Sourav Ganguly Biopic: আয়ুষ্মান ই হচ্ছেন সৌরভ! দাদার বায়োপিক বানাবেন বলিউডের এই বিখ্যাত পরিচালক

Priyankush Maity
2 Min Read

ক্রিকেটের দাদা তথা কলকাতার মহারাজের জীবনের বর্নময় অধ্যায় এবার আসতে চলেছে বড় পর্দায়।
এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দেখেছে গোটা দেশ।
এবারে সেই পথেই ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক অভিনয় করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)।

Sourav Ganguly Biopic Director


গত কয়েক বছর থেকেই মহারাজের বায়োপিক নিয়ে বিভিন্ন সময়ে নানা আপডেট উঠে এসেছে। শোনা গিয়েছে এই চরিত্রে অভিনয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন রণবীর কাপুর থেকে কার্তিক আরিয়ান অনেকেই।
কিন্তু অবশেষে প্রযোজনা সংস্থার তরফ থেকে ফাইনাল হয়েছে আয়ুষ্মান খুরানার নাম।
বিদেশের মাটিতে টেস্ট জয় হোক কিংবা লর্ডসের মাঠে খালি গায়ে ক্রিকেট জার্সি ওড়ানোর মুহূর্ত, সবই থাকতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ।
তবে, ছবির পরিচালনা কে করবেন সেটা নিয়ে একটা প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খাচ্ছিলো। অবশেষে সেই উত্তর ও প্রকাশ্যে । সূত্রের খবর ছবিটি পরিচালনা করবেন হিন্দি ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতয়ানে (Vikramaditya Motwane)।
যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশীর’ মতো সুপারহিরো ছবি দর্শকদের উপহার দিয়েছেন।
প্রযোজক লাভ রঞ্জন ও অঙ্কু গর্গ জানিয়েছেন এটা তাদের স্বপ্নের প্রজেক্ট ।
ভারতের বাঁহাতি ওপেনার হয়ে শতক হোক কিংবা বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে বসে বিতর্ক সবই থাকতে চলেছে দাদার বায়োপিকে।

Sourav Ganguly Biopic Movie Cast


চলতি বছরের এপ্রিল – মে মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং ।
ইতিমধ্যেই আয়ুষ্মান খুরানা ব্যাট হাতে ক্রিকেট প্র্যাকটিস শুরু করেছেন বলে জানা গেছে।
ছবিতে আর কে কে অভিনয় করবেন সেই বিষয় এ জানা না গেলেও ধোনির বায়োপিকে র মতোই যে আরো একটি ব্লকবাস্টার ছবি আসতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য ।

সচিন কন্যা সারা তেন্ডুলকরের জন্যই কি জাহ্নবী কাপুরের প্রেম ভাঙ্গনের পথে?

ফেব্রয়ারিতেই বিয়ের পিঁড়িতে বিজয় – রশ্মিকা! প্রকাশ্যে এনগেজমেন্ট ডেট

(সবার আগে সব খবর, সব আপডেট পেতে ফলো করুন আমাদের Google News এবং Whats App Channel)

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.