Sikkim Flood News Today Updates : সিকিমের ভয়াবহ বন্যার নিউজ – Sikkim Flood
2023
Sikkim Flood News Today
ঠিক এই মুহূর্তে যারা আছেন গ্যাংটক, পেলিং, কালিম্পঙ, লাচেন অথবা লাচুংয়ে,
কিংবা যাদের আজ কাল পরশুর মধ্যে প্ল্যান আছে এই সমস্ত জায়গায় বেড়াতে যাওয়ার
তাদের জন্য এই পোস্ট।
কিংবা যাদের আজ কাল পরশুর মধ্যে প্ল্যান আছে এই সমস্ত জায়গায় বেড়াতে যাওয়ার
তাদের জন্য এই পোস্ট।
ঠিক এই মুহূর্তে ফ্ল্যাশ ফ্লাড এর কারণে ভেসে গ্যাছে NH 10 এর বহুল অংশ।
ক্ষতিগ্রস্ত হয়েছে বহু প্রাণ। এ ছাড়াও গ্যাংটক কে কানেক্ট করা সিংতাম ব্রিজ
ক্ষতিগ্রস্ত, মেলি ড্যাম ক্ষতিগ্রস্ত, চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত। ফলস্বরূপ
স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে গ্যাংটক, কালিম্পঙ, পেলিং, লাচেন, লাচুং এর
সাথে। যারা উপরিউক্ত সেক্টরে আটকে আছেন, তারা রিস্ক নেবেন না। যেখানে আছেন
সেখানেই অপেক্ষা করুন আপাতত কটা দিন বা ড্রাইভারের সাথে অল্টারনেট কোনও নিরাপদ
রুট আছে কিনা খবর নিন। আর যারা এখন ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তারা প্লিজ প্ল্যান
পোস্টপোন করুন।
ক্ষতিগ্রস্ত হয়েছে বহু প্রাণ। এ ছাড়াও গ্যাংটক কে কানেক্ট করা সিংতাম ব্রিজ
ক্ষতিগ্রস্ত, মেলি ড্যাম ক্ষতিগ্রস্ত, চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত। ফলস্বরূপ
স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে গ্যাংটক, কালিম্পঙ, পেলিং, লাচেন, লাচুং এর
সাথে। যারা উপরিউক্ত সেক্টরে আটকে আছেন, তারা রিস্ক নেবেন না। যেখানে আছেন
সেখানেই অপেক্ষা করুন আপাতত কটা দিন বা ড্রাইভারের সাথে অল্টারনেট কোনও নিরাপদ
রুট আছে কিনা খবর নিন। আর যারা এখন ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তারা প্লিজ প্ল্যান
পোস্টপোন করুন।
Sikkim Flood News Today
সিকিমের বন্যা পরিস্থিতি
যাইহোক, এই মুহূর্তের আপডেট অনুযায়ী দার্জিলিংয়ের রাস্তা খোলা এবং নিরাপদ।
সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্ট ও সরকারি আপডেট অনুযায়ী 23 জন সেনা ও শতাধিক
মানুষের কোন খোঁজ নেই ।
মানুষের কোন খোঁজ নেই ।
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বর্তমানে বন্যা পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ । বিশেষত
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন ব্লক । তিস্তা নদীর ভয়াল রূপ
কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ ও তাদের জীবনের তিলে তিলে গড়া ঘরবাড়ি ।
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন ব্লক । তিস্তা নদীর ভয়াল রূপ
কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ ও তাদের জীবনের তিলে তিলে গড়া ঘরবাড়ি ।
আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর
।
।
Also read,