পূজো প্রেমের কবিতা 2023 – Pujo Premer Kobita – Durga puja Kobita

Bongconnection Original Published
3 Min Read

 পূজো প্রেমের কবিতা 2023 – Pujo Premer Kobita – Durga puja Kobita

পূজো প্রেমের কবিতা 2023 - Pujo Premer Kobita - Durga puja Kobita
Loading...


পূজো প্রেমের কবিতা

বাঙালির সবথেকে বড় উৎসব হলো দূর্গাপূজা । আর
Durga puja
মানেই অষ্টমীর সকালে নতুন শাড়ি আর পাঞ্জাবী পরে প্যান্ডলে গিয়ে অঞ্জলি দেওয়ার সময়
প্রেমে পড়া । এ যেন যুগ যুগ ধরে হয়ে আসছে। 
এই বিশেষ অনুভূতিকে নিয়ে আমরা আপনার জন্য তৈরি করেছি পূজো প্রেমের সেরা কিছু
কবিতা । এখন আর চিঠির যুগ নেই, সবটাই ডিজিটাল । তাই অনলাইনে চাইলে প্রিয়জনকে
পাঠাতেই পারেন পূজো প্রেমের বিশেষ কবিতা ।

পুজোর প্রেমের কবিতা

Loading...
 পুজো পুজো গন্ধ
পুজো পুজো গন্ধ সন্দেহ নেই কিছু,
হাজার হাজার মানুষ কষ্টে আছে;
অর্থ সংকটে ভুগছে সারাবছর ধরে
কর্ম সংস্থানের আশায় তবু ঘুরছে নেতার পিছু পিছু।
শরতের ওই পেঁজা তুলোর মতো মেঘ,
অনাহারে অর্ধাহারে থেকেও কি বেকার
যুবক যুবতী পুজোর গন্ধ পায়!
কিভাবে কবিরা সব কষ্ট ভুলে যায়!
শারদীয়া সংখ্যায় পুজোর গন্ধে
প্রেমিক যুগলের প্রেমের কবিতা লিখে খায়?
এসবের মধ্যে পুজোর গন্ধ…..
নিজেকে খুবই লাগছে অসহায়।

পুজোর গন্ধ নিয়ে কবিতা


মধ্য বয়সের ভালোবাসা 
আজব প্রেমের গজব কাহিনী চলে ঘর সংসারে
কখনো গুমরে কখনো বর্ষে সুখে দুখের বালুচরে|
খেটে খেটে মরি আমি তুমি লাটসাহেব স্বামী
কখনো রণ চন্ডী কখনো অনুরাগের সেই রামী||
শরতের শিউলি কাশের দিনে প্রেমের বাঁশি বাজালে
মায়ের আরাধনার ক্ষণে প্রতিশ্রুতির বানে ভরালে |
এখন পরশে দেখো চোখে শুধুই ফুলের হলুদ সর্ষে ধামে
আছো বেশ আমাকে করে শেষ শান্তির ভাতঘুমে||
সকালে তোমায় বলিনি, যাবো পুজো শপিংএ
দিব্যি খেয়ে চব্য চস্য পড়লে চেয়ারে গুমিয়ে?
এবার পূজোয় স্বর্ণকাতান, বেনারসী চাই বালুচরি
তৈরী হয়ে পকেট ভরে বেরোও সঙ্গে তাড়াতাড়ি ||

দূর্গা পূজার প্রেমের কবিতা 

পুজো ও প্রথম প্রেমের কবিতা 
সকাল থেকে মেঘ করেছে 
দু ‘ একপশলা বৃষ্টি হলো 
আমার তখন ঊনিশ কুড়ি 
তোমার হবে পনেরো ষোলো 
ঠাকুর দালান ফুল সাজানো 
চোখে চোখে প্রেমের দোলা 
ক্লাবের ঘরে আমরা কজন 
সামনে তুমি, জানলা খোলা 
হলুদ রঙা শাড়ি তোমার
প্রথম দেখি পঞ্চমীতে 
পাড়ার পুজোর উদ্বোধনে 
তুমিই সেদিন কাটলে ফিতে 
তারপরে, আলাপ হলো 
নদীর পাড়ে , শ্যাওলা সাঁকো 
এখন তুমি অনেক দূরে 
দুষ্টু মেয়ে আমায় ডাকো ?
পুজো কেটে ডুব সিনেমা 
চেনা লোকে দেখার ভীতি 
হারিয়ে গেছে শ্রী পঞ্চমী 
হারিয়ে গেছে সরস্বতী ll

আরো পড়ুন,


Share This Article