India vs Srilanka Highlights: বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, 302 রানে হার শ্রীলঙ্কার | ICC Cricket World Cup

sudiproy877
3 Min Read
India vs Srilanka Highlights: বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, 302 রানে হার শ্রীলঙ্কার | ICC Cricket World Cup

India vs Srilanka Match Update

Cricket বিশ্বকাপের ম্যাচ যেমনটা সবাই আশা করে, ঠিক তেমনটা যেন হলো না । মনে হলো যেন যেন দুর্বল কোন ক্রিকেট দলের ওপর ভারতীয় দলের তাণ্ডব ।
আজ বিশ্বকাপের 33 তম ম্যাচে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ যেন ঠিক সেই কথাই বলে ।
ভারতীয় Batter দের একচ্ছত্র আধিপত্য হোক কিংবা বুমরাহ, শামি ও সিরাজের আগুনে বোলিংয়ের সামনে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো শ্রীলঙ্কার ক্রিকেট দল ।

ICC ODI World Cup 2023

আজ টসে জিতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন Kusal Mendis ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় । শ্রীলঙ্কার শিবিরে হয়তো ধারণা ছিলো যে, মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে পড়ে ব্যাটিং করে জেতা হয়তো সহজ হবে ।
শুরুটা ঠিক সেভাবেই হয়েছিলো । প্রথম ওভারেই ফর্মে থাকা Rohit Sharma কে আউট করে প্রথম ধাক্কাটা দেয় ভারতীয় ক্রিকেট শিবিরে ।
কিন্তু 3 নম্বরে ব্যাট করতে নেমে Virat KohliSubhman Gill এর 189 রানের লম্বা পার্টনারশিপ শ্রীলঙ্কার বোলারদের আত্মবিশ্বাস যেন ভেঙে দেয় ।
শুভমন গিল আউট হওয়ার পরই ক্রিজে নেমে ছয় ছক্কার তাণ্ডব দেখায় শ্রেয়াস আইয়ার ।
বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে তেমন কিছু ছাপ ফেলতে না পারলেও আজ ছয় ছক্কার দাপটে বুজিয়ে দিলেন তিনি নিজের দিনে কতটা ভালো খেলতে পারেন ।
যদিও Surya Kumar Yadav তেমন কিছু ছাপ ফেলতে পারেনি ।

আজ ব্যাট হাতে তেমন ভালো খেলতে পারেনি বিশ্বকাপের প্রায় সব ম্যাচে ফর্মে থাকা K L Rahul
যদিও একটা সময় পরপর উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিলো 300 র গণ্ডি পার হওয়া মুশকিল হবে ভারতীয় দলের ।
কিন্তু 7 নম্বরে ব্যাট করতে এসে Ravindra Jadeja 35 রান করে ভারতীয় দলকে 357 রানের বড় এক স্কোরে পৌঁছে দেন ।

Mohammed Shami

জবাবে শ্রীলঙ্কার ক্রিকেটাররা ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পরে ভারতীয় বোলিংয়ের সামনে ।
শুরুর ওভারেই বুমরাহর আগুনে পেসের সামনে অসহায় ভাবে আউট হয়ে যায় শ্রীলঙ্কার ওপেনার Pathum Nissanka
দ্বিতীয় ওভারে এসে আক্রমন শানায় ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ।
নবম ওভারে এসে শ্রীলঙ্কার দলের কফিনে শেষ পেরেকটি গাঁথার কাজটি করে মহম্মদ শামি(Mohammed Shami)।
অবশেষে 55 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস ।
7 ম্যাচে 14 পয়েন্ট অর্জন করে আবার পয়েন্ট টেবিলে শীর্ষে ভারতীয় দল।
এছাড়াও বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতীয় দল ।
7 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ও কিন্তু অক্ষুণ্ণ ই রইলো ।
19 শে নভেম্বর কি তাহলে রোহিত শর্মা, বিরাট কোহলি দের হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি ? সেই কথা ত সময়ই বলবে । তবে এই মুহূর্তে ভারতীয় দল যে ফর্মে রয়েছে তাতে বিশ্ব জয়ের স্বপ্ন দেখাটা কিন্ত অমূলক নয় ।

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন