Time Up Web Series Cast, Review (টাইম আপ) – Kiran Dutta, Sayan Ghosh

Bongconnection Original Published
4 Min Read


Time Up Web Series Cast, Review (টাইম আপ) – Kiran Dutta, Sayan Ghosh

Time Up Web Series Cast, Review (টাইম আপ) - Kiran Dutta, Sayan Ghosh
Loading...

Time Up Web Series Review

“ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত তিনটি কৃষি বিলের বিরুদ্ধে দেশব্যাপী কৃষক
বিক্ষোভের আঁচ আজ এসে পৌঁছেছে রাজধানী দিল্লিতেও।”
কয়েক মাস আগে পর্যন্ত এই ধরনের নিউজ আমাদের আনন্দবাজার পত্রিকা, প্রতিদিন বা
বর্তমান বা এই সময় বিভিন্ন পত্রিকার ফ্রন্ট পেজ এ দেখা যেত ; রকমারি নিউজ
চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিল হচ্ছিল কৃষক ভাইদের আত্মহত্যার ঘটনা
বা খুনের মর্মান্তিক দৃশ্য | কৃষি ভারতের খুব মূল্যবান একটা বস্তু | কৃষির উপরই
দাঁড়িয়ে ভারতবর্ষের আসল ভিতটা আর এই ভিতটাকেই নাড়িয়ে দিতে
Confused Pictures প্রোডাকশন এর নতুন নিবেদন “Time Up”| পরিচালনায়
অরিজিৎ সরকার, অভিনয়ে বাংলার বিখ্যাত youtuber কিরণ দত্ত ওরফে
The Bong Guy, বিরহী খ্যাত অভিনেতা,
RJ Sayan এবং আরো অনেকে |


Time Up Web Series Cast

 Kiran Dutta,
Sayan Ghosh, Amit Saha, Sreya Bhattacharyya, Arob, Dipak Das, Uma Banerjee

and others. 
Direction & Edit – Arijit Sorkar

Personal Rating: 8/10
শহরের বাবু স্পন্দন প্রথমবার field inspection করতে যাবে এক প্রত্যন্ত গ্রাম
খাটালডিঙিতে, তোঃ শহরের বড়োবাবু আসার কিছু আগ মুহূর্ত থেকে গ্রামের কিছু সমস্যা
এবং ঘটনা নিয়ে এই প্রথম এপিসোড টা টেলিকাস্ট হলো গতকাল |  এই খাটালডিঙির
গরীব চাষীদের ওপর অত্যাচার চালাচ্ছে বিজু। বিজু নকল বীজ, খারাপ সারের ব্যবসা
চালিয়ে যাচ্ছে বহুদিন ধরে এবং তার মাশুল গুনতে হচ্ছে চাষীদের নিজেদের প্রাণ
বিসর্জন দিয়ে। এপিসোডের শুরুতেই গ্রাম বাংলার এক বৌয়ের কান্নাভরা সিন যখন পুরো
এপিসোড টাকেই কষ্টের সিকোয়েন্স দিতে চাইছিলো, ঠিক তখনই বিজু ভাই আর তাঁর দুই
চেলার অভূতপূর্ব অভিনয় আর কিছু অসাধারণ long shots এবং খুব ই উন্নত আর
যথোপযুক্ত এডিটিং নিয়ে অন্যান্য সাব প্লটগুলো অন্যরকম একটা আস্বাদ দিলো |
মাঝখানে অমিত সাহার bike চালানোর কিছু সিন আর ব্যাকগ্রাউন্ডে “খ্যাচা টান”
গানটা যেন একদম উপযুক্ত একটা শোষক শ্রেণীর চরিত্র বোঝালো | খুবই ভালো
সিনেমাটোগ্রাফি আর ভালো এডিটিং যেন এই এপিসোডটাকে অন্যরকম একটা স্বাদ দিলো

টাইম আপ ওয়েব সিরিজ রিভিউ 

কিছু কিছু জায়গা কমেডিটা ঠিক জমেনি আর কিছু কিছু জায়গা একটু বেশিই কমেডি হয়েছে,
দুটোতেই হাসি পেলো না কিন্তু হাসার উপাদানটা আরো strong হবে আশা করা গেলো |
পুটকি ভাইয়ের চরিত্রটাও বেশ ভালো ভাবে খাপ খেয়েছে গল্পটার সাথে | স্পন্দন আর
তাঁর কিছু ব্যক্তিগত ঘটনাও উপরিপাওনা এই এপিসোডে যদিও স্পন্দনের চরিত্রে কিরণ
দত্ত কোনোভাবেই কোনো ছাপ এখন অব্দি রাখতে পারলেন না|  কিছু কিছু জায়গায়
খুব বেশি ভালো ছেলে দেখাতে গিয়ে স্পন্দন চরিত্রটার মূল আকর্ষণ সেটাই যেন
হারিয়ে ফেলেছে; অন্তত প্রথম এপিসোড দেখে এটাই মনে হলো আর একদম শেষে স্পন্দনের
ল্যাপটপটা একটা বিশেষ বার্তা দিলো যেটা আপনি বুঝতে পারবেন আরেকটু সময় গেলে,
অন্ততঃ আমি এইটুকুই ভাবছি| তাছাড়া web series টার যেরম বিষয়বস্তু আর যেরম
উপস্থাপনা সেটা দেখে বিখ্যাত লেখক দারিউস কুপার এর একটা কোথা মনে পড়লো আমার,
একবার সংস্কৃত নাটকের কাব্যরসের জটিল রীতিকে উনি বলেছিলেন “শুধু চরিত্রাবলির
অনুভূতিকেই কেন্দ্র করে গড়ে ওঠে না, বরং তা একটি নির্দিষ্ট শৈল্পিক
প্রক্রিয়ায় দর্শকদের সামনে উপস্থাপিত হয়।” হয়ত এর পরবর্তী এপিসোড গুলো আরো
ভাল ভাবে উপস্থাপিত হবে এবং আমরা স্পন্দনের চরিত্রটার হয়তো আরও বেশি ভালো করে
গভীরতা পাবো, সেরকমই আশা রাখছি | 
সাধারণ দর্শকমহলে এই independent project টির সাদর অভর্থনা হলেও অনেক
এলিট বা সমালোচক এই project টিকে গ্রহণ করতে পারেননি এখনও, তাঁদের সকলের কাছে
অনুরোধ থাকবে এই project টি দেখার জন্য | সিনেম্যাটোগ্রাফি,কমেডির মানানসই
কালারিং,টানটান চিত্রনাট্য,ভায়োলেন্স,ডার্ক হিউমার  সবকিছুই রয়েছে এই
সিরিজটায়। তাই দেখলে হতাশ হয়তো হবেন না ||
Tags –
Web Series,
Kiran Dutta
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.