Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Review – হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী

Bongconnection Original Published
3 Min Read


 Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Review – হবু চন্দ্র রাজা গবু
চন্দ্র মন্ত্রী

Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Review - হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী
Loading...

Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Review

By – Anupam Maiti
সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের পর এরম মেটাফোর ওয়ালা সিনেমা বাংলায় কটা
হয়েছে? অনীক দত্ত ব্যাতীত উল্লেখযোগ্য কিছু আছে? এক কাল্পনিক ও ঐতিহাসিক রাজা
ও তার রাজ্যের মোড়কে বাস্তবের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অনেক পরিস্থিতি তুলে
ধরেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় (Aniket Chatterjee)। কেমন হলো, আসুন বলছি:


পারফরম্যান্স: শাশ্বত চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায় রাজা হবু চন্দ্র
এবং রাণী কুসুমকলি হিসেবে খুব ভালো কাজ করেছেন। শুভাশীষ মুখোাধ্যায়কে আমরা
মূলত হাসির চরিত্রেই দেখে এসেছি, কিন্তু এখানে মন্ত্রীর চরিত্রে উনি সারপ্রাইজ
দিলেন এবং মন জয় করে নিলেন। কিন্তু এই সিনেমার আসল নক্ষত্র অবশ্যই খরাজ
মুখোপাধ্যায়। হবুচন্দ্র মন্ত্রী হিসেবে উনি অনবদ্য অসাধারন অসামান্য। ওনার
কাজের নৈপুণ্য কথায় বোঝানো যাবেনা। কমিক টাইমিং বা ক্রুঢ়তা উনি যেভাবে
ফুটিয়ে তুলেছেন সেটা বাংলা বলে নয় যেকোনো জায়গায় বিরল। বরুণ চন্দ একটি
বিশেষ চরিত্রে আছেন এবং নিজের কাজটি একদম ঠিকঠাক করে গেলেন।
সংলাপ: হীরক রাজার দেশের মত এখানেও ছন্দ মিলিয়ে সংলাপ রয়েছে! এবং ভীষণ
বুদ্ধিদীপ্ত! অনীক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ কিম্বা আশ্চর্য প্রদীপ এর কথা
মনে পড়ে গেল।
Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Review - হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী

হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী সিনেমা রিভিউ 

চিত্রনাট্য ও পরিচালনা: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর কাহিনী থেকে
অনুপ্রাণিত হয়ে অনিকেত চট্টোপাধ্যায় একটা মজাদার কিন্তু বেশ ভাবিয়ে তোলার মত
সিনেমা বানিয়েছেন। PIXAR ANIMATION STUDIOS এর সিনেমার সঙ্গে যারা
পরিচিত তারা জানেন ওরা ছোটদের জন্য সিনেমা বানালেও তার পেছনে থাকে একটা
অ্যাডাল্ট থিম। এটাও বেশ সেরকম। শোষণ, দুর্নীতি, বিচার ব্যবস্থায় স্কেপ গোট
বানানো, সংবাদ মাধ্যমের আই ওয়াশ,উগ্র জাতীয়তাবাদ এই সমস্ত কিছু এখানে রূপকের
মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে।
গান: না, খুব মনে থাকার মত গান হয়তো এখানে নেই। কবির সুমন এর সঙ্গীত এই
সিনেমার কাহিনীর সহিত ওতপ্রোত ভাবে জড়িয়ে। তাই সিনেমা দেখার সময় গানগুলি
খুবই উপভোগ্য।


টেকনিক্যাল অ্যাসপেক্ট: স্পেশাল ইফেক্ট নাকি সেট বানানো হয়েছে জানিনা, কিন্তু
সিনেমার প্রোডাকশন ভ্যালু, দৃশ্যায়ন খুব ভালো লাগে। স্যাভি র আবহ সঙ্গীত ও খুব
ভাল লাগলো।
এই সিনেমাটি সিনেমা হল এ আসা উচিত ছিল। কিন্তু যাইহোক, সিনেমাটা জলসা মুভিজ এবং
জলসা মুভিজ HD তে এসে গেছে। আজ একটা শো ছিল, এখন রোজ একটা করে হবে। হ্যাঁ জানি
এখন সবাই ঘোরাঘুরি তে ব্যস্ত। তবে যদি সময় পান সিনেমাটা অবশ্যই দেখবেন।
সিনেমাতে মেনশন করার মতো খারাপ বিশেষ কিছু লাগেনি। আশা করি আপনাদের ও সিনেমাটা
খুব ভালো লাগবে।
আরো পড়ুন,



Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.