থাৎ দেবতা আর দানব দুইয়েরই সহাবস্থান রয়েছে। কখন
কোন মুহুর্তে কোন সত্বা বেশি প্রকট হয়ে ওঠে তার উপরেই মনুষ্য চরিত্রের গঠন
নির্ভর করে। তবে কমবেশি দুই সত্বারই বশবর্তী আমরা অর্থাৎ মনুষ্যজাত। ঠিক যেন
আয়নায় নিজের প্রতিফলনের মতই সুর আর অসুর দুইই এক সাথে পথ চলে আমাদের জীবন
পথে। কিন্তু পৃথিবীতে চিরকাল পূজা পেয়ে এসেছেন দেবতারা। আর অসুরেরা চিরকাল ঘৃণার
পাত্র হয়েই রয়ে গেছেন!কিন্তু পুরাণ ঘাঁটলে দেখা যায় এই দেবতা আর অসুর কিন্তু এক
পিতার দুই সন্তান ছিলেন,,ঋষি কাশ্যপের ঔরসজাত দুজনেই! কাশ্যপ ঋষির স্ত্রী অদিতির
গর্ভজাত সন্তান ছিলেন দেবতারা আর অপর স্ত্রী দিতির গর্ভজাত ছিলেন অসুরেরা। তাই
দেবতা আর অসুরের টক্কর চলে এসেছে যুগ যুগ ধরে,,,পুরাণের পুঁথির পাতা থেকে শুরু
করে এই mortal পৃথিবীতেও মনুষ্যরূপী দেবতা আর অসুরের লড়াই আজও চলেছে,চলবে,চলতেই
থাকবে।
কোন মুহুর্তে কোন সত্বা বেশি প্রকট হয়ে ওঠে তার উপরেই মনুষ্য চরিত্রের গঠন
নির্ভর করে। তবে কমবেশি দুই সত্বারই বশবর্তী আমরা অর্থাৎ মনুষ্যজাত। ঠিক যেন
আয়নায় নিজের প্রতিফলনের মতই সুর আর অসুর দুইই এক সাথে পথ চলে আমাদের জীবন
পথে। কিন্তু পৃথিবীতে চিরকাল পূজা পেয়ে এসেছেন দেবতারা। আর অসুরেরা চিরকাল ঘৃণার
পাত্র হয়েই রয়ে গেছেন!কিন্তু পুরাণ ঘাঁটলে দেখা যায় এই দেবতা আর অসুর কিন্তু এক
পিতার দুই সন্তান ছিলেন,,ঋষি কাশ্যপের ঔরসজাত দুজনেই! কাশ্যপ ঋষির স্ত্রী অদিতির
গর্ভজাত সন্তান ছিলেন দেবতারা আর অপর স্ত্রী দিতির গর্ভজাত ছিলেন অসুরেরা। তাই
দেবতা আর অসুরের টক্কর চলে এসেছে যুগ যুগ ধরে,,,পুরাণের পুঁথির পাতা থেকে শুরু
করে এই mortal পৃথিবীতেও মনুষ্যরূপী দেবতা আর অসুরের লড়াই আজও চলেছে,চলবে,চলতেই
থাকবে।
Asur 2 Star Cast & IMDB Rating
Arshad Warsi, Barun Sobti,
Anupriya Goenka, Riddhi Dogra, Sharib Hashmi & others.
Anupriya Goenka, Riddhi Dogra, Sharib Hashmi & others.
IMDb Rating -8.4/10
মূলত কিছুটা এই mythological ideas এর উপর ভিত্তি করে Jiocinema এর ওয়েব
সিরিজ Asur 2 ..নির্মিত হয়েছে। বছর দুয়েক আগে এই সিরিজের প্রথম সিজেন
Voot Select এ রিলিজ হয়েছিল । রিলিজের পরবর্তী সময়ে এই সিরিজটি মারাত্মক
জনপ্রিয় হয়ে ওঠে ।
সিরিজ Asur 2 ..নির্মিত হয়েছে। বছর দুয়েক আগে এই সিরিজের প্রথম সিজেন
Voot Select এ রিলিজ হয়েছিল । রিলিজের পরবর্তী সময়ে এই সিরিজটি মারাত্মক
জনপ্রিয় হয়ে ওঠে ।
Asur 2 Story :
যদিও এটিকে বলা হচ্ছে ভারতের প্রথম Mythological thriller তার পাশাপাশি
এটি যে আর একটি Psychological thriller তা বলাই বাহুল্য। থ্রিলার কাহিনীর
গল্প যত কম বলা যায় ততই ভাল,,,খুব সংক্ষেপে বলতে গেলে দিল্লি সহ সারা দেশে ঘটতে
থাকে একের পর এক পরস্পরের সাথে সম্পর্কবিহীন সিরিয়াল কিলিং। যার তদন্তের ভার
গিয়ে পড়ে সিবিআই অফিসার এবং ফরেন্সিক এক্সপার্ট ধনঞ্জয় রাজপুত ওরফে DJ’ র
উপর। কিন্তু ঘটনাচক্রে যখন DJ’ র স্ত্রী নৃশংসভাবে ওই খুনীর হাতে প্রাণ
দেন,,,তখন আসরে আসেন আরেক প্রাক্তন সিবিআই অফিসার তথা ফরেন্সিক এক্সপার্ট
নিখিল নায়ার যিনি DJ’ র ছাত্র ছিলেন এবং বছর দশেক আগে তাঁর সাথেই মতানৈক্যের
খাতিরে সিবিআই এর চাকরি ছাড়েন। স্ত্রীকে হত্যার চক্রান্তে জেলবন্দী হন DJ
নিখিলের তদন্ত রিপোর্টের সুপারিশে। কিন্তু তার পরেও থামেনা মৃত্যু মিছিল,,,ঘটতে
থাকে একের পর এক খুন। তবে আসল খুনী কে?DJ?নিখিল?নাকি অন্য কেউ?যার সাথে
শত্রুতা রয়েছে এই দুজনেরই!!
এটি যে আর একটি Psychological thriller তা বলাই বাহুল্য। থ্রিলার কাহিনীর
গল্প যত কম বলা যায় ততই ভাল,,,খুব সংক্ষেপে বলতে গেলে দিল্লি সহ সারা দেশে ঘটতে
থাকে একের পর এক পরস্পরের সাথে সম্পর্কবিহীন সিরিয়াল কিলিং। যার তদন্তের ভার
গিয়ে পড়ে সিবিআই অফিসার এবং ফরেন্সিক এক্সপার্ট ধনঞ্জয় রাজপুত ওরফে DJ’ র
উপর। কিন্তু ঘটনাচক্রে যখন DJ’ র স্ত্রী নৃশংসভাবে ওই খুনীর হাতে প্রাণ
দেন,,,তখন আসরে আসেন আরেক প্রাক্তন সিবিআই অফিসার তথা ফরেন্সিক এক্সপার্ট
নিখিল নায়ার যিনি DJ’ র ছাত্র ছিলেন এবং বছর দশেক আগে তাঁর সাথেই মতানৈক্যের
খাতিরে সিবিআই এর চাকরি ছাড়েন। স্ত্রীকে হত্যার চক্রান্তে জেলবন্দী হন DJ
নিখিলের তদন্ত রিপোর্টের সুপারিশে। কিন্তু তার পরেও থামেনা মৃত্যু মিছিল,,,ঘটতে
থাকে একের পর এক খুন। তবে আসল খুনী কে?DJ?নিখিল?নাকি অন্য কেউ?যার সাথে
শত্রুতা রয়েছে এই দুজনেরই!!
প্রথম সিজেনের সাফল্যের পর Season 2 র শুরুতেই দেখা যায় ধনঞ্জয় রাজপুত
সাসপেন্ড হয়ে Dharmashala র একটি মন্দিরে গিয়ে নিজেকে সবকিছু থেকে দূরে
রাখার চেষ্টা করছেন । তবে কি তিনি পারবেন নিজেকে এই মার্ডার মিস্ট্রি থেকে দূরে
রাখতে ? অন্যদিকে নিখিল (Nikhil) কি পারবে আসল শুভ এর খোঁজ ? নিজের
মেয়ের খুনের বদলা কি নিতে পারবে নিখিলের স্ত্রী ?
প্রথম সিজেনের পর আরো টানটান উত্তেজনায় শুরু হয়েছে সিজেন 2 ।
অসুর ২ ওয়েব সিরিজ রিভিউ
টানটান উত্তেজনা, রুদ্ধশ্বাস রোমাঞ্চ আর পরতে পরতে সারপ্রাইজের চমক উপহার দিয়েছে
এই সিরিজ। যারা সাস্পেন্স থ্রিলারের ভক্ত তারা যে এই সিরিজের প্রেমে পড়বেনই তা
নিশ্চিত ভাবে বলা যায়। কিছু কিছু জায়গায় অতিনাটকীয়তা বা অবাস্তবতা রয়েছে সন্দেহ
নেই,,,,অসুর রূপী ভিলেন বা খুনীকে এখানে প্রায় সর্বশক্তিমানের মত দেখানো
হয়েছে,,,,অপ্রতিরোধ্য! কিন্তু পুরাণেও এইরকম বহু দৈত্য ও অসুরের খোঁজ আমরা পেয়ে
থাকি যারা দেবাদিদেব মহাদেব বা অন্যান্য দেবতাদের আরাধনা করে তুষ্ট করে
বরপ্রাপ্ত হয়ে এইরকম অপরাজেয় হয়ে উঠেছিলেন। এই খল চরিত্রটিও যেন ঠিক সেই পুরাণের
পাতা থেকেই উঠে আসা! শেষমেশ কি সে ধরা পড়ে? নাকি সাইকোপ্যাথ সেই খুনী,,,যে বারবার
কলিযুগের দানবের ভূমিকায় অবতীর্ণ হয়ে চ্যালেঞ্জ জানায় কল্কি অবতারের
আবির্ভাবের,,,সে রয়ে যায় অপরাজেয় হয়ে??চিত্রনাট্য ও গল্পের তারিফ যত করা যায়
ততই কম। থ্রিলার প্রেমীদের কাছে এক দুর্ধর্ষ উপহার এই সিরিজ। আরও ভাল লাগে
ফ্ল্যাশব্যাকে প্রতি এপিসোডের শুরুতে অল্প অল্প করে খুনীর শৈশবকাল ও অতীত
ইতিহাসের বর্ণনা!
এই সিরিজ। যারা সাস্পেন্স থ্রিলারের ভক্ত তারা যে এই সিরিজের প্রেমে পড়বেনই তা
নিশ্চিত ভাবে বলা যায়। কিছু কিছু জায়গায় অতিনাটকীয়তা বা অবাস্তবতা রয়েছে সন্দেহ
নেই,,,,অসুর রূপী ভিলেন বা খুনীকে এখানে প্রায় সর্বশক্তিমানের মত দেখানো
হয়েছে,,,,অপ্রতিরোধ্য! কিন্তু পুরাণেও এইরকম বহু দৈত্য ও অসুরের খোঁজ আমরা পেয়ে
থাকি যারা দেবাদিদেব মহাদেব বা অন্যান্য দেবতাদের আরাধনা করে তুষ্ট করে
বরপ্রাপ্ত হয়ে এইরকম অপরাজেয় হয়ে উঠেছিলেন। এই খল চরিত্রটিও যেন ঠিক সেই পুরাণের
পাতা থেকেই উঠে আসা! শেষমেশ কি সে ধরা পড়ে? নাকি সাইকোপ্যাথ সেই খুনী,,,যে বারবার
কলিযুগের দানবের ভূমিকায় অবতীর্ণ হয়ে চ্যালেঞ্জ জানায় কল্কি অবতারের
আবির্ভাবের,,,সে রয়ে যায় অপরাজেয় হয়ে??চিত্রনাট্য ও গল্পের তারিফ যত করা যায়
ততই কম। থ্রিলার প্রেমীদের কাছে এক দুর্ধর্ষ উপহার এই সিরিজ। আরও ভাল লাগে
ফ্ল্যাশব্যাকে প্রতি এপিসোডের শুরুতে অল্প অল্প করে খুনীর শৈশবকাল ও অতীত
ইতিহাসের বর্ণনা!
Asur Season 2 Watch Online Free
অভিনয়ে DJ রূপী আর্শাদ ইয়ারসি খুব ভাল! উনি একজন দক্ষ অভিনেতা হিসেবে সুপরিচিত
এবং নিজের নামের প্রতি সুবিচারই করেছেন তিনি। নিখিল নায়ারের ভূমিকাভিনেতা বরুণ
সোবতি ও যথাযথ। তবে ওনার উচ্চারণের সমস্যা অথবা অন্য কোন কারনে বেশ কিছু জায়গায়
সংলাপ শুনতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। প্রধান দুই মহিলা চরিত্রে অনুপ্রিয়া
গোয়েঙ্কা এবং রিধি ডোগরা বেশ ভাল। ফ্যামিলি ম্যানের সহযোগী হিসাবে সুপরিচিত
শারিব হাসমি এখানেও আছেন ওনার স্বভাবসুলভ ন্যাচারাল অভিনয় নিয়ে। তবে চোখ টেনেছেন
সিরিয়াল কিলারের ছোটবেলার ভূমিকায় অভিনয়রত জুনিয়র আর্টিস্ট! বিশেষ বনসলের ওই
চোখদুটো ভোলা যাবে না কখনো!!spine chilling…গায়ে কাঁটা দেওয়ার মত। ক্যামেরার
কাজ বেশ ভাল লাগে বিশেষ করে বেনারসের ঘাট,,আলোআঁধারীর
খেলা,,পূজাপাঠ,,নৌকাবিহারের চিত্রায়ণ!
এবং নিজের নামের প্রতি সুবিচারই করেছেন তিনি। নিখিল নায়ারের ভূমিকাভিনেতা বরুণ
সোবতি ও যথাযথ। তবে ওনার উচ্চারণের সমস্যা অথবা অন্য কোন কারনে বেশ কিছু জায়গায়
সংলাপ শুনতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। প্রধান দুই মহিলা চরিত্রে অনুপ্রিয়া
গোয়েঙ্কা এবং রিধি ডোগরা বেশ ভাল। ফ্যামিলি ম্যানের সহযোগী হিসাবে সুপরিচিত
শারিব হাসমি এখানেও আছেন ওনার স্বভাবসুলভ ন্যাচারাল অভিনয় নিয়ে। তবে চোখ টেনেছেন
সিরিয়াল কিলারের ছোটবেলার ভূমিকায় অভিনয়রত জুনিয়র আর্টিস্ট! বিশেষ বনসলের ওই
চোখদুটো ভোলা যাবে না কখনো!!spine chilling…গায়ে কাঁটা দেওয়ার মত। ক্যামেরার
কাজ বেশ ভাল লাগে বিশেষ করে বেনারসের ঘাট,,আলোআঁধারীর
খেলা,,পূজাপাঠ,,নৌকাবিহারের চিত্রায়ণ!
Asur 2 Release Date And Time
সব মিলিয়ে অসুর ভারতীয় OTT সিরিজগুলো মধ্যে অন্যতম সেরা । টানাটান গল্পের
প্লট,অনবদ্য অভিনয় সব মিলিয়ে এই সিরিজকে নিয়ে গেছে অন্য উচ্চতায় ।
প্লট,অনবদ্য অভিনয় সব মিলিয়ে এই সিরিজকে নিয়ে গেছে অন্য উচ্চতায় ।
আপনি যদি এই Genre র মুভি বা সিরিজ দেখতে ভালো লাগে তবে, Asur এর সিজেন 1 ও
সিজেন 2 আপনার জন্য Must watch সিরিজ । Jiocinema তে 1st Jun থেকে
বিনামূল্যে দেখতে পাবেন । প্রতিদিন একটি করে এপিসোড রিলিজ হবে ।
সিজেন 2 আপনার জন্য Must watch সিরিজ । Jiocinema তে 1st Jun থেকে
বিনামূল্যে দেখতে পাবেন । প্রতিদিন একটি করে এপিসোড রিলিজ হবে ।
আরো পড়ুন,