Ram Mandir: ১১ দিনে ১১ কোটি টাকার দান অযোধ্যার রাম মন্দিরে, ভাঙলো সব রেকর্ড

sudiproy877
2 Min Read

অযোধ্যার রামমন্দিরে উপচে পড়া ভিড়, 2 সপ্তাহে 25 লক্ষ ভক্ত এবং দান ছাড়িয়ে গিয়েছে প্রায় 11 কোটি টাকা।এই মন্দিরের ভিতর রামলালাকে এক বার দর্শন করার জন্য ভিড় জমিয়েছেন ভক্তরা। আবার বহু ভক্তরা রামলালার জন্য উপচে পড়ছে উপহার ও দানসামগ্রী। এই রামমন্দির ট্রাস্টের অফিস ইনচার্জ প্রকাশ গুপ্ত জানিয়েছেন, মন্দিরের যেখানে রামের মূর্তি রয়েছে, তার সামনে ‘দর্শন পথ’-এর কাছে চারটি বড় বড় দানবাক্স রাখা হয়েছে, যাতে ভক্তরা দান করেন।

রাম মন্দির অযোধ্যা

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে বছরের শুরু থেকেই দেশ জুড়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। বহু অপেক্ষার পর 22 January শেষমেশ রামমন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলে যায়। মন্দিরের ভিতর রামলালাকে এক বার চোখে দেখতে ভিড় জমিয়েছেন ভক্তরা। সঙ্গে অনেক ভক্তরা রামলালার জন্য নিয়ে এসেছে অনেক অনেক উপহার ও দানসামগ্রী। অবস্থা এমন হয় যে 23 তারিখ ভিড়ের চাপে কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে হয় মন্দির। তার পর অবশ্য তা আবার খুলে দেওয়া হয়। 22 তারিখ রামলালার প্রাণপ্রতিষ্ঠানের পর থেকে এখনও পর্যন্ত প্রায় 25 লক্ষ রামভক্ত মন্দির পরিদর্শন করেছেন বলে জানিয়েছে রামমন্দির তীর্থক্ষেত্রের ট্রাস্ট। আর রামলালার পাওয়া দানের টাকার অঙ্ক শুনলেও আপনিও অবাক হবেন। 11 দিনে চেক, অনলাইন এবং দানবাক্স মিলিয়ে মোট 11 কোটি টাকারও বেশি দান করেছে ভক্তরা।

শুধু এই নয় রয়েছে 10টি কম্পিউটারাইজড কাউন্টার, যেখানে অনুদান দেওয়া যায়। ডোনেশন কাউন্টারে মন্দির ট্রাস্টের নিযুক্ত কর্মচারীরা রয়েছেন, যাঁরা প্রতি দিন সন্ধ্যায় কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার পর ট্রাস্ট অফিসে প্রাপ্ত অনুদানের হিসাব করে তা জমা দেন। 14জন কর্মীর একটি দল রয়েছে রামমন্দিরে। এঁদের মধ্যে 11 জন ব্যাঙ্কের কর্মচারী এবং বাকি তিন জন মন্দির ট্রাস্টের কর্মী রয়েছে। তাঁরা সকলে মিলে চারটি দানবাক্স এবং কম্পিউটারাইজড কাউন্টারে জমা পড়া ‘দান’ গণনা করে এবং অনুদানের টাকা জমা করা থেকে গণনা করা সব কিছুই সিসিটিভি ক্যামেরার নজরদারিতে হয়। দানবাক্স এবং কাউন্টার এই দুটি মিলিয়ে জমা পড়া টাকার পরিমাণ 8 কোটি ছুঁয়েছে। অর্থাৎ 11দিনে রামের জন্য ভক্তদের দেওয়া অনুদানের পরিমাণ 11 কোটি টাকায় ছাড়িয়ে গিয়েছে। আবার আশা করা হচ্ছে আগামী দিনে ভক্তের সংখ্যা এবং দানের অঙ্কে রামমন্দির ‘রেকর্ড’ করবে বলছেন ট্রাস্টের সদস্যরা।

আরো পড়ুন,

Madhyamik Exam: প্রথম দিনেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগ, চিন্তায় পড়ুয়ারা

Share This Article

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.