তোমার আমার প্রেম কাহিনী – Bangla Premer Golpo 2023 – Bengali Love
Story
Bangla Premer Golpo 2023
তোমার আমার প্রেম কাহিনী
খাতায় কলমে প্রেমের সপ্তাহ মানে ভ্যালেন্টাইন উইক উদযাপন শুরু হয়ে গেছে।
সমস্ত উপহারের দোকান, ফ্যাশন স্টোর,গয়নার দোকান,শপিং মল, অনলাইন সাইট সব
জায়গায় লোভনীয় অফার, ছাড়ের হিড়িক চলছে। রোজ ডে পেরিয়ে আজ প্রপোজ ডে।
বিশ্ববিদ্যালয়ের সমস্ত সিনিওর দাদাদিদি থেকে আরম্ভ করে ওদের সমবয়সী যারা এখন
প্রথমবর্ষের ছাত্রছাত্রী তারা নিজেদের ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করে
ফেলেছে অথচ সেখানে সুপ্রিয়র কোনো হেলদোল নেই। নির্বিকার চিত্তে অন্য দিনের মত
ক্লাসের ফাঁকে ফাঁকে দিব্যি কমনরুমে গিয়ে ক্যারাম খেলে আসছে। খানিকক্ষণ ওর
জন্য ক্যান্টিনে অপেক্ষা করে, দু চার কাপ চা, কড়াইসুঁটির কচুরি সাঁটিয়েও
সুপ্রিয় আর আসবেনা ভেবে যখন ঈশিতা বেরিয়ে এসে পার্কিংলট থেকে নিজের স্কুটিটা
বের করে স্টার্ট দিয়েছে ঠিক এমনসময় পিছনের সিটে এসে বসে ও। হেলমেটটা ভালো করে
লাগিয়ে নিয়ে বলে,”জলদি চল বিবেকানন্দ পার্ক। নিতাইদার ফুচকার দোকানে। জরুরি
কথা আছে তোর সঙ্গে।”
সমস্ত উপহারের দোকান, ফ্যাশন স্টোর,গয়নার দোকান,শপিং মল, অনলাইন সাইট সব
জায়গায় লোভনীয় অফার, ছাড়ের হিড়িক চলছে। রোজ ডে পেরিয়ে আজ প্রপোজ ডে।
বিশ্ববিদ্যালয়ের সমস্ত সিনিওর দাদাদিদি থেকে আরম্ভ করে ওদের সমবয়সী যারা এখন
প্রথমবর্ষের ছাত্রছাত্রী তারা নিজেদের ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করে
ফেলেছে অথচ সেখানে সুপ্রিয়র কোনো হেলদোল নেই। নির্বিকার চিত্তে অন্য দিনের মত
ক্লাসের ফাঁকে ফাঁকে দিব্যি কমনরুমে গিয়ে ক্যারাম খেলে আসছে। খানিকক্ষণ ওর
জন্য ক্যান্টিনে অপেক্ষা করে, দু চার কাপ চা, কড়াইসুঁটির কচুরি সাঁটিয়েও
সুপ্রিয় আর আসবেনা ভেবে যখন ঈশিতা বেরিয়ে এসে পার্কিংলট থেকে নিজের স্কুটিটা
বের করে স্টার্ট দিয়েছে ঠিক এমনসময় পিছনের সিটে এসে বসে ও। হেলমেটটা ভালো করে
লাগিয়ে নিয়ে বলে,”জলদি চল বিবেকানন্দ পার্ক। নিতাইদার ফুচকার দোকানে। জরুরি
কথা আছে তোর সঙ্গে।”
__”এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। মিলেনিয়াম পার্ক,আউট্রাম ঘাট ,
ভিক্টোরিয়া বা গন্তব্য তালিকায় নতুন যোগ হওয়ার ইকো পার্কে বসে সবাই যখন
তাদের শেষ করে বসল তখন তুই নতুন করে আর কি বলবি? যা সারাদিন ইডিয়েটের মত ক্লাস
কর গে যা…”অভিমানের বশে বলে ঈশিতা।
ভিক্টোরিয়া বা গন্তব্য তালিকায় নতুন যোগ হওয়ার ইকো পার্কে বসে সবাই যখন
তাদের শেষ করে বসল তখন তুই নতুন করে আর কি বলবি? যা সারাদিন ইডিয়েটের মত ক্লাস
কর গে যা…”অভিমানের বশে বলে ঈশিতা।
পরিচিত কায়দায় কাঁধটা একটু ঝাঁকিয়ে সুপ্রিয় বলে,”আচ্ছা চলই না,সিটে বসেই
যখন আর নামিয়ে দিসনা প্লিজ।” প্রায়শই ক্লাসের পরে দুজন মিলে বিবেকানন্দ
পার্কে নিতাইদার দোকানে ফুচকা খায় ওরা দুজনে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে
বিবেকানন্দ পার্ক খুব একটা দূরে নয়।তাছাড়া বারবার যেতে যেতে বেশ চেনা,জানা
হয়ে গেছে নিতাইদা মানুষটার সঙ্গে।ঈশিতা তাই আর কোনো কথা না বাড়িয়ে এগিয়ে
চলে।
যখন আর নামিয়ে দিসনা প্লিজ।” প্রায়শই ক্লাসের পরে দুজন মিলে বিবেকানন্দ
পার্কে নিতাইদার দোকানে ফুচকা খায় ওরা দুজনে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে
বিবেকানন্দ পার্ক খুব একটা দূরে নয়।তাছাড়া বারবার যেতে যেতে বেশ চেনা,জানা
হয়ে গেছে নিতাইদা মানুষটার সঙ্গে।ঈশিতা তাই আর কোনো কথা না বাড়িয়ে এগিয়ে
চলে।
Bangla Premer Golpo Love Story
গন্তব্যে পৌঁছে সুপ্রিয় বলে,”ম্যাডামের পছন্দমত বেশ ঝাল ঝাল করে দু জায়গায়
দাও নিতাইদা।” মুচকি হেসে অল্প সময়ের মধ্যেই শালপাতার বাটিতে ফুচকা দিতে থাকে
নিতাইদা। বেশ কয়েকটা খাবার পর ঈশিতার কাজলকালো দীঘল চোখদুটো লাল হয়ে যখন জল
গড়াতে শুরু করেছে ঠিক এমনসময় নিজের পকেট থেকে রুমালটা বের করে জল মুছিয়ে দিতে
দিতে অন্য লোকের চোখ এড়িয়ে সুপ্রিয় ঈশিতার কানে ফিসফিসিয়ে বলে,”এভাবেই
সারাজীবন তোর পাশে দাঁড়িয়ে ফুচকা খাবার সুযোগ দিবি তো পাগলি? আর একদম কান্না
নয়। তোকে হাসতে দেখতে চাই সারাজীবন।” সত্যি পাগলটা যে ওকে এভাবে প্রেম নিবেদন
করে বসবে স্বপ্নেও ভাবেনি ঈশিতা।
দাও নিতাইদা।” মুচকি হেসে অল্প সময়ের মধ্যেই শালপাতার বাটিতে ফুচকা দিতে থাকে
নিতাইদা। বেশ কয়েকটা খাবার পর ঈশিতার কাজলকালো দীঘল চোখদুটো লাল হয়ে যখন জল
গড়াতে শুরু করেছে ঠিক এমনসময় নিজের পকেট থেকে রুমালটা বের করে জল মুছিয়ে দিতে
দিতে অন্য লোকের চোখ এড়িয়ে সুপ্রিয় ঈশিতার কানে ফিসফিসিয়ে বলে,”এভাবেই
সারাজীবন তোর পাশে দাঁড়িয়ে ফুচকা খাবার সুযোগ দিবি তো পাগলি? আর একদম কান্না
নয়। তোকে হাসতে দেখতে চাই সারাজীবন।” সত্যি পাগলটা যে ওকে এভাবে প্রেম নিবেদন
করে বসবে স্বপ্নেও ভাবেনি ঈশিতা।
আরো পড়ুন,
বিস্ময়ের রেশ কাটিয়ে ও বলে,”সুযোগ কথা কি বলছিস রে ? তোকে ছেড়ে দিলে যে অন্য
কোনো পেত্নী উড়ে এসে জুড়ে বসবে তোর ঘাড়ে এটা আমি জানি।তাই তোর কথায় রাজি।”
এতক্ষণের জমানো সমস্ত মান অভিমান কেটে যায় এটা ওটা কত কথা বলতে বলতে কখন যে
ঘড়ির কাঁটার সময় কেটে যায়।
কোনো পেত্নী উড়ে এসে জুড়ে বসবে তোর ঘাড়ে এটা আমি জানি।তাই তোর কথায় রাজি।”
এতক্ষণের জমানো সমস্ত মান অভিমান কেটে যায় এটা ওটা কত কথা বলতে বলতে কখন যে
ঘড়ির কাঁটার সময় কেটে যায়।
সেরা প্রেমের গল্প
সেদিন বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে মৃদুসুরে সাউন্ড সিস্টেমটা চালু করে ঈশিতা।
আর মনে মনে ভাবে এর থেকে ভালো প্রপোজ আর বোধয় কিছুতেই সম্ভব হতনা। নিত্যদিনের
পথচলার, কথাবলার মধ্যে যারা ভালোবাসা খুঁজে পায় তাদের জন্য আলাদা করে আর কোনো
রোজ ডে,প্রপোজ ডে দরকার হয়না। সুপ্রিয় আজ ওকে বুঝিয়ে দিয়েছে কোনো প্রেমের
জায়গায় গিয়ে ফর্মালি প্রপোজ না করলেও ভালোবাসার অভাব পড়েনা বরং সেটা আরও
গভীর হয় পরস্পরের সাথে কাটানো মুহুর্তগুলোতে। জনকোলাহলের মধ্যে রাস্তার পাশে
ফুচকার দোকানেই হোক বা মাটির ভাঁড়ে গরম ধোঁয়া ওঠা দুধ চায়ে চুমুকে দিয়েই হোক
ভালোবাসা থাকে ভালোবাসাতেই। এলোমেলো পালকি ভাবনার মাঝেই সুপ্রিয় ফোন করে।
ফোনটা ধরতেই জিজ্ঞাসা করে,”কি ভাবছিস ঈশা?”
আর মনে মনে ভাবে এর থেকে ভালো প্রপোজ আর বোধয় কিছুতেই সম্ভব হতনা। নিত্যদিনের
পথচলার, কথাবলার মধ্যে যারা ভালোবাসা খুঁজে পায় তাদের জন্য আলাদা করে আর কোনো
রোজ ডে,প্রপোজ ডে দরকার হয়না। সুপ্রিয় আজ ওকে বুঝিয়ে দিয়েছে কোনো প্রেমের
জায়গায় গিয়ে ফর্মালি প্রপোজ না করলেও ভালোবাসার অভাব পড়েনা বরং সেটা আরও
গভীর হয় পরস্পরের সাথে কাটানো মুহুর্তগুলোতে। জনকোলাহলের মধ্যে রাস্তার পাশে
ফুচকার দোকানেই হোক বা মাটির ভাঁড়ে গরম ধোঁয়া ওঠা দুধ চায়ে চুমুকে দিয়েই হোক
ভালোবাসা থাকে ভালোবাসাতেই। এলোমেলো পালকি ভাবনার মাঝেই সুপ্রিয় ফোন করে।
ফোনটা ধরতেই জিজ্ঞাসা করে,”কি ভাবছিস ঈশা?”
মৃদু হেসে ও বলে,”আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস?”
তখন গান ভেসে আসছে সাম্প্রতিকালের এক জনপ্রিয় ছায়াছবির গান,”তুমি হাসলে আমার
ঠোঁটে হাসি/তুমি আসলে জোনাকি রাশি রাশি/রাখি আগলে তোমায় অনুরাগে/বলো কিভাবে
বোঝাই ভালোবাসি?”
ঠোঁটে হাসি/তুমি আসলে জোনাকি রাশি রাশি/রাখি আগলে তোমায় অনুরাগে/বলো কিভাবে
বোঝাই ভালোবাসি?”
প্রপোজ মানে একসাথে থাকার অঙ্গীকার। সেই শপথ নিয়ে এগিয়ে চলে দুটি হৃদয়
আগামীর উদ্দেশ্যে। বহুমূল্য উপহার দিয়ে হাঁটু মুড়ে বসে সাহেবি কেতায় প্রেম
নিবেদন তো অনেকেই করে। ওরা ভালোবাসার গল্প হোক একদম অন্যরকম। এই শহরের এককোণে
বরং পূর্ণতা পাক ঈশিতা আর সুপ্রিয়র এই অগোছালো প্রেম।
আগামীর উদ্দেশ্যে। বহুমূল্য উপহার দিয়ে হাঁটু মুড়ে বসে সাহেবি কেতায় প্রেম
নিবেদন তো অনেকেই করে। ওরা ভালোবাসার গল্প হোক একদম অন্যরকম। এই শহরের এককোণে
বরং পূর্ণতা পাক ঈশিতা আর সুপ্রিয়র এই অগোছালো প্রেম।
বহুবছর পর ফটোগ্যালারী খুঁজে ভালোবাসা খোঁজার চাইতে ভালোবাসার মুহূর্তগুলো বরং
বেঁচে থাকুক পড়ন্ত গোধূলি বেলায় আঙুলে আঙুল রেখে একসাথে পথ হাঁটতে হাঁটতে।।।
বেঁচে থাকুক পড়ন্ত গোধূলি বেলায় আঙুলে আঙুল রেখে একসাথে পথ হাঁটতে হাঁটতে।।।
(সমাপ্ত)
আরো পড়ুন,