প্রতিশোধের গল্প – ভালোবাসার প্রতিশোধ গল্প – Protishodher Golpo

sudiproy877
7 Min Read

প্রতিশোধের গল্প

রিমির থেকে ফোনটা চেয়ে ভাবির নাম্বারে ফোন দেই।
কিন্তু ফোন রিসিব করলো ভাইয়া।।
ভাইয়ার কন্ঠ সুনে সাথে সাথে কেটে দেই,,,
— কি হলো,,রিসিভ করে নাই?(রিমি)
— করছে,,কিন্তু ভাইয়া।(আমি মন খারাপ করে)
— অহ আচ্ছা তাহলে আমাকে দেও?(রিমি মোবাইল টা নিয়ে আবার ফোন দিল)
আবার ও ভাইয়া দরেছে।

আগের পর্ব পড়ুন,>>

— হেলো আসসালামু আলাইকুম?(রিমি)
— অলাইকুম আসসালাম আপনি কে?(ভাইয়া)
— আমি রিমি,,,আশা কই,,আমি আশার ফ্রেন্ড। (ভাবির নাম টা রিমিকে বলছিলাম)
— অহ আচ্ছা একটু অপেক্ষা করুন আমি দিচ্ছি।(ভাইয়া)
(কপিবাজদের মুখোশ সবার সামনে খুলে দিন)
(গল্প নিয়ে মতবাদ থাকলে ইনবক্স করবেন)
(যারা গল্প পড়তে ভালোবাসেন ফ্রেন্ড হতে পারেন)
— হ্যালো আসসালামু আলাইকুম,,(ভাবির কন্ঠ পেয়ে আমার কাছে রিমি ফোন টা দিল)

IMG 20231030 132032 1
Loading...

প্রতিশোধের গল্প

— কেমন আছো ভাবি?(মুহুর্তেই চোখ থেকে পানি বেরিয়ে আসলো)
— আসিফ,,,তুমি কোথায় এখন?তোমার মোবাইল বন্ধ কেন?কি হয়েছে?(ভাবির কন্ঠ জরিয়ে যাচ্ছে।মনে হয় কান্না করে দিবে)
— ভাবি,, কাল আমি এক্সিডেন্ট করি পা টা ভেংগে যায়।সাথে আমার মোবাইলটা ভেংগে যায়।।তাই কথা বলতে পারিনি?(আমি)
— কি বলো এইসব কিভাবে?এখন তুমি কই?(ভাবি)
— ভাবি আমি এখন একজন আশ্রয়কারীনির বাসায় আছি।যিনি আমার এমন বিপদে পাশে এসে দাড়িয়েছে।অনেক ভালো ওরা,,,ওনার মেয়ের ফোন দিয়ে কথা বলছি।(আমি)
–আমাকে একটা বিকাশ নাম্বার দেও আমি টাকা পাঠাচ্ছি।(ভাবি)
— আচ্ছা ভাবি যখন লাগবে জানাবো।বাসার অবস্থা কেমন?(খুব জানতে ইচ্ছে করছে।আগের মতই হাসি খুশিতে আছে নাকি আমার আসার সাথে সব চলে গেছে)
— ভালো,না।আম্মু,,আব্বুর মন খারাপ।।কাল রাতে কেউ খাবার খায় নি।তবে মিথিলা আর সুমির জামাই কেমন হাসি খুশি।তাদের মতি গতি সুবিধার মনে হচ্ছে না।(ভাবি)
— আমি ত দুলাভাইকে ভিডিও টা দেখিয়ে ভয় দেখাইছি যেন না মিশে?তবুও ওরা নিজেদের ভুল গুলা বুজতে পারছে না।।(খুব রাগ হচ্ছে মনে হচ্ছে ভিডিও টা নিয়ে বাসায় যাই সবাইকে দেখিয়ে দেই)কিন্তু এখন চাইলেও সম্ভব না ভিডিও টা হারিয়ে গেছে)
— ভয়ের কোনো চিহ্ন দেখছি না।তোমার ভাইয়াকে রাতে বলছিলাম।তোমাকে এমন শাস্তি না দিলেও পারতো।সে বলে,,আমার এর দরদ কেন?আমার কি তোমার সাথে সম্পর্ক আছে নাকি।।(ভাবি কান্না সুরে বললো)
— কেদো না ভাবি,,,আমি তোমার ভালোবাসা বুজি কেউ বা বুজক।।আর এই সব নিয়ে বাসায় কাউকে কিছু বইল না।।তবে ওদের আটকানো দরকার।।(আমি)

শারীরিক প্রেমের গল্প

— কিভাবে?(ভাবি)
— তুমি,,দুলাভাইকে,,,বলবা। আসিফ যে ভিডিওটা যাবার সময় আমাকে দিয়ে গেছে।বলেছে আর যদি মিথিলার সাথে মিশতে দেখি বাসার সবাইকে দেখাতে?(আমি ভাবিকে বলতে বললাম)

প্রতিশোধ থেকে ভালোবাসা গল্পের লিংক

— আচ্ছা,,,আশাকেও বলবো?(ভাবি)
— হুম খুব গোপনে দেখো ওরা ভালো হয় কিনা?(আমি)
— আসিফ তুমি ওদের জন্য কেন এমন করছো।যারা তোমাকে মিথ্যা অপবাদে বাসা থেকে বের করিয়ে দিলো। এখন প্রমান টাও হারিয়ে ফেলেছো।তুমি কি আর ফিরবে না।(ভাবি কান্না সুরে)
— ফিরবো ভাবি,,তবে যেদিন সবাই তাদের ভুল বুজতে পারবে? (চোখ বেয়ে পানি পরছে।)
— তোমার ভাইয়া আসছে।রাতে ফ্রি হলে ফোন দিব?(ভাবি ফোন টা রেখে দিল)
— আসিফ,,আপনি কি মানুষ?(রিমির চোখের কোনেও পানি)
— কেন?(চোখ মুছে)


এক বেশ্যার গল্প


— যে আপনাকে,বাসা ছাড়া করলো।।মিথ্যা অপবাদ দিল।।তাদের জন্য এত ভাবছেন।।মনে রাখবেন এই দুনিয়ায় কেউ কারো জন্য অতটা ত্যাগ শিখার করে না।।(রিমি)
— তাহলে আপনারা কেন করছেন/?আপনারা ত চাইলে আমাকে কিছু টাকা ধরিয়ে চলে আসতে পারতেন। কিন্তু আমার ভালোর জন্য বাসাত নিয়ে আসলেন,,,ত্যাগ শিখার করছেন?(আমি)
— আপনি আমাদের উপকার করছেন ধরে নিতে পারেন তাই আমরা আপনার উপকার করছি।।কিন্তু মিথিলা আর দুলাভাই ত আপনার সম্মান ডুবিয়ে বাসা থেকে বের করে দিল?(রিমির কথা যুক্তিযুক্ত)
— মিথিলা আমার,,চাচাতো বোন জাকে আমি ভালোবাসতাম।।তার সম্মান কি করে নষ্ট করি বলুন ত।মিথিলা হয়ত একটা ভুল করছে।আমি তার ভুল গুলোর সংশোধনের কারন হতে চাচ্ছি।।সে জেন বুজতে পারে,,কাকে সে অপমান করতো।সে আজ তার সম্মান বাচানোর জন্য।মুখ বুজে সব সহ্য করে গেল।।।(আমি)
— আপনি এখনো মিথিলাকে ভালোবাসেন? (রিমি)
— জানি না,তবে আমি চাই মিথিলা তার ভুল বুজতে পারুক।সম্মান নিয়ে বেচে থাকুক।।(আমি)
— অহ,,,বুজছি,,,হয়তো এখনো ভালোবাসেন?(রিমি)
রিমি হয়তো বলতে চাচ্ছে আমি যা করছ সব কিছু ভুল করছ।।রিমি চলে যায়।আমি রিমির কাছ থেকে গল্পের বই চেয়ে নেই।সময় কাটানোর জন্য।গল্প পড়তে আমার অনেক ভালোলাগে।ঠিক আপনাদের মতই।
(কপিবাজ ভাইয়েরা নিজেরা গল্প লিখতে চেস্টা করুন দেখবেন অনেক ভালো লিখতে পারছেন)
(খারাপ লাগে যখন এত কষ্ট করে গল্প লিখে অন্যজন নিজের নামে পোস্ট করে।রেস্পন্স বেশি পায়)
গল্প পড়ছি,,এমন সময় আন্টি রুমে আসলো তার ছেলেকে নিয়ে।।বয়স বেশি হবে না ৫ বছর হবে হয়তো।
— খাবার খেয়েছো আসিফ?(আন্টি)
— জ্বি আন্টি?রিমি এনেছিল।(আমি)
— আচ্ছা,,, টিভি ছেড়ে দিবো?(আন্টি)
— না আন্টি আমি বই পড়ছিলাম।।বই পড়তে আমার খুব ভালো লাগে।।ভাইয়া,,এদিকে আসো।।বসো ভাইয়ার সাথে।।(রিমির ভাইকে ডাকলাম)

তিক্ত প্রতিশোধ গল্প


— না,,পায়ে ব্যাথা দিবে?অনেক দুস্টু আগে পা ভালো হওক তার পর খেলা করবে?(আন্টি)
— না আন্টি সমস্যা নাই।।।(ছেলেটাকে আমার পাশে বসিয়ে আদর করছি)
— তুমি কি লেখাপড়া করো?(আন্টি)
— জ্বি আন্টি সবে মাত্র কলেজে উঠেছি?আর মনে হয় লেখাপড়া টা করতে পারবো না।।(মন খারাপ করে বললাম)
— মন খারাপ কর না একটা ব্যবস্থা হবে?আমাদের রিমিও কিন্তু এইবার কলেজে উঠেছে।(আন্টি)
অহ তার মানে সমবয়সী ঈ।।ভালোই হলো,,সময়টা পড়ালেখা করে চালিয়ে দিব।।।
— আচ্ছা তুমি রেস্ট নেও।।পরে এসে দেখে যাবো।।(আন্টি তার ছেলেকে নিয়ে চলে গেলো)
আমি বসে টিভি দেখছি।এমন সময় রিমি কি কি নিয়ে যেন আমার থাকার রুমে আসলো।।হাতে কত গুলো সপিং?
— এই গুলো আপনার দেখেন পছন্দ হয়েছে কিনা।আমার পছন্দ আশা করি ভালো লাগবে?আর এটা আপনার নতুন মোবাইল।।(রিমি)

বাসর রাতের গল্প রোমান্টিক

— এই গুলার কি দরকার ছিল বলেন,,শুধু শুধু টাকা খরচ করলেন?(আমি কি তাদের বেশি জ্বালিয়ে দিচ্ছি)
— তাই নাকি,,এক কাপড়ে থাকতে পারবেন।।আর সারাদিন রুমে বসে সময় কাটাবেন কি করে সুনি।।(রিমি)
— এই ধরুন এই ৫০০০ টাকা আছে,,,।বাকিটা ভাবিকে বলে নিয়ে দিয়ে দিব।(আসলে বিষয়টা নিজের কাছেই খারাপ লাগছিল।)
— কি বললেন? আরেকবার বলুন আপনার অই পা টাও ভেংগে দেই।ভালোবাসার দাম কি টাকায় দেওয়া যায়?(রিমি রেগে)
— না,,,আসলে আমার লজ্জা লাগছে।আপনাদের বাসায় আছি।আপনারাই আবার আমার জন্য এত কিছু।।(আমি)
— লজ্জা থাকা ভালো,,,।পছন্দ হইছে?(রিমির পছন্দ ত অনেক ভালো।সব গুলো কাপড় ই ভালো লাগছে)
— আপনার পছন্দ অনেক ভালো।।আর ধন্যবাদ।(আমি)
— কেন?(রিমি)
— এই গুলো ভিষন প্রয়োজন ছিল?(আমি)
— অই সময় ত,,,।এগুলোর কি দরকার ছিল বললেন।।(রিমি মুখ ভেংচি দিয়ে)
মোবাইল্টাও দেখছি খুব দামী রেডমি ৭।সাথে রিমির রেজিস্টার করা নতুন সিম।আর বাসায় ত ওয়াইফাই আছেই।
চলবে,,,

লেখক : আসিফ (ঢাকা, বাংলাদেশ)

এটিও পড়ুন, সুন্দর একটি মিষ্টি প্রেমের গল্প 

Bengali 18+ Story – বড়দের গল্প

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.