The Fame Game Review, Story – Madhuri Dixit – Netflix

Bongconnection Original Published
4 Min Read

The Fame Game Review, Story – Madhuri Dixit – Netflix

The Fame Game Review, Story - Madhuri Dixit - Netflix
Loading...

The Fame Game Web Series Review

Loading...
সিরিজ: দ্য ফেম গেম 
নির্মাণ: শ্রী রাও 
পরিচালনা: বিজয় নাম্বিয়ার, করিশ্মা কোহলি 
প্রযোজনা: ধার্মাটিক 
অভিনয়ে: মাধুরী দীক্ষিত, সঞ্জয় কাপুর, মানব কল, রাজশ্রী দেশপান্ডে, মুস্কান
জাফেরি, লক্ষবীর সরণ, সুহাসিনী মুলে ও অন্যান্য 
কোথায় পাবেন: নেটফ্লিক্স  (Netflix)


এইভাবেই বোধ হয় গল্প বলতে হয়! ড্রামা জনারে কাজ ভারতীয় ওয়েব সিরিজে আজকাল
প্রায় হয় না বললেই চলে। সবাই এখন মেতে আছে থ্রিলার/মার্ডার মিস্ট্রি নিয়ে।
সেখানে দাঁড়িয়ে আদ্যন্ত একটি ড্রামা, যা আবর্তিত হচ্ছে একজন প্রায় প্রাক্তন
বলিউড নায়িকাকে নিয়ে, তা সঠিকভাবে তুলে ধরাই বেশ অন্যরকম পদক্ষেপ ছিল
নির্মাতাদের পক্ষে। তবে একটি সুবিধাও ছিল। এ সিরিজের ভরকেন্দ্রের নাম মাধুরী
দীক্ষিত, যাঁর ওয়েবে আত্মপ্রকাশ যথেষ্ট কৌতূহলের সৃষ্টি করতে সক্ষম। আর সেই
দায়িত্বটি তিনি অসাধারণ মুন্সিয়ানার সঙ্গে পালন করেছেন। দেখতে দেখতে মনে হচ্ছিল
মাধুরী দীক্ষিত বলে কেউ নেই, যিনি আছেন তাঁর নাম অনামিকা আনন্দই। ওঁর জীবনের
অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসাবে এটি মনে থেকে যাবে। 


The Fame Game Star Cast

Madhuri Dixit, Manav Kaul, Sanjay Kapoor, Lakshvir Saran, Muskkaan Jaferi, Annindita
Bose

& others.
এক মধ্যবয়স্কা বলিউড নায়িকা যিনি খ্যাতির শীর্ষে বিরাজ করেছেন অনেকদিন, এখন
পড়ন্ত বেলায় টিকে থাকার ক্ষিদের সঙ্গে সারা জীবনের সমস্ত সিদ্ধান্তের নির্ধারক
তাঁর মা এবং তদুপরি অযোগ্য স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের এক অদ্ভুত বুনোট সৃজন
করেছেন কাহিনীকার। না, এ কোনো নতুন গল্প নয়, এরকম খ্যাতিমান মহিলা, দরিদ্র
পরিবার থেকে উঠে আসার অদম্য জেদ, কঠিন মা ও প্রায় ব্যর্থ স্বামী আমরা এর আগেও
দেখেছি, কিন্তু এইভাবে সত্যি দেখেছি কবে মনে পড়ছে না। আর তার সঙ্গেই এসেছে
নায়িকার জীবনে একবারই আসা প্রকৃত প্রেম ও তার গোপন ফসলের গল্প, হেরে যাওয়ার
গল্প ও তা থেকে উত্তরণের অদম্য লড়াইয়ের গল্প। কিন্তু আরেকটি ব্যাপারও আছে।
সিরিজটি শুধুই ড্রামা নয়, প্রথম পর্ব থেকেই একটি রহস্য ধাওয়া করেছে দর্শককে,
যেটির সমাধান হয় শেষ পর্বে। যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে হয়ত আট পর্বের এই
সিরিজের ষষ্ঠ বা সপ্তম পর্বেই বুঝে যাবেন এই রহস্যের চাবিকাঠি কার হাতে। কিন্তু
তাতে কোনো অসুবিধা হবে না বাকিটুকু দেখতে, বিশেষত যাঁরা থ্রিলার ভালোবাসেন,
তাঁদেরকেও এই সিরিজ হতাশ করবে না। 
The Fame Game Review, Story - Madhuri Dixit - Netflix

The Fame Game Review In Bengali

এই সবকটি চরিত্রে যোগ্য সঙ্গত করেছেন মানব কল, সঞ্জয় কাপুর ও সুহাসিনী মুলে।
প্রত্যেকে তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং মনে হয় সফলও হয়েছেন। তবে যে
দুজনের কথা আলাদাভাবে বলার তাঁরা হলেন মুস্কান জাফেরি ও লক্ষবীর সরণ। অনামিকার
কন্যা ও পুত্রের ভূমিকায় প্রচন্ড উজ্জ্বল এঁদের উপস্থিতি। নিজেদের জীবনের
সমস্যা, রহস্য, চাওয়া পাওয়া ইত্যাদি নিয়ে দুটি চরিত্রই অসাধারণ ফুটিয়ে তুলেছেন
এই দুই যুবাশিল্পী। বাকি রইলেন আরেকজন: রাজশ্রী দেশপান্ডে। এঁকে প্রথম দেখি
সেক্রেড গেমসে। সেখানেই নজর কেড়েছিলেন আর এখানে তো তদন্তকারী পুলিশ অফিসার
হিসাবে ফাটিয়ে দিয়েছেন। আশা করি ভবিষ্যতে ওঁকে আরো অনেক ভালো চরিত্রে দেখব।
একজনকে দেখে খারাপ লাগল, ইন্দ্রনীল সেনগুপ্ত, উনি বোধ হয় ব্যাড প্যাচ দিয়ে
যাচ্ছেন, পরের পর সিরিজে শুধু মুখ দেখানোর মত কাজ পাচ্ছেন। আর একজনকে দেখে ভাল
লাগল, অনিন্দিতা বোস, যিনি ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পোক্ত করতে দাঁতে দাঁত
চিপে পড়ে আছেন। 
বাকি সিরিজটির সবই প্রায় ভাল। গল্পের কথা তো আগেই বলেছি। শ্রী রাও দারুন
বুনেছেন। পরিচালনাও বেশ সুন্দর, টানটান। বিশেষত ভারতীয় সিরিজে একাধিক পরিচালক
খুব একটা থাকে না, সেই দিক থেকে দেখলে দুজন পরিচালনা করেও সুন্দর বেঁধেছেন
কাহিনীকে, আলাদা করে বোঝা যাচ্ছে না দুজনের কাজ, যেটা বিদেশী সিরিজে খুবই
সহজলভ্য। ক্যামেরা, আবহ, সম্পাদনা, কালার গ্রেডিং সবই আন্তর্জাতিক মানের। তাই
দেখতে বসলে একবারেই শেষ করে ফেলতে পারবেন। 
একটু টাইম ইনভেস্ট করে দেখে ফেলতে পারেন, গ্যারান্টি খারাপ লাগবে না।

Share This Article