CSK Vs GT Final Score, Highlights, Updates : শেষ বলে জয় চেন্নাইয়ের (MS
Dhoni, Jadeja) IPL Final 2023
CSK Vs GT Final Score, Highlights 2023
GT – 214/4
Chennai –
171/5 (Winner DLS Method)
Good things happen with good people কথাটা কত খানি সত্যি সেটা আবারো
প্রমান পেলাম । এক রুদ্ধশ্বাস মহাকাব্যিক জয় । সারা দেশের কোটি কোটি মানুষ যাকে
IPL ট্রফি হাতে দেখার জন্য রাত 3 টে অব্দি জেগেছিল তাদের প্রার্থনা, দোয়া,
আশীর্বাদ কাল হয়তো চেন্নাইয়ের ব্যাট করার আগে বৃষ্টি হয়ে ঝড়েছিলো ।
প্রমান পেলাম । এক রুদ্ধশ্বাস মহাকাব্যিক জয় । সারা দেশের কোটি কোটি মানুষ যাকে
IPL ট্রফি হাতে দেখার জন্য রাত 3 টে অব্দি জেগেছিল তাদের প্রার্থনা, দোয়া,
আশীর্বাদ কাল হয়তো চেন্নাইয়ের ব্যাট করার আগে বৃষ্টি হয়ে ঝড়েছিলো ।
হয়তো ভগবান নিজেও কাল ওপর থেকে বসে বসে এমন রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী ছিলেন
আমাদের মতোই ।
আমাদের মতোই ।
ইতিহাস কখনো কলম দিয়ে তৈরি হয়না, ইতিহাস তৈরি হয় সাহসী মানুষদের অনবদ্য লড়াই ও
কর্মকান্ড নিয়ে ।
কর্মকান্ড নিয়ে ।
রাত তখন 2 টোর কাছাকাছি শেষ বলে 4 রান দরকার, টেনশনে যখন সবার হৃদস্পন্দন বেড়ে
গিয়ে Heart Attack হওয়ার মতো অবস্থা তখন দেখছিলাম মাহি চোখ বন্ধ করে নিচের দিকে
তাকিয়ে আছেন । মানে ওনার পক্ষেও আর সম্ভব হচ্ছিলো না শেষ বলটা দেখা । এমন
ক্যাপ্টেন কুলকে আমরা কোনদিন দেখিনি । 2011 র বিশ্বকাপেও তাকে হাসতে দেখেছি । তবে
এবারের লড়াই টা ছিলো একেবারেই অন্যরকম । যে বয়সে সবাই রিটায়ার করে সেই বয়সে তিনি
Chennai Super Kings এর Captaincy সামলাচ্ছেন ।
গিয়ে Heart Attack হওয়ার মতো অবস্থা তখন দেখছিলাম মাহি চোখ বন্ধ করে নিচের দিকে
তাকিয়ে আছেন । মানে ওনার পক্ষেও আর সম্ভব হচ্ছিলো না শেষ বলটা দেখা । এমন
ক্যাপ্টেন কুলকে আমরা কোনদিন দেখিনি । 2011 র বিশ্বকাপেও তাকে হাসতে দেখেছি । তবে
এবারের লড়াই টা ছিলো একেবারেই অন্যরকম । যে বয়সে সবাই রিটায়ার করে সেই বয়সে তিনি
Chennai Super Kings এর Captaincy সামলাচ্ছেন ।
মাঝে মাঝেই তাকে হাঁটুর ব্যাথার কারনে আইস ব্যাগ লাগিয়ে রাখতে হয় । সব উপেক্ষা
করেও তিনি দলকে জিতিয়েছেন একেবারে যেন রূপকথার নায়কের মতোই ।
করেও তিনি দলকে জিতিয়েছেন একেবারে যেন রূপকথার নায়কের মতোই ।
IPL Final 2023 Winner Team
ব্যাটে নেই এখন আর সেই আকর্ষণীয় রান, হেলিকপ্টার শট । উইকেটের পিছনে দাঁড়িয়ে
থাকলে অবশ্য ব্যাটাররা এগিয়ে মারতে ভয় পান। মুহূর্তে মুহূর্তে ফিল্ডিং বদল
করে যান। পাতিরানা থেকে দেশপান্ডেকে নিয়ে ফাইনালে ওঠা যায় সেটাই অকল্পনীই
ছিল। উল্টোদিকে মোহিত শর্মা থেকে শামি, নূর আহমেদ থেকে জয়স্বয়া ক্রমশ ভয়ঙ্কর
হয়ে উঠেছিল।
থাকলে অবশ্য ব্যাটাররা এগিয়ে মারতে ভয় পান। মুহূর্তে মুহূর্তে ফিল্ডিং বদল
করে যান। পাতিরানা থেকে দেশপান্ডেকে নিয়ে ফাইনালে ওঠা যায় সেটাই অকল্পনীই
ছিল। উল্টোদিকে মোহিত শর্মা থেকে শামি, নূর আহমেদ থেকে জয়স্বয়া ক্রমশ ভয়ঙ্কর
হয়ে উঠেছিল।
শুভমনকে আউট করলে আরেকজন শুভমন তৈরি হয়ে যায় গুজরাটের টিমে, সুদর্শন তারই
নিদর্শন।
নিদর্শন।
দলের স্বার্থে 7 নম্বর নিজেই মাঠে নেমে আসেন আগে।
ফার্স্ট বলে আউট হয়ে যান একচল্লিশের মাস্টার কুল।
মাথা নীচু করে ফিরে গেলেন। গোটা স্টেডিয়াম স্তব্ধ। গুজরাট সমর্থকরাও বোধহয়
সম্মান জানাতেই চুপ করে রইলেন। উদযাপন করলেন না মাহির আউটটাকে।
সম্মান জানাতেই চুপ করে রইলেন। উদযাপন করলেন না মাহির আউটটাকে।
দু বলে দশ প্রয়োজন।
চেন্নাই সুপার কিং যাদের নিয়ে এবারে লড়তে নেমেছিলেন তাদের অনেকে ফর্মেই ছিলেন
না। কিন্তু একজনও বাদ পড়েনি দল থেকে। লড়লে একসঙ্গে লড়বো এটাই বোধহয় ছিল তার
ভাবনা।
না। কিন্তু একজনও বাদ পড়েনি দল থেকে। লড়লে একসঙ্গে লড়বো এটাই বোধহয় ছিল তার
ভাবনা।
মাথা নীচু করে বসেছিলেন প্যাভেলিয়নে। হারের অপেক্ষায় মুহূর্ত গুণছিলেন। হয়তো
ভাবছিলেন কোথায় কোথায় ভুল করলাম? দেশপান্ডেকে দিয়ে বল করানোটা কি ভুল ছিল
আমার?
ভাবছিলেন কোথায় কোথায় ভুল করলাম? দেশপান্ডেকে দিয়ে বল করানোটা কি ভুল ছিল
আমার?
কিন্তু চেন্নাইয়ের দলও মাস্টার কুলকে এভাবে মাথা নীচু করে মাঠ থেকে বেরোতে
দেবে না এমনটাই হয়তো সিদ্ধান্ত নিয়েছিল।
দেবে না এমনটাই হয়তো সিদ্ধান্ত নিয়েছিল।
ম্যাচ শেষে জাদেজা জানিয়েছে,
We did it for one & only MS Dhoni ….Mahi Bhai Apke liye kuch
bhi..
We did it for one & only MS Dhoni ….Mahi Bhai Apke liye kuch
bhi..
DLS Method in cricket
ক্রিকেটের ইতিহাসে আমরা অনেক প্লেয়ারকে দেখেছি, দেখেছি অনেক ক্যাপ্টেন কে ।
কিন্তু ধোনি যেভাবে সতীর্থ প্লেয়ারদের মন জয় করেছেন সেটা সত্যি যেন ম্যাজিকের
মতো ।
কিন্তু ধোনি যেভাবে সতীর্থ প্লেয়ারদের মন জয় করেছেন সেটা সত্যি যেন ম্যাজিকের
মতো ।
কাল Hardik Pandiya কিংবা শুভমন গিলদের GT হেরে যাওয়াতে তাদের অনেক ফ্যান কষ্ট
পেয়েছে । কিন্তু মাহির হাতে ট্রফি দেখে নিশ্চই সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে
।
পেয়েছে । কিন্তু মাহির হাতে ট্রফি দেখে নিশ্চই সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে
।
এমন দলনেতা, এমন মানুষ হয়তো ভারতীয় ক্রিকেটে আগামী 100 বছরেও আসবে না । তাই
ওনার সাফল্যে যেন কোটি কোটি তরুণ যেন নিজের স্বপ্নপূরণ দেখতে পায় ।
ওনার সাফল্যে যেন কোটি কোটি তরুণ যেন নিজের স্বপ্নপূরণ দেখতে পায় ।
ম্যাচ শেষে হার্দিক নিজেও বলছিলো ‘ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালোটাই হয়’ ।
নিজের শিষ্যের কাছে এমন মন্তব্য শুনে কোথাও একটা দাঁড়িয়ে ধোনিও হয়তো মনে মনে
হাসছিলেন ।
নিজের শিষ্যের কাছে এমন মন্তব্য শুনে কোথাও একটা দাঁড়িয়ে ধোনিও হয়তো মনে মনে
হাসছিলেন ।
হার্দিক হেরেও কাল ধোনিকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেনি ।এটাই হয়তো হয়, যখন গুরু
শিষ্যের লড়াই হয় । এই হার্দিক কিংবা বিরাটকে তো Dhoni নিজেই তৈরি করেছেন,
ভারতীয় দলে জায়গা দিয়েছেন ।
শিষ্যের লড়াই হয় । এই হার্দিক কিংবা বিরাটকে তো Dhoni নিজেই তৈরি করেছেন,
ভারতীয় দলে জায়গা দিয়েছেন ।
জাড্ডু-মাহির প্রিয় জাড্ডু, রাইডু,রাহানে সবাই সারপ্রাইজ দিতে চেয়েছিল
মানুষটাকে। তাই রাত তিনটের সময় ট্রফি পঞ্চমবার উঠলো ধোনির হাতে।
মানুষটাকে। তাই রাত তিনটের সময় ট্রফি পঞ্চমবার উঠলো ধোনির হাতে।
মহেন্দ্র সিং ধোনির নামে তখন স্টেডিয়াম তোলপাড় হচ্ছে।
শান্ত, গম্ভীর মাহি এলেন। রুদ্ধশ্বাস জয়কে যিনি শান্তভাবে উদযাপন করতে জানেন।
কাপ দিলেন জাদেজা আর রাইডুর হাতে।
টিমের শক্তি ধোনি, ধোনির শক্তি তার টিম। বিশাল ফর্মে না থাকা প্লেয়ারদের
দিয়েও ম্যাচ জেতানো সম্ভব বুঝিয়ে দিয়ে গেলেন। আবারও দেখলাম মাহি ম্যাজিক।
উনি ফিরে যান আবারও ফিরে আসেন।
দিয়েও ম্যাচ জেতানো সম্ভব বুঝিয়ে দিয়ে গেলেন। আবারও দেখলাম মাহি ম্যাজিক।
উনি ফিরে যান আবারও ফিরে আসেন।
MS Dhoni Chennai Super Kings
তিনি প্রণাম করেছেন, লড়াই করার ক্ষমতা থাকলে আর স্বপ্ন দেখার ইচ্ছে থাকলে হেরে
গিয়ে জিতে আসা যায় ।
গিয়ে জিতে আসা যায় ।
নিজের প্রথম ভালোবাসা প্রিয়াঙ্কা কে নিজের করে পাননি । কিন্তু বিনিময়ে ভগবান
তাকে পৃথিবীর সমস্ত সফলতা দিয়েছে । ক্রিকেট বিশ্বের সবথেকে সফলতম অধিনায়ক তিনি
।
তাকে পৃথিবীর সমস্ত সফলতা দিয়েছে । ক্রিকেট বিশ্বের সবথেকে সফলতম অধিনায়ক তিনি
।
মন জিতে নেওয়ার জাদুকর তিনি। সবার প্রিয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি তিনি
…..
…..
Tags – IPL Final, MS Dhoni, CSK, Ravindra Jadeja