Jalpaiguri Municipal Election Result 2022 Live Updates : Maynaguri Election
Result
Jalpaiguri Municipal Election Results 2022
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: রাজ্যের ১০৮টি পৌরসভা নির্বাচনে তৃণমূল
কংগ্রেসের জয় জয়কার। বেশিরভাগ আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজনৈতিক মহলের জল্পনা
আগেই তৈরি হয়েছিল গেরুয়া শিবির থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। আজ ফলাফল ঘোষণার পর দেখা গেলো সেই জল্পনার বাস্তবায়ন। পৌরসভা
নির্বাচনে তৃণমূল প্রার্থীরা প্রত্যেকটি বুথে ভালো ফল করেছে ।
কংগ্রেসের জয় জয়কার। বেশিরভাগ আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজনৈতিক মহলের জল্পনা
আগেই তৈরি হয়েছিল গেরুয়া শিবির থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। আজ ফলাফল ঘোষণার পর দেখা গেলো সেই জল্পনার বাস্তবায়ন। পৌরসভা
নির্বাচনে তৃণমূল প্রার্থীরা প্রত্যেকটি বুথে ভালো ফল করেছে ।
চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পৌরসভার ফলাফল। ….
জলপাইগুড়ি পৌরসভা মোট আসন ২৫ টি,যার মধ্যে তৃণমূল কংগ্রেস (TMC) পেয়েছে
বাইশটি (22), কংগ্রেস পেয়েছে দুটি (2) এবং সিপিআইএম (CPIM)একটি (১)।
ময়নাগুড়ি পৌরসভার মোট আসন সতেরোটি তার মধ্যে তৃণমূল কংগ্রেস ১৬ টি নির্দল
প্রার্থী একটি। মাল পৌরসভার মোট আসন ১৫টি যার মধ্যে তৃণমূল পেয়েছে ১৪ টি,
বিজেপি পেয়েছে একটি আসন।
বাইশটি (22), কংগ্রেস পেয়েছে দুটি (2) এবং সিপিআইএম (CPIM)একটি (১)।
ময়নাগুড়ি পৌরসভার মোট আসন সতেরোটি তার মধ্যে তৃণমূল কংগ্রেস ১৬ টি নির্দল
প্রার্থী একটি। মাল পৌরসভার মোট আসন ১৫টি যার মধ্যে তৃণমূল পেয়েছে ১৪ টি,
বিজেপি পেয়েছে একটি আসন।
ময়নাগুড়ি বিজয়ী প্রার্থীদের নাম এক নজরে দেখে নিন….
- রিম্পা রায় ১ নং ওয়ার্ড TMC
- বর্ণালী বড়াই ২ নং ওয়ার্ড TMC
- মৌসুমী সেন ৩ নং ওয়ার্ড TMC
- সোমেশ সান্যাল ৪ নাম্বার ওয়ার্ড TMC
- অনন্ত দেব অধিকারী ৫ নম্বর ওয়ার্ড TMC
- বরুণ ঘোষ ৬ নম্বর ওয়ার্ড TMC
- রীতা দাস ৭ নম্বর ওয়ার্ড TMC
- প্রদ্যোৎ বিশ্বাস ৮ নাম্বার ওয়ার্ড TMC
- গোবিন্দ পাল ৯ নং ওয়ার্ডTMC
- চন্দনা রায় ১০ নং ওয়ার্ড TMC
- মনোজ রায় ১১ নং ওয়ার্ড TMC
- তুহিন কান্তি চৌধুরী ১২ নং ওয়ার্ড নির্দল
- রিনা বিশ্বাস ১৩ নং ওয়ার্ড TMC
- কল্যাণ সাহা ১৪ নং ওয়ার্ড TMC
- অমিতাভ চক্রবর্তী ১৫ নং ওয়ার্ড TMC
- ললিতা রায় ১৬ নং ওয়ার্ড TMC
- সুপ্রিয় দাস ১৭ নং ওয়ার্ড TMC