মেয়েদের গল্প – সব গল্প মেয়েদের – Meyeder Jonno Golpo – Choto Golpo

sudiproy877
2 Min Read

ছোটবেলা থেকেই অধিকাংশ মেয়েদের সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ঢুকে যেতে হয়। বাড়ির ছেলেটা রাত করে বাড়ি ফিরতে পারলেও, বাড়ির মেয়েটাকে আলো নিভে আসার আগেই বাড়ি ফিরতে হয়। বহু কাকুতি মিনতি করার পরেও একটা রাত বন্ধুদের বাড়িতে সব বন্ধুরা মিলে হৈ হুল্লোড় করে কাটানোর অনুমতি পায় না অনেক মেয়েই। পুজোয় সারারাত ঠাকুর দেখতে পায় না, বন্ধুদের সাথে কিছুদিনের জন্য পাহাড়ে সমুদ্রে ঘুরতে যেতে পারে না, ঘুরতে যাওয়ার জন্য পরিবারের মানুষেরা কবে প্ল্যান করবে তার অপেক্ষায় বসে থাকতে হয়, ছেলেদের মতো হৈ হৈ করে নাইট শো দেখে বাড়ি ফিরতে পারে না। বন্ধুরা মিলে শহরের মধ্যেই কোথাও দেখা করে একটা দিন কাটানোর প্ল্যান হলে সেখানেও জবাবদিহি করতে হয় ‘কতজন মেয়ে যাবে?’, ‘ছেলেরাও আসবে?’, ‘বিয়ের পর ঘুরিস নিজের বরের সাথে, এখন অতো উড়তে হবে না’

মেয়েদের গল্প

এমতাবস্থায় অধিকাংশ মেয়েরাই ভাবে ‘কবে স্বাবলম্বী হবো!? কবে নিজের জীবনটা নিজের মতো করে, নিজের শর্তে বাঁচতে পারবো!? কবে সেই ছোট্ট বয়স থেকে নিজের উপেক্ষিত ডানা জোড়া মেলে দাঁড়িয়ে থাকতে পারবো সেই সমস্ত জায়গায় যে’খানে যে’খানে দাঁড়িয়ে থাকতে মন চায়!?’

মেয়েদের কষ্টের গল্প

আজ না হোক কাল ওরা ডানা মেলবেই। সারারাত ঠাকুর দেখবে, বন্ধুর বাড়িতে সারারাত আড্ডা দেবে, নাইট শো দেখবে, পাহাড় যেতে ইচ্ছে করলে দার্জিলিং মেলের একটা টিকিট কেটে একলাই পৌঁছে যাবে মেঘকুয়াশার দেশে। পাহাড়ের বুকে দু’হাত মেলে, চোখ দুটো বন্ধ করে, প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। নেবেই। কেউ আটকাতে পারবে না।

বড়দের রোমান্টিক গল্প

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.