বসন্ত উৎসব কবিতা 2023 – Bosonto Utsav Kobita – বসন্ত উৎসব

Bongconnection Original Published
5 Min Read


বসন্ত উৎসব কবিতা 2023 – Bosonto Utsav Kobita – বসন্ত উৎসব 

বসন্ত উৎসব কবিতা 2023 - Bosonto Utsav Kobita - বসন্ত উৎসব
Loading...

বসন্ত উৎসব কবিতা 2023

চারিদিকে বইছে বসন্তের হাওয়া আর তার মাঝেই চলে এসেছে বাঙালির প্রাণের উৎসব,
ভালোবাসার উৎসব, বসন্ত উৎসব।  উৎসব পাগল বাঙালির কাছে এই রঙের উৎসবের
গুরুত্ব কতটা অপরিসীম সেটা আর বলার অপেক্ষা রাখে না। রঙের এই উৎসবে তাই
আপনার জন্য আমাদের বিশেষ প্রয়াস। …


বৃন্দাবনে বসন্ত  উৎসব 
     -কল্পনা শীল 
ওরে  আয়রে  আয় ,আয়রে  আয়
আয়  ছুটে  যাই  কুঞ্জমাঝে  যমুনা  কিনারায়।
জগৎজুড়ে  বসন্তের  এই  মলয়  বাতাস
শুকনো  পাতা  ঝরিয়ে  দিয়ে  খুশি  এনেছে।
তরুশাখে  নব  কিশলয়ের  ফাঁকে  ঐ
বকুল  পারুল  মঞ্জরীর  ঐ  কুঁড়ি  ফুটেছে।
মন  মাতানো  দামাল  হাওয়ায়  পাগল  করেছে
রাই  কিশোরীর  মনে  ও যে  দোলা  দিয়েছে।
মোহন  বাঁশি  বাজায়  যে  ঐ  কালো  ননীচোরা
গোপীনীদের  ঘরের  কাজে  মন  নাহি  লাগেরে।
শ্যামের  বাঁশি  শুনে শুনে  
ফাগের  আগুণ  লাগলো  মনে
কৃষ্ণ চূড়ার  বনে  বনে  আবীর  ঢেলেছে
ধরায়  খুশি  নেমেছেরে  খুশি  নেমেছে।

দোল উৎসব কবিতা 

Loading...
      বসন্ত উৎসব 
         -জয় গোস্বামী
কাকে তুলে দিতে গেছি ভোরবেলার ট্রেনে?
দোলের পরের দিন। গাছে গাছে তখনও আবির।
ওই তো প্রথম রোদ নেমে এল তার মুখে, কপালে —
ট্রেন আসতে দেরী আছে। আরও দেরী, আরও দেরী হোক!
চোখ তো মুখের দিকে তাকাতে পারছে না
ঘুরেফিরে শুধু দেখছে শ্যামলী হাতের পাতা তার,
রুমাল পাকাচ্ছে মুঠো, করতলে এখনো কালকের
রঙছাপ – স্নান যাকে স্বেচ্ছায় অধৌত রেখে গেছে
ট্রেন এসে পড়ল, ওই তো উঠে যাচ্ছে, হাতে- কাঁধে ব্যাগ–
একবার ঘোরালো দৃষ্টি — কী ছিল সে- তাকানোর রঙ?
কেন সে ঠিকানা দেয়নি? কেন বলেছিল
‘কিছুই বোঝেন না আপনি ! জানেনই না রঙ দেওয়ার একটাও নিয়ম!’
সেদিন বুঝিনি আর আজকেও বুঝি না।
আজ তো ফাল্গুন শেষ। হেমন্তও ফুরোলো এখন।
কী বলতে চেয়েছিল? আঠাশ বছর আগে? তার
সেই কথা হয়ত জানত বসন্তের শান্তিনিকেতন।

বসন্ত উৎসব উপলক্ষে কবিতা 

     বসন্ত উৎসব
        – বাসন্তী দাস
বসন্ত তুমি বড় অদ্ভুত।
সবার মনে প্রেম জাগিয়ে
বড় তাড়াতাড়ি ফিরে যাও।
তুমি এলে কত মনরম হয় প্রকৃতি
কোকিল এর কুহু কুহু ডাকে
মন যেন কোথায় হারিয়ে যায়।
চারিদিক ফুলে ফুলে
ভরিয়ে রঙ্গিন করে দাও।
সবাই যেন তোমার প্রেমে পড়ে যায়।
আর তুমি গ্রীষ্মকে ডেকে
ফুরুৎ করে উধাও হয়ে যাও।
আমরা যে তোমায়
অনেক বেশি করে পেতে চাই।
তোমার রঙে রঙিন হতে চাই
অশোক পলাশ শিমুল কে জড়িয়ে
তোমার উৎসবে হারিয়ে যেতে চাই।
বসন্ত তুমি আমাদের
লাল হলুদ নীল সবুজ আবীরে
ভরিয়ে দাও
আমরা তোমার উৎসবে
রবী ঠাকুরের গানে গানে
হারিয়ে যাই।।

বসন্ত উৎসব কবিতা মন্দাক্রান্তা সেন


আজ বসন্তে কৃষ্ণচূড়ায়,
 বিদ্রোহ তার কেতন উড়ায়
 পথে পথে যত পড়ে থাকা লাশ
 শিমুল পলাশ শিমুল পলাশ
 বিদ্রোহ তার পাপড়ি কুড়ায়
 এই বসন্তে কৃষ্ণচূড়ায়
 রক্ত রক্ত বলোনা তুমি কার
 হে সংগ্রামের শহিদ আমার
 তােমার যুদ্ধ আমাকে পুড়ায়
 আজ রক্তিম কৃষ্ণচূড়ায়
 ওহে বসন্ত ওহে বসন্ত
 মৃত্যু আজকে কী প্রাণবন্ত
 হাতে রেখে হাত হৃদয় জুড়ায়
 এই বসন্তে কৃষ্ণচূড়ায় …

নাগরিক প্রেম
     – উৎস ভট্টাচার্য
অকাল বসন্তেরা বারে বারে ফিরে আসে;
আবার ঠকবে জেনে কেন তবু ভালোবাসে?
নাগরিক প্রেম ভাসে বিষণ্ণ বাতাসে—
কিছু আশা তবু বাঁচে দারুণ হতাশে!
দূষণের কালো ধোঁয়া ফুসফুসে ভরে,
আশা নিয়ে নীড় তবু আজও তোলে গড়ে!
সাদাকালো জীবনেও রঙ নেমে আসে;
অশ্রুত আশ্বাসে তারা ভালোবাসে!
মাঝে মাঝে ঘন কালো মেঘ ভাসে আকাশে;
নাগরিক প্রেম পড়ে ঘোর দুর্দশাতে!
কালো ছায়া দূর করে আলো আসে ফিরে;
ঝড় মাঝে টিকে থেকে খেয়া ভেড়ে তীরে!
মানবিক চেতনার নাগরিক প্রেম—
পাঁকে ফোটা পদ্ম, অনুপম হেম!

বসন্ত উৎসব কবিতা 2023 - Bosonto Utsav Kobita - বসন্ত উৎসব

বসন্ত নিয়ে প্রেমের কবিতা 

নীরব কেনো ফাগুন তুমি
       – প্রদীপ কুন্ডু
নীরব কেনো…….. ফাগুন তুমি
লাগাও আগুন অন্তরে,
দক্ষিণ দুয়ার……..দিলাম খুলে
প্রেমের কুহু মন্তরে।
অশোক পলাশ..গাইছে যে গান
নীল আকাশে ঢেউ তুলে,
রঙের খেলায়…….মন মেতেছে
দুঃখ সকল আজ ভুলে।
প্রাণ ফিরেছে…..গাছের শাখায়
সবুজ রঙের খেলাতে,
আমের মুকুল…..ঝড়ছে দেখো
হালকা হিমের মেলাতে।
ডাক দিয়েছে……….নতুন বছর
নতুন রূপের আলোকে,
দুঃখ সকল……… দাও না মুছে
যাওনা ভুলে কালোকে।


Also read, 

Share This Article