India vs Srilanka Match Update
Cricket বিশ্বকাপের ম্যাচ যেমনটা সবাই আশা করে, ঠিক তেমনটা যেন হলো না । মনে হলো যেন যেন দুর্বল কোন ক্রিকেট দলের ওপর ভারতীয় দলের তাণ্ডব ।
আজ বিশ্বকাপের 33 তম ম্যাচে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ যেন ঠিক সেই কথাই বলে ।
ভারতীয় Batter দের একচ্ছত্র আধিপত্য হোক কিংবা বুমরাহ, শামি ও সিরাজের আগুনে বোলিংয়ের সামনে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো শ্রীলঙ্কার ক্রিকেট দল ।
ICC ODI World Cup 2023
আজ টসে জিতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন Kusal Mendis ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় । শ্রীলঙ্কার শিবিরে হয়তো ধারণা ছিলো যে, মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে পড়ে ব্যাটিং করে জেতা হয়তো সহজ হবে ।
শুরুটা ঠিক সেভাবেই হয়েছিলো । প্রথম ওভারেই ফর্মে থাকা Rohit Sharma কে আউট করে প্রথম ধাক্কাটা দেয় ভারতীয় ক্রিকেট শিবিরে ।
কিন্তু 3 নম্বরে ব্যাট করতে নেমে Virat Kohli ও Subhman Gill এর 189 রানের লম্বা পার্টনারশিপ শ্রীলঙ্কার বোলারদের আত্মবিশ্বাস যেন ভেঙে দেয় ।
শুভমন গিল আউট হওয়ার পরই ক্রিজে নেমে ছয় ছক্কার তাণ্ডব দেখায় শ্রেয়াস আইয়ার ।
বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে তেমন কিছু ছাপ ফেলতে না পারলেও আজ ছয় ছক্কার দাপটে বুজিয়ে দিলেন তিনি নিজের দিনে কতটা ভালো খেলতে পারেন ।
যদিও Surya Kumar Yadav তেমন কিছু ছাপ ফেলতে পারেনি ।
আজ ব্যাট হাতে তেমন ভালো খেলতে পারেনি বিশ্বকাপের প্রায় সব ম্যাচে ফর্মে থাকা K L Rahul ।
যদিও একটা সময় পরপর উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিলো 300 র গণ্ডি পার হওয়া মুশকিল হবে ভারতীয় দলের ।
কিন্তু 7 নম্বরে ব্যাট করতে এসে Ravindra Jadeja 35 রান করে ভারতীয় দলকে 357 রানের বড় এক স্কোরে পৌঁছে দেন ।
Mohammed Shami
জবাবে শ্রীলঙ্কার ক্রিকেটাররা ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পরে ভারতীয় বোলিংয়ের সামনে ।
শুরুর ওভারেই বুমরাহর আগুনে পেসের সামনে অসহায় ভাবে আউট হয়ে যায় শ্রীলঙ্কার ওপেনার Pathum Nissanka ।
দ্বিতীয় ওভারে এসে আক্রমন শানায় ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ।
নবম ওভারে এসে শ্রীলঙ্কার দলের কফিনে শেষ পেরেকটি গাঁথার কাজটি করে মহম্মদ শামি(Mohammed Shami)।
অবশেষে 55 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস ।
7 ম্যাচে 14 পয়েন্ট অর্জন করে আবার পয়েন্ট টেবিলে শীর্ষে ভারতীয় দল।
এছাড়াও বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতীয় দল ।
7 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ও কিন্তু অক্ষুণ্ণ ই রইলো ।
19 শে নভেম্বর কি তাহলে রোহিত শর্মা, বিরাট কোহলি দের হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি ? সেই কথা ত সময়ই বলবে । তবে এই মুহূর্তে ভারতীয় দল যে ফর্মে রয়েছে তাতে বিশ্ব জয়ের স্বপ্ন দেখাটা কিন্ত অমূলক নয় ।