Hridayam Movie Review : Revisit Your Life On A Story –
Disney+Hotstar
Hridayam Movie Review
🎬 𝐇𝐫𝐢𝐝𝐚𝐲𝐚𝐦 (2022) : মন ছুঁয়ে গেলো। সাধারণ অথচ অসাধারণ। নিজের কলেজ বা স্কুল
লাইফ এর বন্ধুত্ব, প্রেম, মারামারি ঝামেলা সব যেনো চোখের সামনে দেখতে পেলাম। এই
সিনেমা জীবনকে ভালোবাসতে শেখায়, শেখায় যে জীবনে অনেক কঠিন অধ্যায় আসবে
কিন্তু সব কিছু পেরিয়ে এগিয়ে চলার নামই জীবন। তবে এই বিষয় গুলোকে এত সুন্দর
ভাবে উপস্থাপন করা হয়, যে মনে দাগ কেটে যায়। অনেক দিন পরে এমন একটা
কামিং-অফ-এজ সিনেমা দেখলাম যেটার রেশ বেশ কিছুদিন থাকবে।
লাইফ এর বন্ধুত্ব, প্রেম, মারামারি ঝামেলা সব যেনো চোখের সামনে দেখতে পেলাম। এই
সিনেমা জীবনকে ভালোবাসতে শেখায়, শেখায় যে জীবনে অনেক কঠিন অধ্যায় আসবে
কিন্তু সব কিছু পেরিয়ে এগিয়ে চলার নামই জীবন। তবে এই বিষয় গুলোকে এত সুন্দর
ভাবে উপস্থাপন করা হয়, যে মনে দাগ কেটে যায়। অনেক দিন পরে এমন একটা
কামিং-অফ-এজ সিনেমা দেখলাম যেটার রেশ বেশ কিছুদিন থাকবে।
Star Cast :- Pranav Mohanlal, Kalyani Priyadarshan, Darshana Rajendran,
Annu, Arun Kuriyan
& others.
Annu, Arun Kuriyan
& others.
Rating 8.5/10
অরুণ এর জীবন কে কেন্দ্র করেই এই ছবির গল্প আবর্তিত হয়েছে এবং এখানে আমরা অরুণ
এর দুটো জীবন দেখতে পাই। কলেজ জীবন এবং তার পরবর্তী জীবন এবং এই জীবনে সে
কিভাবে ভালোবাসা কে Explore করছে। সাধারণত আমরা দেখি কলেজ বা স্কুল জীবনের
প্রেমে অনেক অপরিণত ব্যাপার কাজ করে।
এর দুটো জীবন দেখতে পাই। কলেজ জীবন এবং তার পরবর্তী জীবন এবং এই জীবনে সে
কিভাবে ভালোবাসা কে Explore করছে। সাধারণত আমরা দেখি কলেজ বা স্কুল জীবনের
প্রেমে অনেক অপরিণত ব্যাপার কাজ করে।
তখন আমরা সম্পর্কের গুরুত্ব ততোটা বুঝতে পারি না। শুধু বাহ্যিক সৌন্দর্য
গুলোই বেশি করে উপভোগ করি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন Maturity আসে তখন
সম্পর্কের গুরুত্ব বুঝতে শিখি, এটাই দেখানো হয়েছে এই সিনেমা তে….
গুলোই বেশি করে উপভোগ করি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন Maturity আসে তখন
সম্পর্কের গুরুত্ব বুঝতে শিখি, এটাই দেখানো হয়েছে এই সিনেমা তে….
Hridayam Movie Review In Bengali
যতোই আমরা ব্রেক আপ বা বিচ্ছেদ করি না কেনো, পুরোনো প্রেমিক বা প্রেমিকা অন্য
কাউকে বিয়ে করলে মনের মধ্যে কোথাও একটা কষ্ট কিন্তু হয় সে যতোই আমরা উপরে
প্রকাশ করি না কেনো। তাও এখানে দেখানো হয়েছে। এই ফিল্ম টা দেখতে দেখতে দুটো
সিনেমা এর কথা মনে পড়ছিল, Malayalam ফিল্ম Premam আর তামিল ফিল্ম
96. সেই flovour বা সেই touch টা পেলাম ।প্রত্যেকের কাজ দুর্দান্ত,
এছাড়াও সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা এর কাজ চোখে লেগে থাকার মতো। প্রতিটা গান
খুবই সুন্দর, specially Darshana গানটা যে আমি কতোবার শুনেছি তা নিজেই
জানি না। যারা এখনও দেখো নি দেরি না করে দেখে ফেলো। তোমাদেরও আমার মতোই পুরোনো
অনেক স্মৃতি মনে পড়ে যাবে
কাউকে বিয়ে করলে মনের মধ্যে কোথাও একটা কষ্ট কিন্তু হয় সে যতোই আমরা উপরে
প্রকাশ করি না কেনো। তাও এখানে দেখানো হয়েছে। এই ফিল্ম টা দেখতে দেখতে দুটো
সিনেমা এর কথা মনে পড়ছিল, Malayalam ফিল্ম Premam আর তামিল ফিল্ম
96. সেই flovour বা সেই touch টা পেলাম ।প্রত্যেকের কাজ দুর্দান্ত,
এছাড়াও সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা এর কাজ চোখে লেগে থাকার মতো। প্রতিটা গান
খুবই সুন্দর, specially Darshana গানটা যে আমি কতোবার শুনেছি তা নিজেই
জানি না। যারা এখনও দেখো নি দেরি না করে দেখে ফেলো। তোমাদেরও আমার মতোই পুরোনো
অনেক স্মৃতি মনে পড়ে যাবে
মালয়ালম সিনেমা নিরাশ করেনা, আজও করেনি। এর পরও অনেকে তাদেরকে ছোটো করেন, কেনো
জানা নেই। যাইহোক নিশ্চিন্তে দেখতে পারেন সত্যিই একটা ভালো সময় কাটবে।
Disney+ Hotstar
এ উপলব্ধ।
জানা নেই। যাইহোক নিশ্চিন্তে দেখতে পারেন সত্যিই একটা ভালো সময় কাটবে।
Disney+ Hotstar
এ উপলব্ধ।