সিকিম : প্রবল তুষারপাত শুরু হয়েছে সিকিমের (Sikkim) বিভিন্ন জায়গায় ৷ এরফলে আবারও শিরোনামে উঠে এল সিকিম পর্যায়। বুধবার অর্থাৎ আজ সকাল থেকেই সিকিম-সহ কালিম্পং ও দার্জিলিংয়ের একাধিক জায়গায় প্রবল তুষারপাত ও বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও শুরু হয় ৷ সিকিমে ঘুরতে গিয়ে মহাবিপাকে পড়লো শত শত পর্যটকরা। কয়েক মাস আগে ঘটে যাওয়া হরপা বানের স্মৃতি এখনো মানুষকে ভয়ে তাড়া করে বেড়ায়। সেই স্মৃতি খুব সহজে ভুলতে পারবে না কেউ। এই আচমকা আসা হরপা বানের কারণে বহু মানুষের মৃত্যু হয়।
Sikkim Snowfall News Today
তবে এই স্মৃতির মাঝেই আবার সকলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো এই সিকিম। তবে এবার কোনও বান নয় এবার আচমকা হওয়া তুষারপাতের কারণে চরম বিপাকে পড়লেন সিকিমে থাকা সাধারণ পর্যটকরা। আটকে পড়েছিলেন 500 পর্যটক। এই খবর পেয়েই শেষমেষ তাঁদের উদ্ধার করতে আসলেন ভারতীয় সেনা।
Sikkim Snowfall News
খবর অনুযায়ী, বুধবার পূর্ব সিকিমের নাথুলায় হঠাৎ ভারী তুষারপাতের হয় আর এই কারণে 500 পর্যটক সহ প্রায় 175টি গাড়ি আটকে পড়ে সেখানে। যদিও ভারতীয় সেনার (Indian Army) ত্রিশক্তি কর্পসের সেনা সদস্যরা জিরো তাপমাত্রার উপেক্ষা করে আটকে পড়া পর্যটকদের উদ্ধার ও ত্রাণ সরবরাহ করতে ছুটে যায় সেই পর্যটকদের কাছে। পর্যটকদের নিরাপদে পৌঁছাতে সহায়তা করার জন্য তাৎক্ষণিক বিশেষ মেডিক্যাল টিমেরও ব্যবস্থা করা হয় ৷ পর্যটকদের জন্য গরম পোশাক থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও করা হয় এবং সেখানে ছিল প্রাথমিক চিকিৎসা বন্দোবস্তও।
আরো পড়ুন,
দ্বিতীয়বার বাবা হলেন বিরাট, ছেলের নাম রাখলেন অকায়