Rashid Khan Death: সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রাশিদ খান

Priyankush Maity
2 Min Read

মাত্র ৫৫ বছর বয়সেই লোকান্তরে চলে গেলেন প্রবাদপ্রতিম, শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খান।

“আওগে জাব তুম ও সাজনা
আঙ্গনা ফুল খিলেগে”

আজ মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসাপাতালে বিকেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন। গত নভেম্বরের মাস থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় তাঁকে। আজ বিকেল ৩.৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

Ustad Rashid Khan Death News

২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশীদ খান।
তার প্রয়াণে শোকাতুর দেশের সঙ্গীত মহল । দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তার প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন। বাংলা হোক কিংবা হিন্দি সকল ভাষাতেই তার সঙ্গীত ছিলো সমানভাবে জনপ্রিয়। সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় সামাজিক মাধ্যমে লিখেছেন –

কতটুকই বা শুনলাম, কতটুক ই বা বুঝলাম…?
তার আগেই এই যে চলে যাওয়া, এ যাওয়া কিভাবে মানি? কি অসীম শুন্যতা নিয়ে এখন শুনতে হবে….
“Sawan aaye,tum na aaye.
Tum bin tarse,mora jiyaan..
Sajna…
Barse hai kyun ankhiyaan..”💔

Rashid Khan Singer Death

Loading...

অরিজিৎ সিং লিখেছেন …..

উস্তাদ রশীদ খাঁন, আমাদের সৌভাগ্য আপনার সময়ে আমরা পৃথিবীতে ছিলাম…আশীর্বাদ করবেন আমাদের…💙
অনন্তের পথে যাত্রা শান্তির হোক💔

অমিতাভ বচ্চন থেকে শাহীদ কাপুর সকলেই তার গানের ভক্ত । বছর কয়েক আগে, শাহীদ কাপুর অভিনীত ‘ জব উই মিট’ ছবিতে তার গাওয়া গান আওগে যাব তুম আজও সঙ্গীত প্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয় ।

তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। উনি ভালো থাকুন আনন্দলোকে।
ভালো থাকুন সুরলোকে।

আরো পড়ুন,

ফেব্রয়ারিতেই বিয়ের পিঁড়িতে বিজয় – রশ্মিকা! প্রকাশ্যে এনগেজমেন্ট ডেট

বক্স অফিস কাপাবে দেব এর আপকামিং এই সিনেমাগুলো

Share This Article