India Vs Afghanistan 2nd T20: যশস্বী – শিবম যৌথ ঝড়ে উড়ে গেলো আফগানরা, সহজ জয় ভারতের

Priyankush Maity
3 Min Read

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জেতার রথ যেন থামতেই চাইছে না। গত ম্যাচে মোহালিতে 6 উইকেটে জয়ের পর আজ ইন্দোরের মাঠে দর্শক ছয় ছক্কার যে ঝোড়ো ব্যাটিং উপভোগ করলো তা দীর্ঘদিন মনে থাকবে সকলের ।

India Vs Afghanistan 2nd T20 Score

Loading...


প্রথমে ব্যাট করতে নেমে আফগান প্লেয়ারদের শুরুটা সেভাবে ভালো না হলেও তাদের সিনিয়র খেলোয়াড় গুলবদিন নইব 35 বলে 57 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আফগানিস্তানকে এক লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেয়। ম্যাচের একটা সময় মনে হচ্ছিলো আফগান রান 150 পৌঁছতে পারবে না । কিন্তু তাদের ইনিংসের শেষ পর্যায়ে করিম জানাত ও মুজিবুর রহমান 172 রানে পৌঁছে আফগানিস্তানকে ।
জবাবে ব্যাট করতে নেমে আজও রোহিত শর্মা শূন্য রানে বোল্ড আউট হয়ে যায় । মোহালির পর আজ আবার রোহিতের শূন্য কিছুটা হতাশ করেছে সবাইকে।
কিন্তু শুরুর ধাক্কা সামলে যশস্বী যেভাবে আজ জ্বলে ওঠে তার সামনে নিরুপায় মনে হচ্ছিলো আফগান বোলারদের ।
যশস্বী ও বিরাট দলে যোগ হতেই মাঠের বাইরে বসতে হয়েছে শুভমন গিলকে।


অনেকেই ভেবেছিলেন দীর্ঘ 14 মাস পর ভারতীয় জার্সিতে টি টোয়েন্টি ম্যাচে নেমে বিরাটের ব্যাট হয়তো জ্বলে ওঠবে।
কিন্তু 16 বলে 29 রানের একটি ইনিংস খেলে আউট হয়ে যায় বিরাট ।
কিন্তু তারপর ই শুরু হয় মাঠে ছয়ের বন্যা । বিরাটের আউট হতেই মাঠে নামে গত ম্যাচের নায়ক শিবম দুবে । আর আজ মাঠে নেমেই গত ম্যাচের মতোই শুরুতেই পাঁচ গিয়ারে ছক্কা একদম সোজা দর্শক আসনে ।
যশস্বী ও শিবমের যৌথ ছয়ের ধাক্কায় ভারতীয় দল 15.4 ওভারে 173 রান করে ম্যাচ জিতে নেয় ।
যশস্বী জসওয়াল 34 বলে 68 ও শিবম দুবে 32 বলে 63 রান আফগান দলের কফিনের শেষ পেরেকটা গেঁথে দেয় ।
ম্যাচের একদম শেষে এসে শিবম ও যশস্বী দুজনেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও তাদের কাজ তারা মাঠেই করে ফিরেছিলেন । বাকিটা ভারতীয় দলের উঠতি তারকা রিংকু সিং নিজের মতো করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ।
আজ ভারতীয় দলের ব্যাটারদের পারফরম্যান্স নিচে দেওয়া হলো ।

রোহিত শর্মা (Rohit Sharma)0 (রান)1 (বল)
যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)6834
বিরাট কোহলি (Virat Kohli)29 16
শিবম দুবে (Shivam Dube)6332
জীতেশ শর্মা (Jitesh Sharma)02
রিঙ্কু সিংহ (Rinku Singh)99

(সবার আগে সব খবর, সব আপডেট পেতে ফলো করুন আমাদের Google News এবং WhatsApp Channel)

আরো পড়ুন,

আম্বানি পরিবারের বিয়ের কার্ড ভাইরাল, তিন দিন চলবে সেলিব্রেশন

Share This Article