Gehraiyaan Movie Review & Rating : Storyline, Deepika Padukone –
Prime Video
Gehraiyaan Review
শুনতে শুনতে যখন ক্লান্ত তারপর একদিন হঠাৎ দেখে ফেললাম Gehraiyaan ।
পরকীয়া মোড়কে তৈরি হওয়া কোনো সিনেমা যে
এতোটা সম্পর্কের গভীরে ডুব দিতে পারে তা পরিচালক ও অভিনেতাদের সুচারু অভিনয়ের
মধ্য দিয়ে দেখলাম ।এক দৃষ্টান্তও বটে !,টাকার উপর ভর করে এক অট্টালিকা
দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সম্পর্ক নয় । এই চেনা আবহেই পরিচালক সম্পর্কের
রসায়নে ডুব দেওয়া শিখিয়েছে ।সম্পর্কের গাড়িকে শুরু
শুরুতে চওড়া রাস্তা দিয়ে সহজেই যাওয়া যায় কিন্তু ধীরে ধীরে সেই
রাস্তা যখন সরু হয়ে আসে তখনই দুস্কর হয়ে উঠে । গেহেরিয়া অতীত ও বর্তমানের
সঙ্গে আবার শেষ ও শুরুর স্বরূপ একটি সুতোয় বেঁধে দিয়েছে । তা
যেন জীবনের জলছবি হয়ে উঠেছে । আসলে আমরা কেউই সামনের দিকে এগিয়ে
যাইনা আসলে আমরা যেখান থেকে শুরু করি সেখানেই শেষ করি । জীবন যেন এক
বৃত্ত।
Deepika Padukone,
Siddhant Chaturvedi, Ananya Pandey, Naseeruddin Shah, Dhairya Karwa
& others.
ভদ্রমহিলা নন ভেজ খাবারকে ভেজ ভেবে খেয়ে ফেলেন। এবং অদ্ভুতভাবে সম্পূর্ণ
সিনেমার গল্পটাও ওই বক্তব্যটার উপরেই দাঁড়িয়ে আছে। বক্তব্যটাকে বয়ে নিয়ে
গিয়েছে ‘সম্পর্ক’। সম্পর্কের grooming টাকেই সম্পর্ক ভেবে চলা মানুষের গল্প
এই ‘Gehraiyaan’।
কাছাকাছি আনে আলিশা এবং টিয়ার বয়ফ্রেন্ড কে। টিয়া কে ফাঁকি দিয়ে চলতে থাকা
প্রেমের বুনন নিয়ে এগোতে থাকে গল্প।
অনেকটা। দুজনের এই একটা কাছে আসা প্রভাব ফেলে গা-লাগোয়া সমীকরণ গুলোর উপরে।
বিশেষত, কাছের সম্পর্কগুলো কাছাকাছি এসে যে একটা মাকড়সার জালের রূপ নেয় তা
ভীষণ স্পষ্ট।
বিষয়গুলি যে প্রেমে যে কিরকম প্রভাব ফেলে সেটার উপরে আলোকপাত করা আছে
মূলগল্পে।
Gehraiyaan Review In Bengali
ব্যবহার, জীবনে যাতায়াত বোঝাতে দরজার ব্যবহার বেশ অনুভূতিপ্রবণ। ছবিতে অভিনয়
শক্তিশালী হওয়াটা জরুরি এবং সেটা যথেষ্ট পাওয়া যাবে। দীপিকা ফাটাফাটি। ‘পিকু’
বা ‘ছাপাক’ ছবিতে অভিনয় এর মতো আরেকটা চোখে লাগার মতো কাজ এটি। আলিশা
চরিত্রটি আমাদের সবার ভীষণ কাছের এবং অনেকে এই চরিত্রে কখনো কখনো নিজের জীবনে
অভিনয়ও করেছেন। তাই রেফারেন্স অনেক বেশি, এবং সেটা মাথায় রেখে অভিনয় ভীষণ
ভালো করেছেন অভিনেত্রী।মাত্র কয়েকটা দৃশ্য অথচ অসম্ভব তীক্ষ অভিনয়
নাসিরুদ্দিন শাহের। বাকিরা বেশ মানানসই।
কোম্পানির financial status বা dealing এর দিকটা যেরকম proper build up দেওয়া
হয়েছে, পারস্পরিক সম্পর্কগুলো ততটাও না। দীপিকা-সিদ্ধান্ত এর কেমিস্ট্রি বেশ
ভালো, কিন্তু ওদের চরিত্রের bonding টার প্রেক্ষাপটটা সেরকম জোড়ালো না। যখন
গল্পের বিষয়টাই সম্পর্কের গভীরতা অথচ শেষটুকু ছাড়া এমন কিছু সম্পর্কের
উত্থান-পতন নিয়ে ভালো ডায়লগ নেই। ডায়লগ গুলো যেগুলো ভালো লাগবে সেগুলো
অধিকাংশই জীবনবোধের উপরে। আর overall screenplay এর compact quality বা
nonlinear nature কোনোটিই নেই। যেটা হয়তো দরকার ছিল। কালার – BGM বেশ
যথাযত।
সঙ্গম দৃশ্য বা পরকীয়া দেখানো। আমি এখানে একমত হতে পারিনি। আমার কাছে ঘনিষ্ট
দৃশ্যগুলো যথেষ্ট যথাযত।)