Redrum Bengali Movie Review & Rating | রেডরাম রিভিউ | Afran Nisho | Chorki

Bongconnection Original Published
3 Min Read

 Redrum Bengali Movie Review & Rating | রেডরাম রিভিউ | Afran Nisho | Chorki

Redrum Bengali Movie Review & Rating | রেডরাম রিভিউ | Afran Nisho | Chorki
Loading...

Redrum Bangla Movie Review

Loading...
REDRUM-  খুনের উল্টো  পিঠ! 
সি আই ডি অফিসার রাশেদের গল্প,খুনের রহস্য দ্রুত উদঘাটন করতে বেশ সুনাম তার। রাশেদের খুব কাছের বন্ধু বিখ্যাত গায়ক সোহেল খান,আর তার স্ত্রী নৃত্যশিল্পী নীলা আর একটি বিশেষ চরিত্র লুবনা। ঘটনার প্রবাহে তারা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েন,সামনে চলে আসে অতীতের ভুল। এই নিয়েই চরকির ভিকি জাহেদ পরিচালিত ওয়েব ফিল্ম ”REDRUM’.
Star Cast :- Afran Nisho, Mehazabien Chowdhury, Azizul Hakim, Manoj Kumar Pramanik, Sallha Khanam Nadia & others.

Rating – 7.5/10
আফরান নিশো তার সমসাময়িকদের মধ্যে সেরা অভিনেতা,এটায় দ্বিমত হবার কিছু নেই। এই ওয়েব ফিল্মেও সেটা দেখিয়েছেন। ভার্সিটির ছাত্র থেকে সি আই ডি অফিসার রাশেদের যে বেশ পরিবর্তন,সেটা ভালোভাবেই আয়ত্ত করেছেন। বিশেষ করে ভার্সিটির ছাত্র রুপে মুগ্ধ হয়েছি। এই রুপে অনেকদিন বাদে দেখা গেল, বেশ চার্মিং ভাব ছিল। যেহেতু মেহজাবীনের প্রথম ওয়েব ফিল্ম, তাই তাকে নিয়ে প্রত্যাশা ছিল বেশি। সেটা পূরণ না হলেও তিনি নিজের নামের সুবিচার রাখতে পেরেছেন,কিছু কিছু দৃশ্যে দারুণ।
Redrum Bengali Movie Review & Rating | রেডরাম রিভিউ | Afran Nisho | Chorki

Redrum Film Review Chorki

 মুগ্ধ হয়েছি মনোজ কুমারের প্রানবন্ত উপস্থিতিতে,বাকি দুইজন থাকা সত্ত্বেও বেশ গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছেন,সেটার ভালো ব্যবহার করেছেন। সালহা খানম  নাদিয়া কে অনেকদিন বাদে দেখা গেল,তিনি সব সময় ই ভালো করার চেষ্টা করেন। নাসির উদ্দিন খানের চরিত্রটা গল্প এগিয়ে নিতে সাহায্য করেছে,তিনি যথাযথ। আর.এ. রাহুল একজন সাইকোর চরিত্রে বেশ ভালো করেছেন। যদিও শুরুর দিকে গুরুত্ব দেয়া হলেও পরে বিকাশ পায় নি। আজিজুল হাকিম কে দেখে প্রত্যাশার পারদ বেড়ে গিয়েছিল,কিন্তু সেই অনুযায়ী গুরুত্ব দেয়া হয় নি। এছাড়া শিল্পী সরকার অপু,মাসুম বাসার সবাই যার যার জায়গায় ঠিকঠাক। 

রেডরাম রিভিউ 

চিত্রনাট্য  সাজাতে গভীরভাবে  রিসার্চ করায় যেমন ভালো  লেগেছে তেমনি একটা পর্যায়ে গিয়ে বেশ ধীরগতির হয়ে যায়,তাতে মনোযোগ হারায়। অবশ্য শেষের বিশ মিনিট সেটা খুব ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন,তাই সিনেমার দৈর্ঘ্য আরো বেশ খানিকটা কমানোই যেত। বিদ্রোহী দীপনের সিনেমাটোগ্রাফি,মাহমুদ হায়াত অর্পণের আবহ সংগীত যথাযথ, তবে গান টা তেমন জমেনি। 
””REDRUM”,ভিকি জাহেদের প্রথম ওয়েব ফিল্ম। শর্টফিল্ম,টিভি নাটক পেরিয়ে ওয়েব ফিল্মের তার সূচনাটা ভালোই হলো বলা যায়,কিছু ভালো এবং জোরালো সংলাপ রেখেছেন। নির্মানের মুন্সিয়ানায়  এই থ্রিলার গল্প সাজানোর জন্য সি আই ডি রাশেদ চরিত্র দিয়ে যে তথ্য গুলো জানিয়েছেন,তাতে দর্শকরা উপকৃত হবে।

Share This Article