Hawkeye Review – Marvel Studio, Disney+ Hotstar

Bongconnection Original Published
3 Min Read


 Hawkeye Review – Marvel Studio, Disney+ Hotstar

Hawkeye Review - Marvel Studio, Disney+ Hotstar
Loading...

Hawkeye Review

Loading...


ডিসনি প্লাস এ হক আই সিরিজ নিয়ে কিছু কথা:
সিরিজটা দুর্দান্ত হওয়া সত্বেও সেরকম বিখ্যাত হলোনা। Avengers এর অন্যতম এক
সুপারহিরোর স্ট্যান্ড অ্যালোন সিরিজ নিয়ে যথেষ্ট উন্মাদনা থাকলেও, চতুর্থ
এপিসোড আসার পরেও কিছু মীমস বাদ দিয়ে কোনো গ্রুপে তেমন আলোচনা দেখলাম না। এর
কারণ নিয়ে কিছু পয়েন্ট তুলে ধরছি, পুরোটাই ব্যক্তিগত মতামত। সুস্থির আলোচনা
এবং প্রতি আলোচনা কাম্য।:
1. উন্মাদনা থিতিয়ে যাওয়ার প্রধান কারণ স্পাইডারম্যান নো ওয়ে হোম। সিনেমাটা
মুক্তির আগে এতটাই হাইপ তুলে দিয়েছে যে মার্ভেল হোক কিংবা নন মার্ভেল ফ্যান,
সবার শয়নে স্বপনে এখন একটাই সিনেমা বিরাজ করছে।
2. সিরিজে নতুন মুখ। হাইলি স্টেইনফেল্ড বাদ দিয়ে নতুন চরিত্র গুলোতে ভেরা
ফার্মিগা ও অন্যান্য যে অভিনেতা অভিনেত্রীদের আনা হয়েছে, তাদের আগে MCU তে
দেখা যায়নি, তাদের অরিজিন স্টোরি ও সেভাবে জানা নেই। ফলতঃ ইমোশনাল কনেকশন না
হওয়ার দরুন ফ্যানদের উৎসাহ কমেছে। এই সমস্যা মার্ভেল এর আগের সিরিজ গুলোর
ছিলনা।

IMDb Rating – 8.2/10
3. শুরু থেকে স্লো বিল্ড আপ। ধীরগতির বলতে চাইনা, কিন্তু চিত্রনাট্য ভীষণ সংলাপ
নির্ভর।


4. দুর্দান্ত কিছু অভিনয় সমৃদ্ধ মুহূর্ত ছাড়া ছটা এপিসোডের সিরিজে তৃতীয়
এপিসোড অবধিও কোনো চমক নেই। এই কারণেও অনেকেই উৎসাহ হারাচ্ছে।
5. হক আইয়ের কোনো সুপার পাওয়ার কিংবা সুদৃশ্য গ্যাজেট নেই, ফলতঃ তাকে পর্দায়
এনে আর দশটা স্পাই থ্রিলার এর থেকে আলাদা করে উপস্থাপনা করাটা মোটেই সহজ হচ্ছে
না।
6. এই সিরিজটি হক আই কমিকস প্রায় পুরোটাই ফলো করছে, এটাও একটা কারণ যে দর্শক
জানে যে কিসের পর কি হতে চলেছে।
উপসংহার: ব্যক্তিগত ভাবে সিরিজটি আমার ভালো লেগেছে। জেরেমি রেনার এর দুর্দান্ত
নিচু তারে বাঁধা অভিনয় সারাজীবন মনে রাখব। বিশেষ করে যে জায়গায় তার কানের
মেশিন খারাপ হয়ে যায় এবং তার ছেলে তাকে ফোন করে ক্রিসমাসে বাড়িতে আসতে পারবে
কিনা জিজ্ঞাসা করে। কান খারাপ হয়ে যাওয়া এক সুপারহিরোর অসহায় অবস্থা ভীষণ
ভালো ভাবে ফুটিয়ে তুলছেন। অনবদ্য অভিনয়। কোনো সুপার পাওয়ার কিংবা সুদৃশ্য
গ্যাজেট না থাকার দরুন হক আই অনেক বেশি মাটির কাছাকাছি। কোনও উদ্ভট কস্টিউম বা
মুখোশ না পরে, হওয়াতে না উড়েও যেভাবে নিজের সুপারহিরো সত্তা‌ দর্শককে বিশ্বাস
করিয়ে গেলেন, এবং এত বড়ো একজন Avengers এর মেম্বার হওয়া সত্বেও সামান্য
ক্রিসমাসে নিজের পরিবারের কাছে না ফেরার আকুতি যেভাবে ফুটিয়ে তুললেন, এক কথায়
অনবদ্য।
ব্যক্তিগত ভাবে মনে করি মার্ভেল এই সিরিজটি নিয়ে নিজের কমফোর্ট জোনের বাইরে
খেলেছে। নইলে তৃতীয় এপিসোডের অনেক আগেই কিংপিন কিংবা অন্যান্য ফ্যান ফেভারিট
চরিত্র গুলোকে এনে অনেকটাই চমক দিতে পারতো। বাকি দুটি এপিসোডের অপেক্ষায়
রইলাম।

Share This Article