Rajneeti Bengali Web Series Review, Cast : রাজনীতি ওয়েব সিরিজ রিভিউ – Hoichoi, Kaushik Ganguly

Bongconnection Original Published
3 Min Read

 Rajneeti Bengali Web Series Review, Cast : রাজনীতি ওয়েব সিরিজ রিভিউ –
Hoichoi, Kaushik Ganguly

Rajneeti Bengali Web Series Review, Cast : রাজনীতি ওয়েব সিরিজ রিভিউ - Hoichoi, Kaushik Ganguly
Loading...

Rajneeti Bengali Web Series Review

হইচইয়ে ‘রাজনীতি’ দেখলাম। ভাল লাগল, বিশেষ করে শেষ তিনটি পর্ব। এ বছরের হইচইয়ের
এপার বাংলার কনটেন্ট অনেক স্মার্ট, অনেক পরীক্ষামূলক আর অনেক যত্ন নিয়ে বানানো।
তাতেও কি আর ভুলভাল কিছু কাজ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কিন্তু আমার যে ধারণা ছিল
যে হইচইয়ের কলকাতা বিভাগ থেকে পাওয়ার কিছু নেই, সেটা বদলেছে। ‘রাজনীতি’ তার
জ্যান্ত নিদর্শন। সৌরভ চক্রবর্তীকে ধন্যবাদ ও শুভেচ্ছা। 


Rajneeti Hoichoi Web Series Cast

Kaushik Ganguly,
Ditipriya Roy,
Arjun Chakraborty, Koneenica Banerjee & Aniruddha Gupta
.
গল্প একটি দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা স্মৃতিলুপ্ত মেয়ের। যার বাবা
এলাকার বিধায়ক। সেই বাবা অনেক কষ্টে, অনেক অর্থব্যয়ে মেয়েকে সুস্থ করে তুলতে
চাইছেন, চাইছেন মেয়েকে নতুন করে ফিরে পেয়ে রাজনীতিতে তার অভিষেক ঘটাতে। কিন্তু
ফিরে আসার সেই পথ কি মসৃণ? নাকি সেখানে পড়ে আছে অনেক গোপন কাঁটা? তাই নিয়েই
গল্প এগোতে থাকে।  

এ সিরিজের প্রথম দৃশ্য থাপ্পড়ের মত শুরু হলেও তারপর ঢিমেতালে চলতে থাকে। যারা
ওখানে বিরক্ত হয়ে বন্ধ করে দেবে তারা সত্যিই মিস করবে। থ্রিলারধর্মী হয়েও এ
সিরিজে বেশ কয়েকটা লেয়ার আছে। আর সেগুলোই খুলতে থাকে ধীর লয়ে। একাধিক চরিত্র
আসতে থাকে যারা প্রত্যক্ষভাবে না হলেও মূল গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে
পড়তে থাকে। তাই ধৈর্য্য ধরে দেখতে হবে। চতুর্থ পর্ব থেকেই গল্প গতি পায় আর
যেখানে গিয়ে শেষ হয়, বলতে বাধ্য হচ্ছি দারুন বুনেছেন লেখক পরিচালকেরা। একটাই
কথা বলার, যেহেতু নামটা ‘রাজনীতি’, গল্পটা সঠিক অর্থে আরেকটু রাজনৈতিক হতে পারত
না কি? 

রাজনীতি ওয়েব সিরিজ রিভিউ Hoichoi

Rajneeti Bengali Web Series Review, Cast : রাজনীতি ওয়েব সিরিজ রিভিউ - Hoichoi, Kaushik Ganguly
কৌশিক গাঙ্গুলিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, কিন্তু কণীনিকা আমাকে অবাক
করেছেন। আর করেছেন দিতিপ্রিয়া। অসম্ভব সুন্দর মাপা অভিনয়ে ছয়ের পর ছয়
হাঁকিয়েছেন দুজনেই। বাদ বাকি সব সহ অভিনেতাই যথাযথ, বা তার থেকেও ভাল। আমি তো
শ্যামলবাবুর ফ্যানই, তাই ওঁকে নিয়ে আর আলাদা করে বলছি না, কিন্তু অর্জুনও ভাল
কাজ করেছেন। 

Rajneeti Bengali Web Series Watch Online

আর দুটো জিনিস এ সিরিজের অন্যতম উল্লেখ্য। দারুন আবহ তথা শীর্ষসঙ্গীত এবং
দুর্দান্ত কালার কারেকশন। শেষ পর্ব শেষ হয়ে যাওয়ার পর সবকটা নাম বসে বসে পড়েছি
শুধুমাত্র শীর্ষসঙ্গীতের জন্য। আর ছবির যথাযথ রং সংশোধন যে ছবিকে উচ্চতায়
পৌঁছতে বাধ্য করে তার জ্বলন্ত উদাহরণ ‘রাজনীতি’। ক্যামেরা ও সম্পাদনাও খুব ভাল,
নাহলে গল্পটা এইভাবে খুলতই না। 
সব শেষে বলি, “শেষ হয়েও হইল না শেষ” সিরিজের চেনা ছক। কিন্তু খুব কম বাংলা
সিরিজই সেই আগ্রহটা তৈরী করতে পারে। ‘রাজনীতি’ পেরেছে। গল্পের মধ্যে অনেক
উপাদান ছেড়ে রাখা হয়েছে, যা হয়তো পরবর্তী সিজনে খোঁজা যাবে। 
একটাই প্রশ্ন: এলাহাবাদে জন্মানো অবাঙালি বাড়ির মেয়ের নাম ঝর্ণা হয় কি? নাকি
ওটাও একটা রহস্য?
আরো পড়ুন,


Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.