Farzi Web Series Review, Rating | Amazon Prime Video | Shahid Kapoor

Bongconnection Original Published
3 Min Read

 Farzi Web Series Review, Rating | Amazon Prime Video | Shahid
Kapoor

Farzi Web Series Review | Amazon Prime Video | Shahid Kapoor
Loading...


Farzi Web Series Review IMDB

আজ থেকে প্রায় নয় কি দশ মাস আগে জানতে পেরেছিলাম যে, ২০২৩ সালে রাজ ও ডিকে
পরিচালিত ওয়েব সিরিজ ‘ফারজি’ আসবে। সেই সিরিজেই প্রথমবারের জন্য
Vijay Sethupathi হিন্দি ইন্ডাস্ট্রিতে পর্দাপন করবেন। সত্যি কথা বলতে
কি, তার পরে ভদ্রলোকের বেশ কয়েকটি ছবি দেখেছি, কিন্তু তর সইছিল না। যার অভিনয়
দেখার জন্য ইংরেজি সাবটাইটেল ছাড়াও তামিল ছবি দেখেছি, এই তর না সওয়া ব্যাপারটা
খুব স্বাভাবিক আমার জন্য। 
তবে পরিচালক যখন রাজ ও ডি’কে, চমক তো থাকবেই। 
ইয়াসির চাচার চরিত্রে চিত্তরঞ্জন গিরি, চমক ইনি নিজেই। দেখতে দেখতে এটা মনে
হচ্ছিল যে, ইনি ইয়াসির চাচাই।
একজন ভিতু, সৎ Common Man .
ফিরোজ চরিত্রে ভুবন অরোরা সম্ভবত রাজ ও ডি’কে-এর সেরা আবিস্কার। কারণ? ওটা
সিরিজটা দেখেই না হয় বিচার করুন। 
কে কে মেনন হয়ত পরের সিজনে স্বমহিমায় ফিরবেন, তাই এই সিজনে একটু জায়গা ছেড়ে
রাখলেন। 
আমোল পালেকর, রাশি খান্না, রেজিনা কাসান্দ্রা এনারা প্রত্যেকই পরিমিত ও সুন্দর
ভাবে নিজেদের চরিত্রকে ফুটিয়ে তুলতে সক্ষম। 
IMDb Rating – 8.6/10
শাহিদ কাপুরের একটা সিনেমা এসেছিল ২০১০ সালে , নাম “বদমাশ কোম্পানি”। ‘ফারজি’
-র সানি কে দেখতে দেখতে, আমার কেমন যেন ‘বদমাশ কোম্পানি’ ছবির করণ-কে মনে
পরছিল৷ শাহিদ বড্ড ভালো অভিনেতা, সানি ‘ফারজি’ কাজ রিল লাইফে করতে পারে হয়ত,
কিন্তু অভিনেতা হিসাবে কিন্তু একদম – আসলি। 


বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে জাকির হোসেন-কে আমরা মন্ত্রী,আমলা,
দুর্নীতিগ্রস্থ নেতার চরিত্রে দেখতে পাই। সত্যি, উনি এই ধরণের চরিত্রগুলো
দারুণভাবে ফুটিয়ে তোলেন। “ফারজি” তেও ঠিক স্বমহিমায় সেই কাজ করেছেন। তবে এই
সিরিজের সেরা পাওনা জাকির হোসেন ও বিজয় সেতুপতির দৃশ্যগুলো। এক এক জায়গায়
আপনাদের মনে হতে পারে যে, এরা হয়ত সদ্যবিবাহিত আর প্রথমবারের জন্য এদের মধ্যে
ঝগড়া হচ্ছে। সত্যি! হাসতে হাসতে শেষ হয়ে গেছি। 
মাইকেল ভেদানায়াগম চরিত্রে আমার প্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। তাকে নিয়ে কি বলব,
বুঝতে পারছি না। কে বলবে এটা উনার প্রথম হিন্দি ওয়েব সিরিজ? মাইকেল যেমন
হাসিয়েছেন, ঠিক তেমন ভাবেই তার শূন্য চাহনিতে কষ্টও দিয়েছেন। কোথাও মনে হচ্ছিল
– এই তো! আমাদের ড্যাশিং ভেদা, ও সব পারবে, ওকে কেউ হারাতে পারেনা। কিন্তু
পরক্ষণেই মনে হয়  – ও তো রাম, তাই হয়ত সব হারিয়ে ফেলতে পারে। 
আজ এতটুকুই থাক। “ফারজি” দেখে, আপনারাও আপনাদের ‘আসলি’ অভিজ্ঞতা জানাবেন আশা
রাখি। 
অনেক ধন্যবাদ….
আরো পড়ুন,

Share This Article